বারিমন্ডল MCQ পার্ট 3, madhyomik geography mcq suggestions


    এই পোস্ট টিতে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা মূলত বারিমন্ডল থেকে আলোচিত হবে। মাধ্যমিক ভূগোলের ক্ষেত্রে বারিমন্ডল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু বারিমন্ডল কি ?  এবং এর সকল বিষয় গুলি নিয়ে যতগুলি শর্ট প্রশ্ন সম্ভব সবগুলি এখানে আলোচনা করা হলো।






1, এল নিনো কোথায় দেখা যায় ?


      প্রশান্ত মহাসাগরে।





2, সমুদ্র স্রোতের প্রধান কারণ কি ?


        নিয়ত বায়ু প্রবাহ।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE






3, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ জল দ্বারা পূর্ন ?


       71% ।





4, একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম লেখ।


        উপসাগরীয় স্রোত।





5, শীতল লাব্রেডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত রেখার নাম কি ?


         হিমপ্রাচীর ।









6, ক্যানারি স্রোতটি কোন মহাসাগরে সৃষ্টি হয় ?


        আটলান্টিক মহাসাগরে।







7, গ্রান্ড ব্যাঙ্ক কেন বিখ্যাত ?


       মৎস চাষের জন্য।





8, আগুলহাস স্রোত কোথায় দেখা যায় ?


         ভারত মহাসাগরে।





9, কোন কোন মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দেখা যায় ?


         প্রশান্ত, ভারত ও আটলান্টিক মহাসাগরে।





10, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি ?


         গ্রান্ডব্যাঙ্ক।









11, পেরু স্রোত কোথায় দেখা যায় ?


        প্রশান্ত মহাসাগরে।





12, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের গড় উষ্ণতা কত ?


        27°  সেন্টিগ্রেড।





13, সমুদ্রে ভাসমান বরফের স্তুপ কে কি বলে ?


        হিমশৈল।







14, উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত কোন দিকে বেঁকে প্রবাহিত হয় ?


       ডানদিকে।





15, কোথায় সমুদ্র স্রোতের বেগ সবথেকে বেশি হয় ?


         অগভীর সমুদ্রে। ( উপকূলে )





16, পৃথিবী ও চাঁদ সবথেকে কাছা কাছি অবস্থান করলে কোন জোয়ার সৃষ্টি হয় ?


        পেরিজি জোয়ার।





17, জোয়ার ও ভাটার স্থায়িত্ব কাল কত ?


          6 ঘন্টা।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE






18, সংযোগ অবস্থানের সময় পৃথিবীতে কোন তিথি বিরাজ করে ?


         অমাবস্যা।





19, সিজিগি অবস্থান কালে চাঁদ, সূর্য ও পৃথিবী কত ডিগ্রি কোন অবস্থান করে ?


         180° কোন অবস্থান করে।





20, জোয়ার ভাটা হয় এমন একটি নদীর নাম লেখ ।


        হুগলি নদী।





21, "কডাল" শব্দের অর্থ কি ? 


         সমুদ্র।





বারিমন্ডল MCQ পার্ট 3, madhyomik geography mcq suggestions 2021




22, পর্তুগালের পাশ দিয়ে কোন শীতল স্রোত প্রবাহিত হয় ?


         ক্যানারি স্রোত।





23, উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে কি দেখা যায় ?


          কুয়াশা ও ঝড় বৃষ্টি।





24, কোন সমুদ্র স্রোত হিমশৈল বহন করে ?


         ল্যব্রাডর  স্রোত।





25, মগ্নচড়া কেন সৃষ্টি হয় ?


       হিমশৈল গলণের ফলে মহীসোপানের উপর মগ্নচড়া স্মৃটি হয়।





26, স্রোত কখন স্রোতের ক্ষেত্রে অন্তস্রোত হয় ?


        স্রোত শীতল হলে অন্তস্রোত রূপে প্রবাহিত হয়।





27, চাঁদ ও সূর্যের জোয়ার সৃষ্টির অনুপাত কত ?


        11:5





28, কোন তিথিতে সবথেকে বেশি জোয়ার দেখা যায় ?


          অমাবস্যা তিথিতে।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE








29, পৃথিবীর কোন গতির ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় ?


   আবর্তন গতির ফলে।





30, ভারত মহাসাগরের স্রোত কোন বায়ুর প্রভাবে প্রভাবিত হয় ?


          মৌসুমী বায়ুর প্রভাবে।





31, কোন দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোত নাম পরিচিত ?


         মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের।





32, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি ?


         প্রশান্ত মহাসাগর।





33, ঋতু পরিবর্তন করলে কোন মহাসাগরের স্রোতের দিক পরিবর্তিত হয় ?


        ভারত মহাসাগরের।





34, কাকে মহাসমুদ্রের থার্মাল রেগুলেটর বলে ?


        সমুদ্র স্রোত কে।





35, সমুদ্র স্রোতের চক্র গতিকে কি বলে ?


         জায়র বা কুন্ডলি।







36, শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে কেন ?


          উষ্ণ কুরেশীয় বা জাপান স্রোতের প্রভাবে।





37, সবচেয়ে গতি সম্পন্ন স্রোতের নাম কি ?


       উপসাগরীয় স্রোত।





38, কতো গভীরতায় সমুদ্র স্রোত সৃষ্টি হয় ?


        300 - 1000 মিটারের গভীরতায়।





39, সমুদ্রের জল প্রবাহের পরিমান মাপা হয় কোন এককে ?


         সেভেয়ার ড্রপ এককে।





40, এল নিনো সৃষ্টি হলে ভারতের প্রাকৃতিক অবস্থা কি হয় ?


        ভারতে খরা দেখা দেয়।





41, পেরু স্রোতের ওপর নাম কি ?


        হামবোল্ড স্রোত।





42, ক্রান্তীয় সমুদ্রে কি ধরণের স্রোত সৃষ্টি হয় ?


        উষ্ণ সমুদ্র স্রোত।





43, সমুদ্র স্রোতের ঘনত্ব কখন বাড়ে ?


        উষ্ণতা হ্রাস পেলে ও লবনতাও বাস্পীভবন বৃদ্দি পেলে।





44, কোন বলের প্রভাবে গৌণ জোয়ার হয় ?


       কেন্দরাতিক বলের প্রভাবে।





45, পেরিজি ও সিজিগির মিলনকে কি বলে ?


          প্রক্সিজিয়ন - এটি প্রতি দেড় বছর অন্তর ঘটে।





46, সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তার নাম কি ?


         সৌর জোয়ার।





47, এক চন্দ্র মাসে কতদিন পর পর  আপোজি ও পেরিজি হয় ?


          একবার আপোজি ও একবার পেরিজি হয়।




বারিমন্ডল কি MCQ পার্ট 3, madhyomik geography mcq suggestions 2021





48, এক স্থানে দিনে কতবার জোয়ার ও ভাটা হয় ?


         দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়।





49, কোন তিথিতে ভরা কোটাল হয় ?


         অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে।





50, সিজিগি শব্দের অর্থ কি ?


         যোগবিন্দু।











# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।



মাধ্যমিক বিষয়ের আরো সকল প্রশ্ন উত্তর পেতে নিচের লিংকে ক্লিক করো - 





 





Comments

  1. প্রত্যেক অধ্যায় ধরে শর্ট প্রশ্ন দিন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997