MP history MCQ Suggestions 2020, part 5
1, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স কি ?
IACS এর একটি পত্রিকা।
2, 1818 সালে শ্রীরামপুর মিশনের উদ্যোগে কয়টি বিদ্যালয় স্থাপিত হয়?
103 টি।
3, কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
ডেভিড হেয়ার।
4, চিনে কবে প্রথম মুদ্রণ শিল্প শুরু হয় ?
5, প্রতাপাদিত্য কে রচনা করেন ?
রামরাম বসু।
6, বাংলার প্রথম প্রাইমার গ্রন্থ কোনটি ?
7, বাংলায় কোথায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?
পূর্ববঙ্গের রঙপুরে 1847 সালে।
8, কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন ?
লর্ড ক্যানিং।
9, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় ?
1901 সালে।
10, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় ?
রাসবিহারী ঘোষের সভাপতিত্বে 1906 সালের 1 লা জুন।
11, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?
1906 সালের 25 সে জুলাই।
12, সরল প্রাণী বিজ্ঞান গ্রন্থটি কার লেখা ?
প্রফুল্ল চন্দ্র রায়ের।
13, শ্রীরাম পুর ছাপা খানা থেকে প্রথম কোন গ্রন্থ প্রকাশিত হয় ?
বাইবেল।
14, বাংলা হরফ কে তৈরী করেন ?
পঞ্চানন কর্মকার।
15, বাংলা মুভেবল টাইপ এর আবিষ্কর্তা কে ?
চার্লস উলিকিন্স।
16, ভারতে করা মুদ্রণ শিল্পের প্রসার ঘটায় ?
মিশনারিরা।
17, ভারতে প্রথম ছাপাখানা কবে শুরু হয় ?
1556 সালে।
18, ভারতে প্রথম কোথায় ছাপাখানা স্থাপিত হয় ?
19, "A Grammar Of The Bengal Language" গ্রন্থের রচয়িতা কে ?
নাথ নিয়াল ব্রাসি হালহেড।
20, বাংলার গুটেন বার্গ নামে কে পরিচিত ?
চার্লস উলিকিন্স।
21, বর্ণপরিচয়ের প্রথম ভাগ কবে প্রকাশিত হয় ?
1855 সালে।
22, বেতাল পঞ্চবিংশতী কে রচনা করেন ?
বিদ্যাসাগর।
23, সুকুমার রায় প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা কোনটি ?
ইউ রায় এন্ড সন্স নামক সংস্থা।
24, হাফটোন প্রিন্টিং কে চালু করেন ?
চার্লস উলিকিন্স।
25, "ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্স" কবে প্রতিষ্ঠিত হয় ?
মহেন্দ্র লাল সরকার, 1876 সালে।
26, কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
1914 সালে।
27, ডন পত্রিকা কে প্রকাশ করেন ?
সতীশচন্দ্র চট্টোপাধ্যায়, 1897 সালে।
28, কবে প্রথম শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠিত হয় ?
1836 সালে।
29, সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন ?
উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, 1913 সালে।
30, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় ?
মহেন্দ্রলাল সরকার কে ।
31, বিশ্বভারতী ও শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন ?
রবীন্দ্র নাথ ঠাকুর।
32, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
রথীন্দ্র নাথ ঠাকুর।
33, ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন ?
জগদীশ চন্দ্র বসু।
34, কোথায় পর্তুগিজরা ছাপাখানা স্থাপন করে ?
গোয়া তে। এটি ভারতে প্রথম।
35, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ?
জগদীশ চন্দ্র বসু।
36, গোলদিঘির গোলমালখানা কি ?
কলকাতা বিশ্ববিদ্যালয়।
37, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন?
রাসবিহারী ঘোষ।
অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।
Comments
Post a Comment