Madhyomik history MCQ Suggestions2020, প্রতিরোধ ও বিদ্রোহ।






1, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?


        মঙ্গল পান্ডে।





2, সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ? Madhyomik history MCQ suggestions2020


       বি, ডি সভারকর।









3, "Eighteen Fifty Seven" গ্রন্থটির লেখক কে ?


        ডঃ সুরেন্দ্রনাথ সেন।





4, মহারানী ভিক্টরিয়া কবে ভারতের শাসক হন ?


       1858 সাল থেকে।











5, কোন সংগঠন ভারতের রাজনীতিতে গতি এনেছিল ?


        ভারতসভা ।


Madhyomik history MCQ suggestions2020




6, জমিদার সভার সভাপতি কে ছিলেন ?


       রাধাকান্ত দেব।





7, অনান্দমঠ উপন্যাস কে রচনা করেন ?


       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।





8, গোরা উপন্যাসের রচয়িতা কে ?


      রবীন্দ্র নাথ ঠাকুর।





9, বন্দে মাতরম সংগীত টি কে রচনা করেন ?


      বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।





10, কাকে হিন্দুস্থানের সম্রাট বলা হত ?


        দ্বিতীয় বাহাদুর শাহ কে।







11, মহারানীর ঘোষণা পত্র কবে পরীক্ষিত হয় ?


        ১ লা নভেম্বর।





12, ভাইসরয় কথার অর্থ কি ?


         রাজ প্রতিনিধি।





13, কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ?


         1876 সালে ।





14, ভারত সভার কার্যের সঙ্গে কে যুক্ত ছিলেন ?


        হরিশ চন্দ্র মুখোপাধ্যায়।


Madhyomik history MCQ suggestions2020


15, হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?


       নবগোপাল মিত্র।







16, আনন্দমঠ কবে প্রথম প্রকাশিত হয় ?


        1882 সালে।





17, ভারতমাতা ছবিটি কে আঁকেন ?


       অবনীন্দ্রনাথ ঠাকুর।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





18, কালাপানি কথার অর্থ কি ?


       কালো জল।





19, পুনে সর্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয় ?


         1867 সালে ।


Madhyomik history MCQ suggestions2020


20, কে ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন ?


        শিশির কুমার ঘোষ।







21, হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয় ?


        1867 সালে।





22, হিন্দুমেলার ওপর নাম কি ?


         চৈত্র মেলা।





23, হিন্দুমেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?


         নবগোপাল মিত্র।





24, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ?


        বঙ্গভাষা প্রকাশিকা সভা।





25, মহারানী ভিক্টরিয়ার ঘোষণা পত্র কোথায় প্রকাশ করা  হয় ? 


        এলাহাবাদে।







26, কে মহারানীর ঘোষণা পত্র পাঠ করেন ?


        লর্ড ক্যানিং।





27, মহারানীর ঘোষণা পত্র অনুযায়ী কে রাজপ্রতিনিধি হয় ?


     লর্ড ক্যানিং।





28, ভারতমাতার ছবিতে কোন ধারণা প্রকাশিত হয়েছে ?


      তেজময়ী মাতৃমূর্তি।





29, বর্তমান ভারত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?


       উদ্বোধন পত্রিকায়।





30, কোথায় প্রথম সিপাহী বিদ্রোহ ঘটে ?


         ব্যারাকপুরে ।







31, বন্দেমাতরম সংগীতটি  কোথা থেকে নেওয়া হয়েছে ?


        আনন্দমঠ উপন্যাস থেকে ।





32, কার সময়ে ভারতে অস্ত্র আইন পাস হয় ?


        লর্ড ওয়েলেসলির সময়ে।





33, কোথায় ভারত সভার প্রথম অধিবেশন বসে ?


         আলবার্ট হলে।





34, রাষ্ট্রগুরু নাম কে পরিচিত ?


          সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়।





35, বাংলার মুকুট হীন রাজা নামে কে পরিচিত ?


           সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE







36, কুনওয়ার সিং কে ছিলেন ?


       বিহারের জমিদার ও সিপাহী বিদ্রোহের একজন নেতা।


Madhyomik history MCQ suggestions2020


37, নানাসাহেব কে ছিলেন ?


      পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দশম পুত্র ও সিপাহী বিদ্রোহের একজন নেতা ছিলেন নানাসাহেব।





38, ভারতের রাজনৈতিক চিন্তার পথিকৃৎ কে ছিলেন ?


       রাজা রামমোহন রায়।





39, "ঐশ্বরিক দান" কাদের বলা হত ?


          জমিদার ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনকে  "ঐশ্বরিক দান" বলে মনে করতো।





40, উনিশ শতককে কে সভাসমিতির যুগ বলেছেন ?


        ঐতিহাসিক অনিল শীল।







41, জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?


        প্রসন্ন কুমার ঠাকুর।





42, ভারতসভা কোন কোন বিষয়ে আন্দোলন করে ?


        ICS পরীক্ষার বয়স সীমা হ্রাস, দেশীয় ভাষায় সংবাদ পত্র আইন, ইলবার্ট বিল ইত্যাদি।





43, "A nation in Making" - কার আত্মজীবনী ?


        সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়।





44, হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কারা ?


        নবগোপাল মিত্র, রাজনারায়ন বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, প্রমুখ।





45, ন্যাশনাল পেপার কি ?


        হিন্দুমেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকার নাম ন্যাশনাল পেপার।







46, আনন্দমঠ উপন্যাসের পটভূমি কি ছিল ?


        বাংলার ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমি।


Madhyomik history MCQ suggestions2020


47, ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ?


         স্বামী বিবেকানন্দ কে।





48, কারা ভারতসভা প্রতিষ্ঠা করেন ?


         সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দ মোহন বসু।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





49, জমিদার সভার প্রাণ পুরুষ কে ছিলেন ?


         দ্বারকানাথ ঠাকুর।





50, ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?


         প্রসন্ন কুমার ঠাকুর।







# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।


Madhyomik history MCQ suggestions2020



Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024