HS Geography MCQ/SAQ Suggestions 2020, Top 100 MCQ Suggestions. Part - 2

1. কোন দেশ দাবানলের দেশ নামে পরিচিত? উত্তর। অস্ট্রেলিয়া। 2, মনুষ্য সৃষ্ট দুর্যোগ এর উদাহরণ দাও। উত্তর। পারমাণবিক বিস্ফোরণ ভূপাল গ্যাস বিপর্যয় ইত্যাদি। 3, বিপর্যয় লঘুকরণ দিবস কবে কোন দিনটিকে পালন করা হয়? 10 অক্টোবর। EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে CLICK HERE 4, একটি বায়ুমন্ডলীয় বিপর্যয়ের নাম লেখ। ঘূর্ণিঝড়। 5, 2013 সালে ভারতের কোন রাজ্যে হড়পা বান হয়েছিল? উত্তরাখণ্ডে। 6, খরাতে বৃষ্টিপাতের পরিমাণ কত? 75 শতাংশের কম। 7, একটি আধা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা। 8, একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। বাঁধের ছাড়া জলে বন্যা 9, ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস নির্গত হয়েছিল? MIC বা মিথাইল আইসোসায়ানাইড। 10, ভারতের একটি ধ্বস প্রবন রাজ্যের নাম লেখ। হিমাচল প্রদেশ। @@ আমাদের EDUCOSTUDY অ্যাপ্লিকেশন এখন প্লে স্টোরে আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করো EDUCOSTUDY সেখান থেকে ইন্সটল করে নাও। 11, জলবায়ুগত ভাবে দুর্যোগ কে কয় ভাগে ...