Posts

Showing posts from December, 2019

MP 2020 Bengali Questions Pattern, 2020 সালের বাংলার প্রশ্ন পত্র নমুনা,

Image
2020  সালের বাংলা মাধ্যমিক প্রশ্নপত্র।      এখানে 2020 সালের মাধ্যমিক  বাংলা পত্রের নমুনা দেওয়া হলো যা পুরোপুরি 100 মার্কের জন্য ফাইনাল পরীক্ষার মত তৈরি করা হয়েছে। তোমরা এই প্রশ্ন পত্রটি প্র্যাকটিস করতে পারো ও প্রয়োজনে উত্তর পেতে নিচে কমেন্ট করতে পারো। Madhyomik Bengali Suggestions 2020  ১. সঠিক উত্তরটি নির্বাচন করো:-      ১৭×১=১৭  ১.১ তপনের লেখা গল্পের নাম ছিল-ক) স্কুলে প্রথম দিন (খ) শেষ দিন (গ) প্রথম সাক্ষাত (ঘ) প্রথম দিন।  ১.২ 'ধরে গেল আগুন' - কোথায়? -(ক) অরণ্যে (খ)গ্ৰামে (গ)সমস্ত সমতলে (ঘ) বাড়িতে।  ১.৩ 'পায়ে পায়ে হিমানীর বাঁধ'-'হিমানী' শব্দের আক্ষরিক অর্থ কি?-(ক) তুষার (খ) পর্বত (গ)বন (ঘ) জল।  ১.৪ আফ্রিকার অন্ত:পুরে আলো ছিল-(ক) প্রচুর (খ) বেশি (গ) কৃপণ (ঘ)কম।  ১.৫ 'কলমে কায়স্ত চিনি' কথাটি-(ক)প্রবাদ (খ)ছড়া(গ) ধাঁধা (ঘ) লোকগীতি।  ১.৬ হরিদা ছিলেন পেশায় একজন-(ক)বাইজী (খ) সন্ন্যাসী (গ) বহুরূপী (ঘ) শিক্ষক। Educostudy App Download  ১.৭ 'রত্নাকর রত্নোত্তমা' কে?-(ক)সীতা (খ)লক্ষী (গ) প্রমিলা (ঘ)নিকষা। ...