Posts

Showing posts from September, 2021

বৃষ্টিপাতের প্রকারভেদ | শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত | পরিচলন বৃষ্টিপাত | ঘূর্ণবাত বৃষ্টিপাত

Image
বারিমন্ডলের জলচক্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এই জলচক্রের একটি বড় হল বা পর্যায় হলো বৃষ্টিপাত । পৃথিবীতে এই বৃষ্টিপাত বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে হয়ে থাকে এবং এই বিভিন্ন ধরনের ওপর নির্ভর করে পৃথিবীর সকল বৃষ্টিকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে। নিচে সকল প্রকার বৃষ্টি সম্পর্কে বিশদ আলোচনা করা হলো - বৃষ্টিপাতের প্রকারভেদ মেঘের প্রকৃতি, ঘনীভবনের পদ্ধতি, বায়ুমণ্ডলের  অস্থিরতার প্রকৃতি ইত্যাদি ভৌতিক কারণ অনুযায়ী বৃষ্টিপাতকে নিম্নলিখিত শ্রেণীতে বিভক্ত করা যায় । যথা :-   1) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত।   2) পরিচলন বৃষ্টিপাত।   3) ঘূর্ণবাত বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রকারভেদ 3) ঘূর্ণবাত বৃষ্টিপাত কে আবার দুই ভাগে বিভক্ত করা যায় যথা   a) ক্রান্তীয় ঘূর্ণবাত বৃষ্টিপাত।   b) নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত বৃষ্টিপাত। b) নাতিশীতোষ্ণ মণ্ডলে সৃষ্ট ঘূর্ণবাত বৃষ্টিপাতকে আবার দুভাগে বিভক্ত করা যায় যথা :-  i) শীতল সীমান্তীয় বৃষ্টিপাত। ii) উষ্ণ সীমান্তীয় বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহ পথে উঁচু পাহাড় বা পর্বত...

অধঃক্ষেপণ বলতে কী বোঝো | অধঃক্ষেপণ সৃষ্টির কারণ | অধঃক্ষেপনের কারণ কি | বিভিন্ন প্রকার অধঃক্ষেপনের সম্পর্কে আলোচনা করো।

Image
  বারিমন্ডল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো  অধঃক্ষেপণ অধঃক্ষেপণ বলতে সাধারণত বোঝায় যে কোনো বস্তু পৃথিবীর দিকে ছুটে আসা, আর্ এই ধারণা থেকেই বৃষ্টি ও তুষার পাতের মতো ঘটনা গুলিকে আমরা অধঃক্ষেপণ বলে জেনে থাকি। এখানে অধঃক্ষেপণ কি , অধঃক্ষেপণ সৃষ্টির কারণ এবং বিভিন্ন প্রকার অধঃক্ষেপণ সম্পর্কে আলোচনা করা হলো । অধঃক্ষেপণ বলতে কী বোঝো? অধঃক্ষেপণ বলতে ভূপৃষ্ঠে পতিত সকল প্রকার বৃষ্টিপাত অর্থাৎ বারিপাত এবং তুষারপাতকে বোঝায়। যেমন বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, তুষারপাত ইত্যাদি। অধঃক্ষেপণ     ঘনীভবন বা উর্ধ্বপাতন অর্থাৎ অভয় যৌথ প্রক্রিয়ার ফলে গঠিত পারে এই প্রক্রিয়া যদিও বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কুয়াশা তুষার তুহিনে পরিণত করে কিন্তু এরা অধঃক্ষেপনের অন্তর্ভুক্ত নয় কেবলমাত্র বৃষ্টিপাত এবং তুষারপাত এই পর্যায়ভুক্ত। অধঃক্ষেপণ সৃষ্টির কারণ ঊর্ধ্বগামীবায়ু ঘনীভূত হইলে যে সর্বদায় অধঃক্ষেপণ হবে তার কোনো নিশ্চয়তা নেই। কৃত্রিম বৃষ্টিপাত যে প্রক্রিয়াতে হয় তাহার সকল তত্তও ()। কৃত্তিম বৃষ্টিপাত ঘটাইবার জন্য যে পরীক্ষা-নিরীক্ষা করা হয় তা থেকে জানা যায় মেঘে সাধারণত অসংখ্য জ...

