Posts

Showing posts from July, 2022

হাঁসুলিবাঁকের উপকথা উপন্যাসের পাখি চরিত্র | তারাশঙ্কর বন্দোপাধ্যায় | পাখি চরিত্র

Image
     কাহার, বাউরি, সাওতাল, ডোম প্রভৃতি সম্প্রদায়ের কথা যে সাহিত্যিক প্রথম লেখনী রূপে তুলে ধরেছিল তিনি  তারাশঙ্কর বন্দোপাধ্যায়  । তাকে ইংরেজি সাহিত্যের  টমাস হার্ডির  সাথে তুলনা করা হয়ে থাকে। তার হাসুলি বাঁকের উপকথা উপন্যাস টি অন্যতম এবং বেশ উল্লেখযোগ্য। এই উপন্যাসের  পাখি চরিত্র  সম্পর্কে নিচে আলোচনা করা হলো হাঁসুলিবাঁক উপন্যাসের পাখি চরিত্র      সুচাঁদের নাতনি বসনর মেয়ে পাখি। উপকথার একমাত্র নারী চরিত্র যে উপকথায় আধিদৈবিক জগতের বাইরে ব্যতিক্রমী চরিত্র। সু্চাঁদ আদ্দিকালের বদ্যি বুড়ি। সে প্রাচীনকালের লোকপুরাণের জগতের বাসিন্দা। বসন সুঁচাদের মত অতখানি প্রাচীনতাকে আকড়ে ধরে থাকে না। কালগত ব্যবধান তার মনে অঙ্কিত হয়েছে। পাখি বসনের চেয়েও আধুনিক। নতুন যুগের নবদূত করালীর যোগ্য সহধর্মিনী পাখি।      পাখির দেহে চৌধুরী কর্তার ছেলের রক্ত। বসনের ‘অঙের খেলার’ ফসল পাখি। চৌধুরীদের রক্তের তেজ,মননের অধিকার তাই স্বাভাবিক। করালী তার ‘অঙের মানুষ’। করালীর প্রতি কোনো বিরূপ মন্তব্য ও সহ্য করতে পারে না।      পাখি হেঁ...

হাঁসুলিবাঁক উপন্যাসে বনওয়ারি চরিত্র | হাঁসুলিবাঁকের উপকথা | তারাশঙ্কর বন্দোপাধ্যায়

Image
কাহার, বাউরি, সাওতাল, ডোম প্রভৃতি সম্প্রদায়ের কথা যে সাহিত্যিক প্রথম লেখনী রূপে তুলে ধরেছিল তিনি তারাশঙ্কর বন্দোপাধ্যায় । তাকে ইংরেজি সাহিত্যের টমাস হার্ডির সাথে তুলনা করা হয়ে থাকে। তার হাসুলি বাঁকের উপকথা উপন্যাস টি অন্যতম এবং বেশ উল্লেখযোগ্য। এই উপন্যাসের বনওয়ারি চরিত্র সম্পর্কে নিচে আলোচনা করা হলো। হাঁসুলিবাঁক উপন্যাসে বনওয়ারি চরিত্র      হাঁসুলিবাঁকের উপকথার প্রধানতম চরিত্র বনওয়ারী। কোপাই এর তীরবর্তী কাহার কলের সে প্রতিনিধি। আলোচ্য উপন্যাসে কাহিনীর উত্থান-পতন তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।      করালি অত্যাচারী কাহার কুলের মূর্তিমান প্রতিবাদ কর্তাবাবার বাহনকেসে পুড়িয়ে মারার স্পর্ধা দেখায়। বাবুদের বকশিসে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। বাঁশবাদির অতিপ্রাকৃত জগতকে পিছনে ফেলে সে অবলীলাক্রমে চন্দনপুরে চলে যায়। কিন্তু বনোয়ারী এ সমাজের প্রতিনিধি সে মাতব্বর, “সকল কর্মের উপরে হলো তার মাতব্বরির দায়িত্ব ”,গ্রামের ভালো আগে দেখতে হবে তাকে। করালির উদ্ধত বেপরোয়া চালচলন তাকে ক্রুদ্ধ করে তোলে। বনওয়ারি বিশ্বাস করে করালির অপবাদের ফলে কাহার পাড়ায় নানা রকম বি...

স্বাধবার একাদশী নাটকে অটলবিহারী চরিত্র | স্বাধবার একাদশী | দীনবন্ধু মিত্র

Image
  বাংলা নাটকের প্রাণ প্রতিষ্ঠার যুগের অন্যতম শ্রেষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র , তার সধবার একাদশী নাটক সেই যুগের অন্যতম সামাজিক দলিল।  এই নাটক খানির অন্যতম বিতর্কিত চরিত্র অটলবিহারী , এখানে এই চরিত্র সম্পর্কে আলোচনা করা হলো। স্বাধবার একাদশী নাটকে অটলবিহারী চরিত্র ?       দীনবন্ধু মিত্র তার নাটকে চরিত্র রূপায়নের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার সূত্র প্রয়োগ করেছিলেন। ' নীলদর্পন ' নাটকের ক্ষেত্রে এর প্রমান মেলে এবং একই সুরে বলা যায় স্বাধবার একাদশীর ক্ষেত্রে তৎকালের নব্য বঙ্গের ইংরেজি শিক্ষিত যুব সমাজের অধঃপতনের দিকে লক্ষ্য রেখে দীনবন্ধু  নিমচাঁদ ও অঞ্চলের ন্যায় চরিত্র সৃজন করেছেন।    মনে রাখতে হবে নিমচাঁদ চরিত্রের পূর্বসূরী যদি মধুসূদনের একেই কি বলে সভ্যতা নবকুমার হয় তবে অটল অবশ্যই কালিনাথের সঙ্গে তুলনীয়। কিন্তু স্বাধবার একাদশীতে অটলকেই নায়ক হিসাবে Project করতে চেয়েছিলেন দীনবন্ধু। সমকালের কলকাতার নগর সভ্যতার রুচি, শিক্ষা ও সংস্কৃতিহীন ধনাঢ্য সমাজে রূপ বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে চেয়েছেন দীনবন্ধু । তাই উক্ত সমাজে অর্ধশিক্ষিত বা হস্তিমূর্খ মদ্যপ স্ব...