বিধ্বংসী ঘূর্ণি ঝড় ফনি । fani cyclone at Bay of Bengal.






 # খবরটি ভালোভাবে পড়ার জন্য  ব্রাউজার টি Desktops মোড করে নিন। 



     2009 সালের পর এমন বিধ্বংসী ঘূর্ণি ঝড় আর দেখা যায়নি। প্রায় দশ বছর পর ফিরে cyclone fani / ফনি ঝড়  এলো প্রবল ঘূর্ণিঝড় । তবে বলা হচ্ছে যে 2009 এর আয়লার থেকেও বেশি শক্তি ধর এই ঝড়। জানা গেছে যে এই ঝড়ের নাম টি দেওয়া হয়েছে বাংলাদেশ এর পক্ষ থেকে।








    এই বিষয়টি আমার এই ওয়েবসাইটের সঙ্গে বেশ খানিকটা সম্পর্কিত তাই এখানে আমি এটা নিয়ে আলোচনা করলাম। আসা করি ছাত্র ছাত্রীদের কাজে লাগবে।









      বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণি ঝড় "ফোনি" নামে পরিচিত সাইক্লোন টির আসল নাম  fani, শুক্রবার, 3 মে, দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে এই ঝড় আছড়ে পড়বে cyclone fani / ফনি ঝড় বলে জানা গেছে। ওডিশায় এটি ভূমিধস সৃষ্টি করতে পারে বলে আশা করা হচ্ছে। সাইক্লোন ফনী কে   200 কিলোমিটার গতি সম্পন্ন দ্রুততম এপ্রিল ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে।  গভীর বঙ্গোপ সাগরে এই ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তর। 





   আবহাওয়া অধিদফতরের দ্বারা উপকূলীয় ওড়িশায় একটি হলুদ আবহাওয়া সতর্কবার্তা জারি করেছে যা আগামী কয়েক দিনের জন্য মারাত্মকভাবে cyclone fani / ফনি ঝড়  খারাপ আবহাওয়ার লোকদের সতর্ক করবে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে উচ্চ সতর্কতাও ঘোষণা করা হয়েছে। উড়িষ্যা ও উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় আগামীকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাইক্লোন ফনি মোকাবেলার জন্য প্রতিরোধক ও ত্রাণ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র থেকে 1,086 কোটি টাকা আগাম তহবিল দেন করা হয়েছে।


cyclone fani / ফনি ঝড়



 5 টি  গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো যা ঘূর্ণিঝড় ফানি সম্পর্কে জানা উচিত:




1. সাইক্লোন ফণী ওড়িশাকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে, তারপরে বাংলায় এবং তারপর অন্ধ্রপ্রদেশের প্রভাব পড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাব 4 মে পর্যন্ত অনুভূত হবে।







2. সাইক্লোন ফ্নির প্রভাব দেখতে পাওয়া এলাকাগুলির মধ্যে রয়েছে পুরি, গানজাম, খুরদা গজপতি, জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ভদ্রক, জাজপুর cyclone fani / ফনি ঝড় ও বালাসোর জেলা। পশ্চিমবাংলায়, দক্ষিণ ও উত্তর ২4 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা প্রভাবিত হবে। শ্রীকাকুলাম, বিশাখাপাতনম ও অন্ধ্র প্রদেশের বিজয়নগর জেলায় সাইক্লোন ফনির প্রভাব পড়বে।





3. ওড়িশার পর্যটকদের বৃহস্পতিবার সন্ধ্যায় (২ মে)  চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদেরকে 3 মে এবং 4 মে তারিখে সমস্ত cyclone fani / ফনি ঝড় অযৌক্তিক ভ্রমণ পরিকল্পনা বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।





4. বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয় ও কলেজ 2-4 মে বন্ধ থাকবে। বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে অনেক দূর থেকে জেগে থাকার বিষয়ে জেলেদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।





5. জেলা প্রশাসন নির্বাসন এবং ত্রাণ কাজ করার জন্য প্রস্তুত। ওড়িশায় প্রায় 900 টি বহুমুখী সাইক্লোন cyclone fani / ফনি ঝড় আশ্রয় প্রস্তুত রাখা হয়েছে এবং তামিলনাড়ুতে নৌবাহিনীর জাহাজ ও বিমানগুলি স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে।






            Apple phoner update করুন




Keyword : "fani", "cyclone", "cyclone fani", "ফনি ঘূর্ণিঝড়", "ঘূর্ণিঝড়", "fani", "foni strom", "cyclone foni", "foni cyclone".







Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024