কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024
কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024 - দ্বাদশ শ্রেণির প্রজেক্ট বাংলা প্রজেক্ট, এডুকেশন প্রজেক্ট, শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট, এখানে আজ আমরা বর্তমান শিক্ষা ব্যাবস্থার অন্যতম সরকারি প্রকল্প কন্যাশ্রী সম্পর্কে একটি বিষদ প্রজেক্ট নিয়ে আলোচনা করবো, আসা করি এই প্রজেক্ট টি ছাত্র ছাত্রী দের সাহায্য করবে।। আপনারা এই বিষয়ে জানতে এই লিংকে ভিজিট করতে পারেন - NANDAN DUTTA ( Credit) | HS Project , HS bangla project, Education Project, কন্যাশ্রী প্রকল্পের ভূমিকা :- দেশের অধিকাংশ মেয়ে শিক্ষার মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে অতি অল্প বয়সেই নিতান্ত সাংসারিক সামগ্রী হিসেবেই বিবেচিত হয়। এখনও কন্যাভ্রূণ হত্যা কিংবা বাল্যবিবাহের মতো নির্দয়তা আকছার ঘটে চলেছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও এর ব্যতিক্রম ঘটে না। এখনও মেয়েদের এগিয়ে চলার পথ প্রতিবন্ধকতায় পরিপূর্ণ। মাত্র কয়েক বছর আগেও পশ্চিমবঙ্গ বাল্যবিবাহে পঞ্চম স্থানে ছিল। বালিকাদের মধ্যে মাঝপথে লেখাপড়া ছেড়ে দেওয়ার হারও ছিল যথেষ্ট বেশি। এই প্রবণতা আটকাতে এবং মেয়েদের স্বনির্ভর করার