Class 10 geography mcq suggestions 2020, 7th part. মাধ্যমিক সাজেশন "satellite system"






1, PSLV এর পুরো নাম কি ?


      Polar satellite launch vehicle.





2, FCC তে সবুজ রং কোন রঙে পরিবর্তিত হয় ?


        লাল রঙে। satellite system





3, রেডার কি ধরণের সেন্সর ?


        সক্রিয় সেন্সর।









4, সোয়াথ কি ?


       একবারে একটি উপগ্রহ যতটুকু অংশের ছবি তুলতে পারে তাকে সোয়াথ বলে।



       অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে







5, পৃথিবীর প্রথম কৃত্তিম উপগ্রহের নাম কি ?


         স্পুটনিক।





6, টোপোশিট কি ?


  নিদিষ্ট জ্যামিতিক আকার থাকার জন্য টোপোগ্রাফিকাল ম্যাপ কে টোপোশিট বলে। satellite system


Educostudy







7, রেজলিউশন কত ধরণের হয় ?


         চার ধরণের।





8, GIS এর পুরো নাম কি ?


       Geographic Information System.





9, INSAT এর পুরোনাম কি ?

        Indian National Satellite.



10, একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখ।

        ফটোগ্রাফিক ক্যামেরা।



11, নাদির বিন্দু কি ?

        কৃত্তিম উপগ্রহের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিন্দুকে  বলে নাদির বিন্দু। satellite system



12, রিমোর্ট সেন্সিং কি ?

        উপগ্রহের চিত্রের বিশ্লেষণ।



13, সাদা - কালো উপগ্রহ চিত্র কি ?

         যে চিত্রের প্রতিটি পিক্সেল 0 ও 1 এই দুটি বাইনারি ডিজিট দ্বারা প্রকাশ করা হয় সেই চিত্রকে সাদা - কালো উপগ্রহ চিত্র বলে। satellite system sad status



14, উপগ্রহ চিত্র তোলা হয় কিসের মাধ্যমে ?

         দুরসংবেদক।



15, কয়েকটি কৃত্তিম উপগ্রহের উদাহরণ দাও।

          IRS, LANDSAT, CARTOSAT প্রভৃতি।



16, উপগ্রহের ক্ষুদ্রতম অংশকে কি বলে ?

          পিক্সেল।



17, আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় কিভাবে ?

        জিওস্টেশনারী উপগ্রহ থেকে প্রেরিত তথ্য দ্বারা।



18, সেন্সর কে কয়েকটি ভাগে ভাগ করা যায় ?

        2 টি।



19, স্যাটেলাইট এর অর্থ কি ?

         প্রহরী।



20, ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

          দেরাদুনে।



          অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে



21, সমোন্নতি রেখার সাহায্যে কি জানা যায় ?

        ভূমির উচ্চতা।



22, 15' + 15' অখাংশ ও দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেলের মান কত ?

         1:2,50,000



23, 45 × D/10 ট্রপো মানচিত্রের স্কেলের মান কত ?

        1 : 50,000 ।



24, কোনো টোপোশিটের সূচক সংখ্যা 72 হলে সেই টোপো মানচিত্রের স্কেলটি কি হবে ?

         1 : 10,00,000 ।



25, মহাকাশে কৃত্তিম উপগ্রহ গুলি যেখানে অবস্থান করে তাকে কি বলে ?

         প্লাটফর্ম।



26, স্যাটেলাইট ইমেজারী কি ?

        উপগ্রহ চিত্রের অন্য নাম।



27, কোন সংস্থা ভারতের ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরী করে ?

        SOI



28, ভারতের SOI ( সার্ভে অফ ইন্ডিয়া ) কবে স্থাপিত হয় ?

         1767 সালে।



29, স্যাটেলাইট ইমাজেরির একটি উদাহরণ দাও ।

        IRS 1A তে তোলা ছবি।



30, স্যাটেলাইটের ব্যবহার কোথায় বেশি হয় ?

        দুরসংবেদন ব্যাবস্থায়।



31, LANDSAT স্যাটেলাইট কোথায় ব্যবহার করা হয় ?

        আমেরিকা যুক্ত রাষ্ট্রে।



32, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

        বেঙ্গালুরু তে।



33, উপগ্রহ চিত্রে গভীর জলকে কোন রঙে দেখানো হয় ?

       ধূসর কালো।



34, কোন স্কেল টি একক বিহীন হয় ?

       ভগ্নাংশ সূচক স্কেল।



35, সমোন্নতি রেখার রং কি ?

       বাদামি।



36, R. F এর অর্থ কি ?

        Representative Fraction / রিপ্রেজেন্টেটিভ ফ্রাকসন।



37, RGB কি ?

        RGB হলো এক প্রকার দৃশ্যমান বর্ণালী।



38, রেডিও মিটার কি ধরণের সেন্সর ?

          একটিভ সেন্সর।



39, ট্রপোগ্রাফিকাল এর অর্থ কি ?

          ভূপৃষ্ঠের স্থানের বিবরণ।



40, ভারতে প্রতিরক্ষার কাজে ব্যাবহৃত স্যাটেলাইটের নাম কি ?

          RISAT - 2

       

          অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে



# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।  



Comments

  1. Question no 22:- answer is 1:50000

    ReplyDelete
  2. বাইনারি চিত্র কী???

    ReplyDelete
  3. ধূসর উপগ্রহ চিত্রের প্রতিটি pixel কত বিট করে ধরে রাখে ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997