Madhyomik history MCQ suggestions 2020, 8th part
1, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
ডঃ রাজেন্দ্র প্রসাদ।
2, হায়দ্রাবাদ কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয় ?
1950 সালে। history mcq suggestions
3, 1960 সালে গুজরাটের রাজধানী কি ছিল ?
আমেদাবাদ ।
4, কাশ্মীরের রাজার নাম কি ছিল ?
হরি সিং।
5, "A train To Pakisthan" গ্রন্থের রচয়িতা কে ?
খুশবন্ত সিং।
6, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
জওহরলাল নেহেরু।
7, জুনাগড় রাজ্য কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয় ?
1948 সালে।
8, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় ?
1956 সালে।
9, কত সালে নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয় ?
1963 সালে।
10, প্রত্যক্ষ সংগ্রাম কোথায় ঘটে ?
1946 সালে কলকাতায়।
11, Pathway To Pakistan গ্রন্থের রচয়িতা কে ?
চৌধুরী খলিকুজ্জামান।
12, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
13, স্বাধীন হবার আগে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল ?
565 টি।
14, তেলেঙ্গানা বিদ্রোহ কোথায় হয়েছিল ?
হায়দ্রাবাদে।
15, কোন রাজ্য গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্গত হয় ?
জুনগড়।
16, গোয়া কতসালে ভারতের রাজ্য হয় ?
1961।
17, রাজাকার বাহিনী কোথায় গঠিত হয়েছিল ?
হায়দ্রাবাদে।
18, নীলকন্ঠ পাখির খোঁজে গ্রন্থটি কে রচনা করে ?
অতীন বন্দ্যোপাধ্যায়। history mcq suggestions
19, কেয়া পাতার নৌকা গ্রন্থটি কার লেখা ?
প্রফুল্ল রায়।
20, কতো সালে সরকারি ভাষা কমিশন গঠিত হ ?
1953 সালে।
21, অপারেশন পোলো কি ?
হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান।
22, ভারতের বিষমার্ক কাকে বলা হয় ?
সর্দার বল্লভভাই প্যাটেল কে।
23, ভারত স্বাধীন হবার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক্লিমেন্ট এটলি।
24, ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয় ?
1947 সালের 18 ই জুলাই।
25, আজাদ কাশ্মীর সরকার কি ?
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সরকার।
26, নেহেরু - লিয়াকত চুক্তি কি ?
দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা নিয়ে 1950 সালের 17ই এপ্রিল নেহেরু ও লিয়াকতের মধ্যে এক চুক্তি হয়।
27, কাশ্মীর কবে ভারতের অন্তর্ভুক্ত হয় ?
1957 সালের 26 সে অক্টোবর। history mcq suggestions
28, ন্যাশনাল কনফারেন্স দলের নেতা কে ছিলেন ?
শেখ আব্দুল্লা।
29, কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় ?
1932 সালে।
30, "Pakistan or Partition of India" গ্রন্থটির লেখক কে ?
ডঃ ভীমরাও আম্বেদকর।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।
Comments
Post a Comment