Madhyomik history MCQ suggestions 2020, 8th part






1, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?


       ডঃ রাজেন্দ্র প্রসাদ।





2, হায়দ্রাবাদ কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয় ?


       1950 সালে।  history mcq suggestions





3, 1960 সালে গুজরাটের রাজধানী কি ছিল ?


       আমেদাবাদ ।









4, কাশ্মীরের রাজার নাম কি ছিল ?


        হরি সিং।





5, "A train To Pakisthan" গ্রন্থের রচয়িতা কে ?


        খুশবন্ত সিং।





6, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?


        জওহরলাল নেহেরু।





7, জুনাগড় রাজ্য কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয় ?


         1948 সালে।





8, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় ?


         1956 সালে।





9, কত সালে নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয় ?


        1963 সালে।





10, প্রত্যক্ষ সংগ্রাম কোথায় ঘটে ?


       1946 সালে কলকাতায়।





11, Pathway To Pakistan গ্রন্থের রচয়িতা কে ?


       চৌধুরী খলিকুজ্জামান।





12, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?


         লর্ড মাউন্টব্যাটেন।  suggestions











13, স্বাধীন হবার আগে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল ?


        565 টি।





14, তেলেঙ্গানা বিদ্রোহ কোথায় হয়েছিল ?


        হায়দ্রাবাদে।



15, কোন রাজ্য গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্গত হয় ?


         জুনগড়।





16, গোয়া কতসালে ভারতের রাজ্য হয় ?


         1961।





17, রাজাকার বাহিনী কোথায় গঠিত হয়েছিল ?


         হায়দ্রাবাদে।





18, নীলকন্ঠ পাখির খোঁজে গ্রন্থটি কে রচনা করে ?


        অতীন বন্দ্যোপাধ্যায়।  history mcq suggestions





19, কেয়া পাতার নৌকা গ্রন্থটি কার লেখা ?


         প্রফুল্ল রায়।





20, কতো সালে সরকারি ভাষা কমিশন গঠিত হ ?


         1953 সালে।







21, অপারেশন পোলো কি ?


        হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান।





22, ভারতের বিষমার্ক কাকে বলা হয় ?


        সর্দার বল্লভভাই প্যাটেল কে।





23, ভারত স্বাধীন হবার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ?


        ক্লিমেন্ট এটলি।





24, ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয় ?


        1947 সালের 18 ই জুলাই।





25, আজাদ কাশ্মীর সরকার কি ?


        পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সরকার।





26, নেহেরু - লিয়াকত চুক্তি কি ?


         দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা নিয়ে 1950 সালের 17ই এপ্রিল নেহেরু ও লিয়াকতের মধ্যে এক চুক্তি হয়।





27, কাশ্মীর কবে ভারতের অন্তর্ভুক্ত হয় ?


         1957 সালের 26 সে অক্টোবর। history mcq suggestions







28, ন্যাশনাল কনফারেন্স দলের নেতা কে ছিলেন ?


          শেখ আব্দুল্লা।





29, কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় ?


          1932 সালে।



30, "Pakistan or Partition of India" গ্রন্থটির লেখক কে ?


        ডঃ ভীমরাও আম্বেদকর।





# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।  



Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997