Secondary Education Commission 1952 - 53, MCQ class 12th Education.
1. কোন পর্ষদের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন তাদের রিপোর্ট তৈরী করে ?
উত্তর কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ।
2. কত সালে মাধ্যমিক শিক্ষা কমিশন গোড়ে ওঠে ?
উত্তর 1952 - 1953 সালে
3. মাধ্যমিক শিক্ষাকমিশনের সম্পাদক কে ছিলেন ?
4. কত জন সদস্য নিয়ে মাধ্যমিক শিক্ষা কমিশন গোড়ে ওঠে ?
উত্তর 9 জন সদস্য নিয়ে।
5. মাধ্যমিক শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্য ছিলেন ?
উত্তর 2 জন।
6. CABE এর পুরো নাম কি ?
উত্তর সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন।
7. শ্রীমতি হংস মেহেতা কমিটি কোন কমিশনের সাথে যুক্ত ছিলেন ?
উত্তর মুদালিওর বা মাধ্যমিক শিক্ষা কমিশনের সাথে।
8. মুদালিওর শিক্ষা কমিশন কত পৃষ্ঠার রিপোর্ট পেস করেন ?
উত্তর 311 পৃষ্ঠা ও 16 টি পার্টে।
9. কোন কমিশনের মতে "আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্য হীনতার শিক্ষা" ?
উত্তর মুদালিওর বা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে।
10. মুদালিওর কমিশনের দুজন বিদেশি সদস্যের নাম লেখ।
উত্তর জন ক্রিস্টি ও ডঃ কিনত রাস্ট।
11. SABE কি ?
উত্তর স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন।
12. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার দুটি সমস্যা লেখ।
উত্তর A) পুস্তক নির্ভরতা ও B) আগ্রহ ও প্রচেষ্টা ঘটাতে অক্ষম।
13. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার কাঠামোটি কিরূপ ?
উত্তর চার বা পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা, এবং তিন বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা, এবং চার বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
14. ভাষা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশন কি বলেছে?
উত্তর মাধ্যমিক শিক্ষার ভাষা হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, উচ্চ মাধ্যমিক স্তরে কমপক্ষে দুটি ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে।
15. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পাঠক্রম কেমন হওয়া উচিত ?
উত্তর পাঠক্রমের ক্ষেত্রে ভাষা ( মাতৃভাষা/হিন্দি/ইংরেজি), সমাজ বিদ্যা, সাধারণ বিজ্ঞান, অংক, শিল্প ও সংগীত, হাতের কাজ ও সারির শিক্ষা।
16. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠক্রমের সুপারিশ গুলি কিকি ?
উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন মোট সাতটি সুপারিশের কথা বলেছে - মানবিক বিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষি বিদ্যা, চারুকলা, গার্হস্থ্য বিদ্যা।
17. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি ?
উত্তর এই শিক্ষা ব্যাবস্থায় আত্মসক্রিয়তা ও আত্মপ্রত্যয় গড়ে ওঠে।
18. ইন্টারমিডিয়েট শিক্ষা কি ?
উত্তর উচ্চমাধ্যমিক স্তরের দুই বছরের শিক্ষার সময়কে ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হয়।
19. মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি সুপারিশ লেখ ।
উত্তর কোনো মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পরিণত করতে গেলে আগে দেখে নিতে হবে যে সেই বিদ্যালয়ের উপযুক্ত পরিকাঠামো আছে কিনা।
20. বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি সুপারিশ লেখ।
উত্তর রাজ্য সরকরের চাহিদা অনুযায়ী বালিকা বিদ্যালয় স্থাপন করতে না পারলে, সহ শিক্ষার মাধ্যমে বালিকা শিক্ষার সমাধান করতে হবে।
21. মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পাঠক্রম রচনার ভিত্তি কেমন হওয়া উচিত ?
উত্তর পাঠক্রম হবে বৈচিত্র পূর্ন, এবং সামাজিক পরিবেশ ও চাহিদা অনুযায়ী পাঠক্রম রচনা করতে হবে।
22. মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা ব্যাবস্থার ক্ষেত্রে কিকি সংস্কারের কথা বলেছে ?
উত্তর গ্রেডিং ব্যাবস্থার ক্ষেত্রে প্রতীক চিহ্নের ব্যবহার করতে হবে, এবং শিক্ষার শেষে বহিঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
23. বহুমুখী বিদ্যালয় কি ?
উত্তর যে সমস্ত বিদ্যালয়ে বিভিন্ন রকমের উদ্যেশ্য ভিত্তিক বিষয় নিয়ে পঠন পাঠন করা হয় , সেই সমস্ত বিদ্যালয়কে বহুমুখী বিদ্যালয় বলা হয়।
24. মুদালিওর শিক্ষা কমিশনের মতে শিক্ষক শিক্ষণের সময় কাল কত হওয়া উচিত ?
উত্তর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের পর, শিক্ষক শিখনের সময়কাল হবে দু বছর, এবং স্নাতক বা স্নাতকোত্তর পাশের পর সময়কাল হবে 1 বছর কিন্তু পরে দুই বছর হতে পারে।
25. AICTE এর পুরো নাম কি ?
উত্তর অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন।
26. CRC এর পুরো নাম কি ?
উত্তর কুইমুলেটিভ রেকর্ড কার্ড।
27. বহুমুখী পাঠক্রম কি ?
উত্তর। মাধ্যমিক শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 7 টি বিভাগের পাঠক্রমের কথা বলেন, এই পাঠক্রমকে বলা হয় বহুমুখী পাঠক্রম।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
28. মাধ্যমিক শিক্ষার দুটি সমস্যা লেখ।
উত্তর সামাজিক কুসংস্কার ও অর্থনৈতিক সমস্যা।
29. Five স্কিল কি ?
উত্তর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন এক ধরণের পরিমাপের কথা বলেন, একে বলা হয় ফাইভ স্কিল। যেখানে A হলো EXCELLENT, E হলো VERY POOR.
30. মাধ্যমিক শিক্ষা কমিশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কত বছরের পঠনের কথা বলেছে ?
উত্তর 3 বছর।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছা কৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।
+2স্তরের শিক্ষা কি??
ReplyDelete