ঘনীভবন কাকে বলে | ঘনীভবন ঘটার কারণ সমূহ | ঘনীভবনের প্রক্রিয়া সমূহ | ঘনীভবনের আদর্শ অবস্থান | চরম আদ্রতা

Image
    ভূগোল পাঠের একটি অন্যতম ও প্রয়োজনীয় বিষয় হলো ঘনীভবন । পরিবেশের জলীয় উপাদান জলীয়বষ্পের একটি অন্যতম অবস্থা হল এই ঘনীভবন । এখানে ঘনীভবন সম্পর্কে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। যেমন ঘনীভবন কাকে বলে, ঘনীভবন ঘটার বিভিন্ন কারণ সমূহ. বিভিন্ন ঘনীভবনের প্রক্রিয়া. গুলি ও ঘনীভবনের আদর্শ অবস্থান সম্পর্কে এখানে আলোচনা করা হলো - ঘনীভবন কাকে বলে   ঘনীভবন একটি বিশেষ প্রক্রিয়া। ইহার ফলে বাষ্পকনা গুলি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। বায়ুমন্ডলের কোন স্থানে উত্তাপ শিশিরাঙ্কের নিচে নামলে বাষ্প কনাগুলির এক অংশ ঘনীভূত হইয়া জলকণায় পরিণত হয়। ঘনীভবন ঘটিলে জলীয় বাষ্পের অভ্যন্তরে লুকায়িত অতি সামান্য উত্তাপ বাহির হইয়া আসে। এই রূপ উত্তাপকে লিনতাপ বলে । ইহা আবার বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু জলীয় বাষ্পে অতি পরিপৃক্ত থাকিলে বায়ুমণ্ডলের উত্তাপ শিশিরাঙ্কের বেশ নিচে নামিলে ঘনীভবন ঘটে। আবার কখনও কখনও কোন অস্বাভাবিক পরিবেশ বায়ুর উত্তাপ শিশিরাঙ্কের নিচে নামার পূর্বেও ইহা ঘটতে পারে। ঘনীভবন ঘটার কারণ সমূহ ঘনীভবন প্রধানত উত্তাপের হ্রাস হেতু ঘটিয়া থাকে। আবার বায়ুর উত্তাপের হ...

ঐতিহাসিক উপন্যাস হিসাবে রাজসিংহ কতখানি স্বার্থক তা আলোচনা করো।

Image
    বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় তার রাজসিংহ উপন্যাস সম্পর্কে বলেছিলেন - এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম । সুতরাং তার লেখনীর এই বিশেষ অধ্যায় সম্পর্কে আলোচনা থেকে একথা আমরা ধরে নিতে পারি যে তার রাজসিংহ উপন্যাস টি বিশেষভাবে ঐতিহাসিক । তবুও সাহিত্যের সমালোচনার জগতে যেসকল সমস্যা সৃষ্টি হয় কোন সাহিত্যিক উপাদান নিয়ে সে দিক থেকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাস টি কে বিচার করে দেখব এই উপন্যাসটি সত্যিই ঐতিহাসিক কিনা।    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী, চন্দ্রশেখর, সীতারাম,  এই সকল উপন্যাস গুলি ইতিহাসকে কেন্দ্র করে রচিত তবুও এদেরকে লেখক বার সমালোচক কখনোই প্রকৃত ঐতিহাসিক উপাদান বলে স্বীকার করেনি। পূর্বে উল্লেখিত বঙ্কিমচন্দ্রের নিজস্ব উক্তি এর সব থেকে জোরালো আবেদন বহন করে থাকে - আমি পূর্বে কখনো ঐতিহাসিক উপন্যাস লিখি নাই, এমনকি তিনি এটাও বলেছেন যে - দুর্গেশনন্দিনী , চন্দ্রশেখর , সীতারাম কে ঐতিহাসিক উপন্যাস বলা যাইতে পারে না।  রাজসিংহ    লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব মতামত ও চিন্তা ধারা অনুযায়ী তাঁর রাশি...