MP 2020 History MCQ Suggestions, 1st Part













 Class ten History  MCQ 1st part 





Class Ten History  MCQ 1st Part educostudy
Class Ten History  MCQ 1st Part 



# ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?

উত্তর    রাজ তরঙ্গিনী ।



# শচীন টেন্ডুলকারের আত্মজীবনী টির নাম কি ?

উত্তর   প্লেয়িং ইট মাই ওয়ে ।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE












# নদীয়া কাহিনী কার কার লেখা ? 

উত্তর   কুমুদ নাথ মল্লিক এর লেখা।



# কলিকাতা (kolkata)  দর্পণ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর    রাধারমণ মিত্র ।





# সত্তর বৎসর গ্রন্থটি কার আত্মজীবনী ?

উত্তর    বিপিনচন্দ্র পালের ।



# বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি ?

উত্তর    সমাচার দর্পণ ।




# বাংলার প্রথম সংবাদপত্র কোনটি ?

উত্তর    দিকদর্শন ।









# সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর    দ্বারকানাথ বিদ্যাভূষণ ।



# বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।










# জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার আত্মজীবনী?

উত্তর    সরলা দেবী চৌধুরানীর ।



# নগেন্দ্রনাথ সর্বাধিকারী  কে ছিলেন ?

উত্তর    উল্লেখযোগ্য প্রথম বাঙালি ফুটবল খেলোয়াড় ।



Madhyomik history MCQ suggestions2020


# ফুটবল খেলার ইতিহাসে ১৯১১ সাল কি জন্য গুরুত্বপূর্ণ ?

উত্তর    ১৯১১ সালে প্রথম ভারতীয় ফুটবলের ইতিহাসে মোহনবাগান আই এফ এ শিল্ড জয় লাভ লাভ করে ।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





# বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন? 

উত্তর   রবীন্দ্রনাথ ঠাকুর ।



# ভারতের নৃত্যকলা গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর    গায়ত্রী চট্টোপাধ্যায়।










# বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর   ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।



Madhyomik history MCQ suggestions2020

# কয়েক জন বাঙ্গালী বিখ্যাত চিত্র পরিচালকের নাম লেখ ?

উত্তর   সত্যজিৎ রায়, হৃত্বিক ঘটক, মৃণাল সেন, ও তপন সিংহ প্রমূখ ।




Class Ten History  MCQ 1st Part , educostudy
Class Ten History  MCQ 1st Part 










# প্রথম কবে ক্যামেরা আবিষ্কার হয় ?

উত্তর   ১৮৪৭ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ওয়ালকট প্রথম ক্যামেরা আবিষ্কার করেন । MP 2020 History MCQ Suggestions



# ভারতে কবে ক্যামেরা ফটো তোলার যন্ত্র আসে ?

উত্তর    ১৮৫০ এর  দশকে ফটো তোলার যন্ত্র আসে।



# প্রথম চলচ্চিত্রের বাইস্কোপ কারা নিয়ে আসেন?

উত্তর    লুমিয়ের ব্রাদার অর্থাৎ আগস্ট ও লুই লুমিয়ের।



# ভারতে প্রথম কবে বায়োস্কোপ চালু হয়?

উত্তর   ১৮৯৫ সালে বাইস্কোপ প্রদর্শনী শুরু হয়।










# ভারতে কবে এবং কোথায় প্রথম রেলপথ চালু হয়?

উত্তর    ১৮৫৩ সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত ।



# বাগেশ্বরী প্রবন্ধ মূলক গ্রন্থটি কে লিখেছেন ?

উত্তর   অবনীন্দ্রনাথ ঠাকুর



# সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচনাকার কে?

উত্তর  রেচেল কারসেন।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE




# ভারতে কবে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ?

উত্তর   ১৯৭৮  সালে ।



MP 2020 History MCQ Suggestions

# প্রাচীন ভারতের চিকিৎসাবিজ্ঞান গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর   দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।



# ভারতের প্রথম শব ব্যবচ্ছেদ কারী কে ছিলেন ?

উত্তর   মধুসূদন গুপ্ত ।










# প্রথম কবে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় ?

উত্তর ১৮৭২ সালে ।



# এনাল স্কুল কি?


উত্তর  এনাল স্কুল হলো ফ্রান্সের একটি পত্রিকার গোষ্ঠী, যেখানে ইতিহাস চর্চা সমাজ অর্থনীতি সংস্কৃতি এবং সাধারন মানুষের জীবন, তার পরিবার ইত্যাদি স্থান লাভ করেছিল ।




# স্পঞ্জ রসগোল্লা কি ?


উত্তর  ১৮৬৮ খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজারে নবীন চন্দ্র দাস নদীয়ার ফুলিয়ার হারাধন ময়রার তৈরি করা রসগোল্লা কে কিছু পরিবর্তন করে তৈরি করে স্পঞ্জ রসগোল্লা ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE







# প্রথম ভারতীয় চলচ্চিত্র টির নাম কি ?


উত্তর   প্রথম ভারতীয় চলচ্চিত্র টি হল রাজা হরিশচন্দ্র  এবং এর পরিচালক ছিলেন দাদাসাহেব ফালকে ।



# প্রথম বাংলা চলচ্চিত্র টির নাম কি ?


উত্তর   প্রথম বাংলা চলচ্চিত্র ছিল বিল্ব মঙ্গল, এটি ছিল নির্বাক চলচ্চিত্র এবং প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী।








MP 2020 History MCQ Suggestions

 ****** সবাইকে educostudy পক্ষ থেকে ধন্যবাদ ******


Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024