বৃষ্টিপাতের প্রকারভেদ | শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত | পরিচলন বৃষ্টিপাত | ঘূর্ণবাত বৃষ্টিপাত

বারিমন্ডলের জলচক্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এই জলচক্রের একটি বড় হল বা পর্যায় হলো বৃষ্টিপাত । পৃথিবীতে এই বৃষ্টিপাত বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে হয়ে থাকে এবং এই বিভিন্ন ধরনের ওপর নির্ভর করে পৃথিবীর সকল বৃষ্টিকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে। নিচে সকল প্রকার বৃষ্টি সম্পর্কে বিশদ আলোচনা করা হলো - বৃষ্টিপাতের প্রকারভেদ মেঘের প্রকৃতি, ঘনীভবনের পদ্ধতি, বায়ুমণ্ডলের অস্থিরতার প্রকৃতি ইত্যাদি ভৌতিক কারণ অনুযায়ী বৃষ্টিপাতকে নিম্নলিখিত শ্রেণীতে বিভক্ত করা যায় । যথা :- 1) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। 2) পরিচলন বৃষ্টিপাত। 3) ঘূর্ণবাত বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রকারভেদ 3) ঘূর্ণবাত বৃষ্টিপাত কে আবার দুই ভাগে বিভক্ত করা যায় যথা a) ক্রান্তীয় ঘূর্ণবাত বৃষ্টিপাত। b) নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত বৃষ্টিপাত। b) নাতিশীতোষ্ণ মণ্ডলে সৃষ্ট ঘূর্ণবাত বৃষ্টিপাতকে আবার দুভাগে বিভক্ত করা যায় যথা :- i) শীতল সীমান্তীয় বৃষ্টিপাত। ii) উষ্ণ সীমান্তীয় বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহ পথে উঁচু পাহাড় বা পর্বত...