Posts

Showing posts from October, 2019

Pacific ocean current. প্রশান্ত মহাসাগরীয় স্রোত।

প্রশান্ত মহাসাগরীয় স্রোত।     পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর ( Pacific Ocean) । এই মহাসাগরের আয়তন 16 লক্ষ বর্গ কিমি। প্রীতজীবীর গভীরতম স্থান মারিয়ানা খাত এই মহাসাগরে অবস্থিত। এই মহাসাগরে সৃষ্টি হওয়া কয়েকটি স্রোত সম্পর্কে নিভছে আলোচনা করা হলো -- EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE   নিরক্ষীয় স্রোত         আটলান্টিক মহাসাগরের মতো প্রশান্ত মহাসাগরেও পৃথিবীর আবর্তন গতি ও আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়। উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়। জাপান স্রোত         উত্তর নিরক্ষীয় স্রোত প্রথমে পূর্ব ভারতীয় দ্বীপপূঞ্জে বাধা পেয়ে উত্তর দিকে প্রবাহিত হয়। ধকহীন নীরক্ষীয় শ্রমিকটের একটি শাখা এই উত্তর নীরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয় ও এই মিলিত স্রোতটি জাপান উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়। জাপানি স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে দুটি শাখায় বিভক্ত হয়ে যায় - ক্যালিফোর্নিয়া স্রোত ও উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। পেরু স্রোত       ...

Atlantik ocean. আটলান্টিক মহাসাগরের স্রোত।

      পৃথিবীতে যে সকল বড়ো বড়ো মহাসাগর অবস্থিত তাদের মধ্যে আটলান্টিক হলো দ্বিতীয় বৃহত্তম। এই মহাসাগরের আয়তন 8 কোটি 4 লক্ষ বর্গ কিমি। এর গড় গভীরতা 3 কিমি। এই মহাসাগরের গভীর স্থানটির নাম পোর্টেরিকা।  এই মহাসাগরে যে বৃহৎ স্রোত গুলি দেখা যায় , তার কয়েকটি নিয়ে নিচে আলোচনা করা হলো --  EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE   নিরক্ষীয় স্রোত         আটলান্টিক মহাসাগরে উত্তর পূর্ব  ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় অঞ্চল থেকে এক ধরণের স্রোত প্রবাহিত হয়, একে নিরক্ষীয় স্রোত বলে। নিরক্ষীয় স্রোতকে কয়েকটি ভাগে ভাগ করা যায় -- উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতি স্রোত। ক্যারিবিয়ান স্রোত         দক্ষিণ আমেরিকার কেপসান অন্তরিপে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বাধা পেলে স্রোতটি দুটি শাখায় ভাগ হয়ে যায়। উত্তরের যে স্রোতটি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে ও দক্ষিণ দিকের নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এই মিলিত স্রোতের নাম ক্যারিবিয়ান স্রোত। ব্রাজিল স্রোত         বেঙ্গুয়েলা স্রোত আয়ন বায়ুর প্...

Indian Ocean Current. ভারত মহাসাগরীয় স্রোত।

Image
               ভারত মহাসাগরীয় স্রোত।        ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয়তম ও দ্বিতীয় গভীরতম মহা সাগর। এই মহাসাগরের আয়তন 7 কোটি 25 লক্ষ বর্গ কিমি, এবং গড় গভীরতা 3.5  কিমি। এই মহাসাগরের গভীর স্থান সুন্দাখত। ভারত মহাসাগরের প্রধান প্রধান স্রোত নিয়ে নিচে আলোচনা করা হলো -- EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE   নিরক্ষীয় স্রোত        অন্যান্য মহাসাগর গুলির মতো ভারত মহাসাগরেও নিরক্ষীয় স্রোত দেখা যায়। এখানেও উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষরেখার উভয় দিকে স্রোত প্রবাহিত হয়। নিরক্ষ রেখার পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে এর আর এক নাম ভারতীয় স্রোত। পশ্চিম অস্ট্রেলীয় স্রোত           কুমেরু মহাসাগর থেকে আগত শীতল স্রোতের একটি শাখা পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্বদিকে প্রবাহিত হয় ও অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত হতে থাকে। এই স্রোত পশ্চিম অস্ট্রেলীয় স্রোত নাম পরিচিত। এই স্রোতটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নানান নাম পরিচিত হয়েছে। যেমন - মাদাগাস্কার স্রোত, মোজাম্...