France revolution, effects of France revolution, ফরাসী বিপ্লবের প্রভাব।
France revolution, effects of France revolution ফরাসি বিপ্লবের প্রভাব। European history
1789 সালে ঘটে যাওয়া ফরাসি বিপ্লবের প্রভাব যে কতখানি সুদূর প্রয়াসী হয়েছিল তার দাবিতে প্রথমেই বলা যায়, যে পাশ্চাত্যের এই ঘটনা সমস্ত বিশ্বে এক নতুন ধারা এনে দিয়ে ছিলো। এমন কি প্রথম বিশ্বযুদ্ধের আগে ফরাসি বিপ্লবই ছিলো আধুনিক ইউরোপের European historyইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।
#সমস্ত নোটস পেতে নিচের বেলে 🔔 চাপ দিয়ে allow করো।
ফরাসি বিপ্লবের প্রভাব
ফ্রান্সের এই সম্মিলিত বিপ্লব এর প্রভাবে যে সমস্ত ফলাফল গুলি দেখা যায় তা হলো -
প্রজাতন্ত্র :
1789 সালে যে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল তার ফলে 1789 সালের 26 এ আগস্ট রাজতন্ত্রের অধিকার নষ্ট করে ব্যাক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করা হয়। এই ঘটনার জন্য 1792 সালে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয় ও প্রজাতন্ত্র ঘোষিত হয়। European history
প্রজার অধিকার :
ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয়। ফরাসিরা তাদের অধিকার লাভ করে। ব্যাক্তি স্বাধীনতা, সংবাদ পত্রের স্বাধীনতা, সমিতি গঠনের অধিকার এবং ভোটার অধিকার লাভ করে ফ্রান্সের প্রজারা। European history.
সামন্ততন্ত্রের ধ্বংস :
1789 সালের ফরাসি বিপ্লবের ফলে ইউরোপের সামন্ত তন্ত্রের অবসান ঘটে। সরকারি চাকরি, ব্যাক্তি স্বাধীনতা ফিরে আসে ও সামন্ত তান্ত্রিক সমস্ত কর বাতিল করা হয়।
ফরাসি বিপ্লবের মূল তিনটি আদর্শ ছিল - সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে সামাজিক সাম্য, জনগণের মিত্রতা, এবং বিভেদহীন স্বাধীনতার প্রতিষ্ঠা হয়।
ভোগবাদী অর্থনীতি :
ফ্রান্সের বুর্জোয়া শ্রেণীর মানুষের ফলে ফরাসি বিপ্লবের দানা বাধে কিন্তু পরবর্তী সময়ে এই বুর্জোয়া শ্রেনীর মানুষরায় সব থেকে বেশি সুবিধা ভোগ করতে থাকে। এর ফলে দেশে পুঁজিবাদী অর্থনীতি বিকশিত হয়।
আদর্শ সাম্যবাদ :
বর্তমান কালে কোনো বিপ্লবের পিছনে যে সাম্যবাদ কাজ করে ঐতিহাসিক দের মতে এই সাম্যবাদের উৎস হলো ফরাসি বিপ্লবের সাম্য ও সমাজতান্ত্রিক ধারণা। European history.
ফরাসি বিপ্লবের কারণে রাজতন্ত্রের অবসান হলে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। প্রজাতন্ত্র কে সুগঠিত করতে দেশের সর্বত্র একই আইন চালু করা হয়। যার ফলে ফ্রান্সে সুশাসন এর প্রতিষ্টা পায়।
শিক্ষার অগ্রগতি :
ফরাসি বিপ্লবের ফলে রাজতান্ত্রিক/পোপতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা শেষ হয়। সর্ব সাধারণের জন্য শুরু হয় শিক্ষা। একথা মনে রাখা প্রয়োজন যে জাকবিনরা ফ্রান্সের শিক্ষাকে প্রসারের বিশেষ ভূমিকা নিয়েছিলো।
# অন্যান্য সকল নোটস পেতে নিচের bell 🔔 চেপে রাখো।
প্রথম ইউনিট টেস্টের ফুল নোটসের pdf পাওয়া গেলে ভালো হতো. বাস্তিলের পতনের কারণ টা একটু ভালোভাবে লিখে দিন
ReplyDeleteGGFJFM
ReplyDeleteVery NICE
ReplyDeleteআমার ভালো লেগেছে কিন্তু এতে কি ৮ নম্বর পাওয়া যাবে?
ReplyDelete