Posts

Showing posts from October, 2021

English Grammar Articles The | Use of Articles The | Use of Articles The in English

Image
 সাধারণত ইংরেজিতে এডজেকটিভ এর মত A, An ও The ব্যবহার হয় বলে এদেরকে  Article   বলে। এই আর্টিকেল কে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রধানত Indefinite Article ও Definite Article । English Grammar Articles "The"     এবার এই  Indefinite Article  ও  Definite Article  এর মধ্যে  Definite Article  এর একটি ভাগ হল "The"। তবে একথাও জেনে রাখা দরকার শুধুমাত্র The  Definite Article  নয় এর সঙ্গে This, That ইত্যাদি নির্দিষ্ট করে যে সমস্ত Adjective গুলি বোঝায় তাদেরকেও  Definite Article  বলে ধরা হয়। For Article (A, An, The) Rules Click Here    এবার এখানে এই নির্দিষ্ট  Definite Article  অর্থাৎ এর ব্যবহার অর্থাৎ কোথায় কোথায়  Definite Article "The"  ব্যবহার করা হয় তা নিচে নিয়ম সহকারে আলোচনা করা হলো - Use of Articles "The"    ইংরেজিতে ব্যবহৃত A, An, ও The এগুলিকে ইচ্ছামত প্রয়োগ করা যায় না নির্দিষ্ট নিয়ম মাফিক এদের ব্যবহার করতে হয় সেইজন্যে  Definite Article   The কে ব্যাবহার ক...

English Grammar Articles | English Grammar Articles Use | English Grammar Articles (A, An, The) in pdf

Image
 Adjective এর ন্যায় ব্যবহৃত a, an ও the কে Article বলে ।   Article দুই প্রকার যথা - Indefinite Article ও Definite Article । Indefinite Article -  A এবং An কে Indefinite Article বলে।  Definite Article -  The কে Definite Article বলে। English Grammar Articles Use      English Grammar Articles Use এর কিছু নিয়ম আছে, এর অর্থ হলো English Grammar এর এই তিনটি Article আমরা নিজেদের ইচ্ছা মতো ব্যাবহার করতে পারি না। এই Article গুলি কে ব্যাবহার করতে হলে আমাদের আগেই জানা দরকার এই সকল আর্টিকেল গুলিকে কিভাবে ব্যাবহার করা যায়। নিচে এই সকল আর্টিকেলের ব্যাবহারের নিয়ম দেওয়া হলো -  English Grammar Articles Use Rules 1     সাধারণ কোনো বিষয় বা জিনিস বোঝাতে, যেমন - শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নামের আগে Article বসে না। কিন্তু সেই বিষয় টিকে যদি বিশেষ ভাবে বলা হয় তবে তার আগে Article বসে। English Grammar Articles Use যেমন -  Heart is an important part of our body. The heart of the patient does not function properly.  English Grammar Artic...

English grammar voice change | English grammar voice change rules

Image
English Grammar Voice Change , এর জন্য এই পোস্ট টি তে সমস্ত ধরনের  English grammar voice change rules গুলি আলোচনা করা হয়েছে। এই ওয়েবসাইট টি মূলত বাংলা ভাষাতে সমস্ত ধরনের শিক্ষা মূলক বিষয় সম্পর্কে আলোচনা করে থাকে। সেই কারণে এখানে  English grammar voice change rules গুলো আলোচনা করা হলো যাতে, বাংলা ভাষাতে শিক্ষার্থীরা  English grammar voice change ভালোভাবে শিখতে পারে।  What is voice ?     Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done it.  ( Verb এর যে রূপ তার সাবজেক্ট সক্রিয় বা নিষ্ক্রিয় তা নির্দেশ করে, তাকে ভয়েস Voice বলে। ) Voice Change Voice দুই প্রকার -  1.  Active Voice :      Verb-এর যে রূপে সাবজেক্ট ক্রিয়াশীল থেকে নিজে করে তাকে  Active Voice   বলে।  2. Passive Voice :     Verb-এর পরিবর্তনশীল যেরূপে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে তাকে    Passive Voice  বলে।  What is Voice Change ?     সাধারণত এই দুই প্রকা...