Madhyomik geography suggestions2020. হুগলি নদীতে বর্জ্যের প্রভাব।
বর্জ্য কি ? হুগলি নদীতে বর্জ্যের প্রভাব।
বর্জ্য কি ?
যে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ যে গুলি আমাদের কোনো কাজে লাগে না। অর্থাৎ ফেলে দেওয়া প্রয়োজন সেই পদার্থ গুলিকে বর্জ্য পদার্থ বলে।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
উৎস :-
গবেষণায় জানা গেছে যে সাধারণত সাতটি (৭) টি মাধ্যম থেকে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। যেমন - শিল্প বর্জ্য, গৃহস্থালির বর্জ্য, কৃষিজ বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি।
হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব
উত্তর ভারত তথা সমগ্র ভারতের এক মাত্র প্রধান নদী গঙ্গা, যা পশ্চিমবঙ্গে ভাগীরথী ও হুগলি নামে বঙ্গোপসাগরে পড়েছে।
হুগলি নদীর তীরবর্তী অঞ্চলের জনপ্লাবন, ও নব নির্মিত শিল্পের কারণে আজ এই নদীটি ভারতের অন্যতম দূষিত নদী। যদিও এই সমস্যার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবুও বলা যায় আজ পর্যন্ত তেমন সুফল লাভ হয়নি। গবেষণায় জানা গেছে যে হুগলি নদীর জল পাঁচ (৫) ভাবে দূষিত হয়। যেমন -
Madhyomik geography suggestions2020
# কলকারখানা ও পৌর বর্জ্য
হুগলি নদী দূষিত হবার জন্য যতগুলি কারণ উল্লেখযোগ্য তার মধ্যে এই কারণ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুগলি বা গঙ্গা নদীকে কেন্দ্র করে হরিদ্বার থেকে মোহনা পর্যন্ত প্রচুর শহর গড়ে উঠেছে। আর এই শহর কে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক কলকারখানা। কলকারখানার সমস্ত জল এই নদী থেকে সরবরাহ করা হয়, আর সমস্ত দূষিত বর্জ্য সব এই নদীতে মিশে নদীর জলের মান নষ্ট করছে।
Madhyomik geography suggestions2020
# মলমূত্র ত্যাগ
অনুন্নত মানসিকতা ও পরিবেশের বেশীর ভাগ মানুষ এই নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে। যার ফলে তাদের দৈনন্দিন কাজের সমস্ত পদার্থ এই নদীর মাধ্যমে বাহিত হয়ে নদি দূষিত হয়।
Madhyomik geography suggestions2020
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
# ক্ষার জাতীয় পদার্থের মিশ্রণ
মানুষের বেশির ভাগ ব্যাবহৃত দ্রব্য ক্ষরকীয় হওয়ার জন্য প্রতিদিনের কাজের ফলে হুগলি নদীর জল কমবেশি ভাবে ক্ষরকীয় হয়ে পড়ছে। এর ফলে গঙ্গা নদী তার বিশুদ্ধতা হারাচ্ছে।
# পশু স্নান
ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের জনবসতি কৃষি নির্ভর হওয়ার জন্য নানান রকম পশু বা গবাদি পশুর স্নান করানোর ফলে জলে বর্জ্যের পরিমান বৃদ্ধি পাচ্ছে।
Madhyomik geography suggestions2020
# মৃতদেহ
গঙ্গা নদি পবিত্র হবার জন্য মানুষের এক প্রাচীন ধারণা আছে যে তার মৃতদেহের অবশিষ্ট অংশ যদি এই নদীতে ভাসিয়ে দেওয়া যায় তবে পূণ্য লাভ হয়। কিন্তু এই প্রাচীন ধারণা যে কিভাবে আমাদের হুগলি নদীকে দূষিত করে তা কল্পনাতীত। কারণ মানুষের ও নানান প্রাণীর মৃতদেহ পচে এই নদীর জল দূষিত করে তোলে।
Madhyomik geography suggestions2020
Comments
Post a Comment