Class Nine History MCQ Part 2 /নেপোলিয়ন - সাম্রাজ্য ও জাতীয়তাবাদ







             Class Nine History MCQ Part 2

            নেপোলিয়ন - সাম্রাজ্য ও জাতীয়তাবাদ




www.educostudy.in
ওয়াটার লু  যুদ্ধ


# বার্লিন ডিক্রি কি ?




উত্তর।    নেপোলিয়ন 1806 সালের 11 নভেম্বর বার্লিনে এক                আদেশ বা হুকুম জারি করেন যা বার্লিন ডিক্রি নাম                পরিচিত।

# নেপোলিয়ন কোথায় জন্ম গ্রহণ করেন ?



উত্তর।     ভূমধ্য সাগরের কোরসিকা দ্বীপে 1769 সা

লে জন্ম গ্রহণ করেন।




# ফ্রান্সে কবে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে ?



উত্তর।    1799 সালে ।



# "আমিই বিপ্লব , আবার আমিই বিপ্লবকে ধ্বংস করেছি" -       কার উক্তি ?



উত্তর।     নেপোলিয়নের।


  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE




# শ্রমিকের বন্ধু নাম কে পরিচিত ছিল ?



উত্তর।   নেপোলিয়ন ।



# গ্রাদ আর্মি কি ?



উত্তর।   নেপোলিয়নের সেনাদলের নাম ছিল গ্রাদ

            আর্মি।




# কোড নেপোলিয়ন কি ?



উত্তর     নেপোলিয়নের নেতৃত্বে চারজন আইনজীবী 1804                  সালে ফ্রান্সে এক নতুন আইন ব্যবস্থা চালু করে                      একে কোড নেপোলিয়ন বলা হয় । একে আবার                    ফরাসি সমাজের বাইবেল ও বলা হয়ে থাকে।



    Class Nine History MCQ Part 2 /নেপোলিয়ন - সাম্রাজ্য ও জাতীয়তাবাদ


# কোড নেপোলিয়ন এ কত গুলি আইনবিধি ছিল ?



উত্তর।   2287 বা 2281 টি ।



# পোড়া মাটির নীতি কি ছিল ?



উত্তর।    একধরণের যুদ্ধ কৌশল, যেখানে নিজের দেশের                 সম্পদ নষ্ট করে শত্রুদের হটানো হয়।



# কোথায়, কবে নেপোলিয়নের মৃত্যু হয় ?



উত্তর     সেন্ট হেলেনা দ্বীপে, 1821 সালে।




# পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?



উত্তর।    ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে, 1798 সালে ।


www.educostudy.in/nepolion
নৌযুদ্ধ



# নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো ?



উত্তর    1799 সাল থেকে 1814 সাল পর্যন্ত সময় কে                          নেপোলিয়ন যুগ বলা হয়।



# তালির কে ছিলেন ?



উত্তর।     ফরাসি বিপ্লবের উল্লেখযোগ্য নেতা ।



# নেপোলিয়ন কত সালে কনসাল নিযুক্ত হন ?



উত্তর।   1799 সালে , তিনিই প্রথম ফ্রান্সের কনসাল ছিলেন।


  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE




# নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ?



উত্তর।     ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে , 1798 সালে ।



# সিজালপাইন প্রজাতন্ত্র কি ?



উত্তর।    ইতালির লাম্বার্ডি তে নেপোলিয়ন যে প্রজাতন্ত্র গড়ে                তোলেন তাই সিজলপাইন প্রজাতন্ত্র নাম পরিচিত।

        Class Nine History MCQ Part 2 /নেপোলিয়ন -            সাম্রাজ্য ও জাতীয়তাবাদ





# কনসুলেট শাসন কি ?



উত্তর।    নেপোলিয়ন ডিরেক্টরি শাসন তুলে দিয়ে মোট তিন               জন কনসাল মাধ্যমে সমস্ত ফ্রান্সের শাসন ব্যবস্থা                    চালু করেন যা কনসুলেট শাসন নাম পরিচিত।



# দ্বিতীয় জাস্টিয়ান কে ছিলেন ?



উত্তর।    কোড নেপোলিয়নের জন্য  নেপোলিয়ন কে ?                       দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় ।





# কোড নেপোলিয়নের গুরুত্ব কি ?



উত্তর।    নীতি গুলি আধুনিক ছিল ও ইউরোপের অনেক                   দেশ আধুনিক নিতি গুলি সহজেই গ্রহণ করে ।



