পরিনমন কি ? শিক্ষা ক্ষেত্রে পরিনমনের ভূমিকা লেখ। what is Maturation ? It's role in leaning.




পরিনমন কি






     পরিনমন হলো একটি বৃদ্ধির প্রক্রিয়া, যেখানে কিছু শক্তিশালী উপাদান শিশুর বিকাশের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এই উপাদান গুলির বেশির ভাগই সহজাত।









      পরিনমন হলো শিক্ষার্থীর আচরণের গুনগত এবং পরিমানগত পরিবর্তনের প্রক্রিয়া যা প্রশিক্ষণ ও অনুশীলন নিরোপেক্ষ। অর্থাৎ পরিনমন হলো শিখন নিরোপেক্ষ এবং মানব জীবনের স্বাভাবিক প্রক্রিয়া।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE













      জীবের বৃদ্ধির সাথে সাথে তার জৈবনিক নানান পরিবর্তন ঘটে, এই সমস্ত পরিবর্তন প্রাণীর শিখনকে ত্বরান্বিত করে। পরিনমন একটি প্রাণীর জৈবনিক প্রক্রিয়া, তাই শিখনের ক্ষেত্রে এর যথেষ্ট গুরুত্ব আছে।












শিক্ষাক্ষেত্রে পরিনমনের ভূমিকা



১) শিক্ষাক্ষেত্রে পরিনমনের গুরুত্ব অপরিসীম। উপযুক্ত পরিনমন শিখনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।





২) পরিকল্পিত ও বাঞ্ছিত শিখনের মাধ্যমে স্তরে স্তরে আচরণ গুলির উন্নতি ঘটানো যেতে পারে।













৩) শিখনের সীমা পরিনমনের দ্বারা নির্ধারিত হয়ে থাকে।





৪) স্তর অনুযায়ী শিখন কে কার্যকরী করতে হয়, সেই কারণে শৈশবের থেকে পরবর্তী জীবনে পরিনমনের প্রভাব কমে যায়।













৫) পরিনমনের ফলে ব্যাক্তির আচরণেও পরিবর্তন ঘটে, সেই কারণে শিখন প্রক্রিয়ায় খুব সহজেই ব্যাক্তি নিজেকে মানিয়ে নিতে পারে।





৬) শিখন হলো অর্জিত বিকাশমূলক মানসিক প্রক্রিয়া যা পরিনমনের দ্বারা প্রভাবিত।













৭) পরিনমনের উপর নির্ভর করে শিক্ষাদান প্রক্রিয়া হয়, অর্থাৎ পরিনমনই নির্ধারণ করে দেয় কোন বয়সে কি ধরণের শিখন কার্যকরী হবে।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE







মনে রাখতে হবে প্রশ্নটি কত নম্বরের, যদি প্রশ্নটি 4/5/6/8 নম্বরের থাকে তবে  সেই হিসাবে ততো গুলি পয়েন্ট লিখতে হবে।



















# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছা কৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।








Comments

  1. একটু বেশি পয়েন্ট হলে ভালো হত

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ,স্যার

    ReplyDelete
  3. স্যার "উপসংহার" টা দিলে ভালো হত |

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997