জাতীয় শিক্ষানীতি 2020 || শিক্ষাব্যবস্থা ও শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন || NEP 2020

সম্প্রতি ভারত সরকারের মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হলো নতুন জাতীয় শিক্ষানীতি national education policy 2020 , এতদিন পর্যন্ত আমাদের শিক্ষাব্যবস্থা চালু ছিল 1986 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী। অর্থাৎ দীর্ঘ 34 বছর পর সেই শিক্ষা ব্যবস্থায় ছেদ পড়ল। জাতীয় শিক্ষা নীতি পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে এবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বাইরে বের করে তাকে শিক্ষা মন্ত্রক নামে নতুন একটি ব্যবস্থার মধ্যে আনা হলো। নতুন এই শিক্ষা ব্যবস্থায় যে সকল বিশেষ পরিবর্তনগুলি আমাদের নজরে এসেছে সেগুলো নিয়ে নিচে পরপর আলোচনা করা হলো - 1. 6 থেকে 14 বছরের বদলে ন্যাশনাল এডুকেশন পলিসি বা নতুন এই জাতীয় শিক্ষানীতিতে 3 থেকে 18 বছরের বাচ্চাদের শিক্ষার অধিকার আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2. শিক্ষার জন্য নতুন রেগুলেটরি বডি রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ বা ন্যাশনাল এডুকেশন কমিশন গঠন করতে চলেছে যার প্রধান পদে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। অর্থাৎ এতদিন ধরে বেশ কয়েকটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এই সকল কাজ গুলি করে থাকত সেগুলি এখন থেকে আর থাকবে না। style="...