Pacific ocean current. প্রশান্ত মহাসাগরীয় স্রোত।
প্রশান্ত মহাসাগরীয় স্রোত। পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর ( Pacific Ocean) । এই মহাসাগরের আয়তন 16 লক্ষ বর্গ কিমি। প্রীতজীবীর গভীরতম স্থান মারিয়ানা খাত এই মহাসাগরে অবস্থিত। এই মহাসাগরে সৃষ্টি হওয়া কয়েকটি স্রোত সম্পর্কে নিভছে আলোচনা করা হলো -- EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে CLICK HERE নিরক্ষীয় স্রোত আটলান্টিক মহাসাগরের মতো প্রশান্ত মহাসাগরেও পৃথিবীর আবর্তন গতি ও আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়। জাপান স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত প্রথমে পূর্ব ভারতীয় দ্বীপপূঞ্জে বাধা পেয়ে উত্তর দিকে প্রবাহিত হয়। ধকহীন নীরক্ষীয় শ্রমিকটের একটি শাখা এই উত্তর নীরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয় ও এই মিলিত স্রোতটি জাপান উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়। জাপানি স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে দুটি শাখায় বিভক্ত হয়ে যায় - ক্যালিফোর্নিয়া স্রোত ও উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। পেরু স্রোত ...