Educational provision in Indian Constitution. ভারতীয় সংবিধানে শিক্ষা। MCQ প্রশ্ন।






1. কেন্দ্রীয় তালিকা কি ? 


উত্তর।    যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে থাকে, সেই সমস্ত বিষয়ের তালিকা কে কেন্দ্রীয় তালিকা বলে।









2. যুগ্ম তালিকা কি ?


উত্তর।    যে সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্র ও রাজ্য উভয়ের থাকে সেই বিষয়ের তালিকা কে যুগ্ম তালিকা বা যৌথ তালিকা বলে।







3. সংবিধানের কোন কোন ধারায় কেন্দ্রীয় তালিকার কথা বলা হয়েছে ?

উত্তর ।   62, 63, 64, 65 ও 66 নং ধারায় কেন্দ্রীয় তালিকার কথা বলা হয়েছে।



4. সংবিধানের 15 নং ধারায় কি বলা হয়েছে ?

উত্তর ।।   সমস্ত শিক্ষা ক্ষেত্রে নারীদের সমান অধিকার দিতে হবে।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





5. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় ?

উত্তর ।  1948 - 49 সালে।



6. মাধ্যমিক শিক্ষা কমিশন কতসালে গঠিত হয় ?

উত্তর     1952 - 53 সালে।



7. জাতীয় শিক্ষানীতি কত সালে গঠিত হয় ?

উত্তর ।   1968 সালে।



8. ভারতীয় সংবিধান কতসালে কার সভাপতিত্বে রচিত হয় ?

উত্তর     1950 খ্রিস্টাব্দে 26 সে জানুয়ারী ডঃ বি, আর, আম্বেদকরের সভাপতিত্বে রচিত হয়।



9. বিশ্ববিদ্যলয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ?

উত্তর    ডঃ সর্বপল্লী রাধকৃষ্ণণ।



10. কার নেতৃত্বে নারী শিক্ষা পরিষদ গঠিত হয় ?

উত্তর    1959 সালে শ্রীমতি দূর্গাদাস দেশমুখের নেতৃত্বে।



11. সংবিধানের কত নং ধারায় তপসিলি জাতি, উপজাতির, শিক্ষার কথা বলা হয়েছে ?

উত্তর     46 নং ধারায়।



12. রামমূর্তি কমিটি কতসালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর    1990 সালে।



13. ভারতীয় সংবিধানের কত নং ধারায় অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে ?

উত্তর      45 নং ধারায়।



14. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ?

উত্তর     বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।



15. শিক্ষায় সমসুযোগের কথা কোন কমিশনে প্রথম বলা হয় ?

উত্তর      কোঠারি কমিশনে।



16. সংবিধান রচনার জন্য কত সালে কমিটি গঠন করা হয় ?

উত্তর     1947 সালের 29 সে আগস্ট।



17. প্রথম মহিলা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

উত্তর    1992 সালে ।



18. কমন স্কুল কি ? 

উত্তর     কোঠারি কমিশন শিক্ষার সমান সুযোগ প্রদানের জন্য এক বিশেষ স্কুলের কথা বলেন ও তার নাম দেওয়া হয় কমন স্কুল।



19. সংবিধানের 45 নং ধারায় কি বলা হয়েছে ?

উত্তর    সংবিধান চালু হবার 10 বছরের মধ্যে 14 বছরের সমস্ত ছেলে ও মেয়ের প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করতে হবে।



20. সংবিধানের 30 এর 1 ও 2 নং ধারায় কি বলা হয়েছে ?

উত্তর    1) সমস্ত ধর্ম ও ভাষাগত সংখ্যা লঘুরা নিজেদের পসন্দ মতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করতে পারবে।

                2) ধর্ম ও ভাষার দিক দিয়ে সংখ্যা লঘু এই অজুহাতে কোনো রাজ্য সাহায্য দনে বৈষম্য দেখাতে পারযে না।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE








21. সংবিধানের 41 নং ধারায় কি বলা হয়েছে ? 

উত্তর      রাষ্ট্র তার আর্থিক ক্ষমতা ও উন্নয়নের সীমার মধ্যে সব নাগরিক দের জন্য কর্ম ও শিক্ষার ব্যবস্থা করবে এবং বেকার যুবক, বৃদ্ধ, অসুস্থ, অক্ষম মানুষদের সাহায্য করবে।



22. 337 নং ধারায় কি বলা হয়েছে ?

উত্তর     সংবিধান চালু হবার 3 বছর পর্যন্ত ইঙ্গ ভারতীয় সম্প্রদায়কে সাহায্য দেওয়া হবে। এই সাহায্য প্রতি বছর 10 শতাংশ হরে কমতে থাকবে।



23. সংবিধানের 343 নং ধারায় কি বলা হয়েছে ? 

উত্তর      ভারতের সরকারি ভাষা হবে হিন্দি, তবে সংবিধান চালু হবার 15 বছর পর্যন্ত সরকারি ভাষা থাকবে ইংরেজি।



24. সংবিধানের 63 নং ধারায় কি বলা হয়েছে ?

উত্তর     বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিশ্ববিদ্যালয় গুলিকে জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদা দিতে হবে।



25. আশ্রম স্কুল কি ?

উত্তর     তপসিলি জাতি ও উপজাতি অধ্যুসিত বা প্রভাবিত এলাকায় এক ধরণের আবাসিক সচলের কথা বলা হয়, যার নাম দেওয়া হয়েছিল আশ্রম স্কুল।



# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছা কৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।



Comments

  1. আশ্রম স্কুল প্রতিষ্ঠার কথা বলেন কোন কমিশন?

    ReplyDelete
  2. শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় কোন ধারায়?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024