University Education Commission (1948 - 49) MCQ, Class 12th Education.
1. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ?
উত্তর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
2. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর। ডঃ নির্মল কুমার সিদ্ধান্ত ।
3. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে মোট কতজন বিদেশি সদস্য ছিলো ?
4. NCRHE কত সালে গঠন করা হয় ?
উত্তর। গ্রামীন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারের পরামর্শ দানের জন্য NCRHE গঠন করা হয় 1956 সালে। NCRHE এর পুরো নাম - ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হাইযার এডুকেশন।
5. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে সরকারের কাছে তাদের রিপোর্ট পেস করে ?
উত্তর । 1949 সালে।
6. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর জোর দিয়েছিল ?
উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চারটি গণ তান্ত্রিক সমাজ দর্শনের উপর জোর দিয়েছিল - A) সামাজিক ন্যায় বিচার B) স্বাধীনতা, C) সম অধিকার, D) সৌভ্রাত্বিত্ব বোধ।
7. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত পৃষ্ঠার রিপোর্ট পেস করে ?
উত্তর 747 পৃষ্ঠার।
8. বিশ্ববিদ্যালয়ের ত্রি-ভাষার সূত্র টি কি ?
উত্তর মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাংগুয়েজ বা হিন্দি ভাষা, ও ইংরেজি।
9. এই শিক্ষা কমিশনের মতে আবাসিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কত হবে ?
উত্তর 150 জন।
10. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে শিক্ষকদের কার্যকালের বয়স কত ?
উত্তর 60 বছর।
11. এই কমিশনের সবচেয়ে উল্লেখযোগ্য ধারণাটি কি ?
উত্তর গ্রামীন বিশ্ববিদ্যালয়।
12. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কয়টি সমাজ দর্শনের কথা বলা হয়েছে ?
উত্তর 4 টি।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
13. রাধাকৃস্নান কমিশনের মতে শিক্ষার স্তর কয়টি ?
উত্তর চারটি - প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা বা উত্তর বুনিয়াদি শিক্ষা, কলেজিয় শিক্ষা, বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা।
14. বিশ্ববিদ্যালয় কমিশনে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কি বলা হয় ?
উত্তর পরীক্ষার প্রশ্ন পত্র রচনা ধর্মীয় না করে বস্তু ধর্মীয় করতে হবে, গ্রেস নম্বর দেওয়ার পদ্ধতি তুলে দিতে হবে ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে।
15. বিশ্ববিদ্যালয় কমিশনের মতে ডিগ্রি কোর্সের পাঠক্রম কি হবে ?
উত্তর যুক্তরাষ্ট্রীয় বা সর্বভারতীয় ভাষা, ইংরেজি ও মাতৃভাষা অথবা একটি প্রাচীন ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, জীবন বিজ্ঞান।
16. বিশ্ববিদ্যালয় কমিশনের বিদেশি সদস্যদের নাম লেখ।
উত্তর ডঃ জেমস এফ ডাফ,
ডঃ আর্থার মরগ্যান,
ডঃ টিগার্ট।
17. ডঃ লক্ষ্মণস্বামী মুদালিওর প্রথম কোন কমিশনের সদস্য ছিলেন ?
উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃস্নান কমিশনের।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছা কৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
Broght questions
ReplyDeleteএখানে সব বড়ো প্রশ্নের উত্তর দেওয়া আছে -
Deletehttps://www.educostudy.in/2020/07/HS-Education-Suggestions-2020.html
Every thing is good
ReplyDelete