# লিজিয়ন অব ওনার পুরুস্কার কে চালু করেন ?



উত্তর।    নেপোলিয়ন ।



# নেপোলিয়নের ভাইয়ের নাম কি ছিল ?



উত্তর।    লুসিয়ান, লুই, ও জেরোম বোনাপার্ট ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE






      Class Nine History MCQ Part 2 /নেপোলিয়ন -             সাম্রাজ্য ও জাতীয়তাবাদ






# নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় ?




উত্তর    বিপ্লবের হাত ধরে রাজতন্ত্র ধ্বংস হলেও                               নেপোলিয়নের হাত ধরে আবার সেই রাজতন্ত্রের                   প্রতিষ্ঠা করে নেপোলিয়ন তাই নেপোলিয়ন কে                     বিপ্লবের ধ্বংসকরি বলা হয় ।


www.educostudy.in/nine history
নেপোলিয়ন কোড



# উলমের যুদ্ধ কাদের মধ্যে হয় ?



উত্তর।    ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে 1805 সালে ।



# টিলসিটের সন্ধি কবে হয় ?



উত্তর।    1807 সালে ।



# নেপোলিয়নের বিখ্যাত সেনাপতি কে ছিলেন ?



উত্তর।    মাসেনা ।




# ইসাবেলা কে ছিলেন ?



উত্তর।    স্পেনের রানী ।



# মহাদেশীয় ব্যবস্থা কি ?



উত্তর।    নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে এক অবরোধ                       গোড়ে তোলেন , যেখানে বলা হয়েছিল ইংল্যান্ডের                কোনো জাহাজ ইউরোপে প্রবেশ করতে পারবে                     না,এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে                    পন্য  আমদানি করতে পারবে না। এই নীতি                             মহাদেশীয় নীতি নামে পরিচিত ।

Class Nine History MCQ Part 2 /নেপোলিয়ন - সাম্রাজ্য ও জাতীয়তাবাদ





# নেপোলিয়ন কে প্রথম কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয় ?



উত্তর    এলবা দ্বীপে ।




# ডেভিড কপারফিল্ড গ্রন্থটির রচয়িতা কে ?



উত্তর।    চার্লস ডিকেন্স ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





# টাইফাস কি ? 



উত্তর।     ফরাসি সেনারা রাশিয়া অভিযানের সময় এক                     জ্বরে আক্রান্ত হয়, এই জ্বর কে টাইফাস বলা হত ।



# নেপোলিয়নের শেষ যুদ্ধ কোনটি ছিল ?



উত্তর।    ওয়াটার লু (১৮১৫) ।



# কার কাছে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে ?



উত্তর।     রুশ সেনাপতি কুটজফের হাতে নেপোলিয়নের                      চূড়ান্ত পরাজয় ঘটে ।



# ওয়ার এন্ড পিস গ্রন্থের রচয়িতা কে ?



উত্তর।    লিও টলস্টয়ের ।



# স্পেনীয় ক্ষত কি ?


www.educostudy.in/class nine



উত্তর।    নেপোলিয়ন স্পেন দখল করে তার ভাই কে                           সিংহাসনে বসালে সেখানকার জনগণ বিদরোয়                    ঘোষণা করে, ও তাঁর ভাই জোসেফ কে ফিরে                        আসতে হয় এই ঘটনা নেপোলিয়নের সময়ে                          স্পেনীয়   ক্ষত নামে পরিচিত।








# শত দিবসের রাজত্ব কি ?



উত্তর।    নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে                    ফিরে এলে রাজা অষ্টাদশ লুই পালিয়ে যান, এবং                  তারপর নেপোলিয়ন 100 দিন রাজত্ব করেন এই                    ঘটনা শত দিবসের রাজত্ব নাম পরিচিত ।




# নেপোলিয়নের পতনের দুটি কারণ লেখ ।



উত্তর।    স্বৈরতান্ত্রিক মনোভাব এবং সাম্রাজ্যের বিশাল                        আয়তন, নেপোলিয়নের পতনের অন্যতম দুটি                      কারণ।


  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE




# লাইসি কি ?



উত্তর।    নেপোলিয়ন যে আবাসিক বিদ্যালয় স্থাপন                           করেছিলেন তার নাম লাইসি ।



# ইউনিভার্সিটি অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয় ?



উত্তর।    1808 সালে ।



            Update Your iphoe Ios clik here



** ভালো রেজাল্ট মানে ভালো পড়াশোনা, আর ভালো পড়াশোনা মানে educostudy । বন্ধুদের সাথে শেয়ার করো। পেজটি লেক করো । সব প্রশ্ন গুলি নোট করো।





Comments

Post a Comment

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997