HS Geography MCQ/SAQ Suggestions 2020, Top 100 MCQ Suggestions.




১. অন্তর্জাত প্রক্রিয়ার একটি ফল লেখ।

উত্তর - ভূ- বিপর্জয়।

২. অবরোহন ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত প্রক্রিয়ার নাম কি ?

উত্তর।  পর্যায়ন।

৩. অবরোহন প্রক্রিয়ার ফলে গঠিত একটি ভূমিরূপের নাম লেখ।

উত্তর   ক্ষয় জাত পর্বত।

৪. গ্রেড শব্দটি কে প্রথম ব্যাবহার করেন ?

উত্তর     জি, কে, গিলবার্ট।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



৫. কোন ধরনের আলোড়নের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় ?

উত্তর।   গিরিজনি আলোড়নের ফলে।

৬. আরোহণ প্রক্রিয়ার একটি নিয়ন্ত্রকের নাম লেখ ।

উত্তর।     ভূমির ঢাল।

৭. নদীর ভারসাম্যে পৌঁছানো কে কী বলা হয় ?

উত্তর।     পর্জায়ন।









৮. কোন প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলা চূর্ণ - বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে ?

উত্তর।     অবহবিকার।

৯. দ্বিতীয় ক্রম ভূমির উদাহরণ দাও।

উত্তর।      মালভূমি।

১০. কোন অঞ্চলে টর ভূমিরূপ  দেখতে পাওয়া যায় ?

উত্তর।     গ্রানাইট যুক্ত অঞ্চলে।

১১. হিমাচল প্রদেশের মনিকরণের উষ্ণ প্রস্রবণ টি কি জাতীয় ?

উত্তর।      চুতি প্রস্রবণ।

১২. ভারতের কোথায় প্রস্রবণ রেখা দেখা যায় ?

উত্তর।      দেরা দুনে।



@@ আমাদের EDUCOSTUDY  অ্যাপ্লিকেশন এখন প্লে স্টোরে আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করো EDUCOSTUDY সেখান থেকে ইন্সটল করে নাও।









১৩. ব্লো হোল স্কটল্যান্ডে কি নামে পরিচিত ?

উত্তর।      গ্লুপ।

১৪. ভৌমো জলতলের উপর প্রবেশ্য শিলা স্তরের মধ্যে বাহিত জল কে কী বলে ?

উত্তর।     ভাদোস জল।

১৫. ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জল বাহি স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে কি বলে ?

উত্তর      স্থায়ী সম্পৃক্ত স্তর।

১৬. কোন ধরনের শিলা স্তরে ক্রাস্ট ভূমিরূপ দেখা যায় ?

উত্তর।     চুনা পাথর।

১৭. ভারতের কোথায় চুনা পাথরের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ দেখা যায় ?

উত্তর।     উত্তর প্রদেশের দেরাদুনে।

১৮. একটি একুইজ ফিউজ স্তরের উদাহরণ দাও।

উত্তর।       গ্রানাইট।

১৯. অগ্নুৎপাতের সময় ম্যাগমার সাথে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তার নাম কি ?

উত্তর।      উৎসন্দ জল।

২০. ভৌমজলতলের ঊর্ধ্ব সীমা কে কী বলা হয় ?

উত্তর।      পিজো মেট্রিক তল।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE






২১. পাললিক শিলা গঠিত হবার সময় যে জল শিলায় আবদ্ধ হয় তাকে কি বলে ?

উত্তর।     সহজাত জল।

২২. বৃষ্টির জল ও চুনা পাথর দ্বারা সৃষ্টি কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া কে কী বলা হয় ?

 উত্তর।       অঙ্গার যোজন।

২৩. নরওয়ে ও সুইডেনের উপকূল কি জাতীয় উপকূলের উদাহরণ ?

উত্তর।      ফিয়র্ড উপকূলের।

২৪. প্রবাল কীট দ্বারা গঠিত সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত বৃত্তাকার প্রাচীর কে কি বলা হয় ?

উত্তর।      আটল ।

২৫. সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়া বাঁধের এক অংশ যদি সমুদ্রে ডুবে থাকে ও ওপর প্রান্ত যদি স্থল ভাগে যুক্ত থাকে তখন তাকে কি বলে ?

উত্তর।     স্পিট।

২৬. ডলফিন নোজ কি ?

উত্তর।   বিশাখাপত্তনোমের কাছে একটি সমুদ্র ভৃগু হলো ডলফিন নোজ।

২৭. রিয়া উপকূল কোথায় দেখা যায় ?

উত্তর।      দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডে।

২৮. ফিয়োর্ড কোথায় দেখা যায় ?

উত্তর।     হিমবাহ যুক্ত উপকূলে।

২৯. ওয়াতেন কি ?

উত্তর।      জার্মান ভাষায় পুরো দেশীয় বাঁধের পিছনে অবস্থিত লবণাক্ত জলাভূমি কে ওয়াতেন বলে।

৩০. টম্বলো কি ?

উত্তর।     যে পুরো দেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে টম্বলো বলে।







৩১. স্ট্যাক কি ?

উত্তর।      এক ধরনের "দা ওল্ড ম্যান অফ্ হয়" হলো স্ট্যাক।

৩২. উপকূলের সাথে সমান্তরাল ভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জন ফলে গঠিত উপকূল কে কী বলে ?

উত্তর।      ডালমসিয়ান উপকূল।

৩৩. পৃথিবীর বৃহত্তম লেগুন কোনটি ?

উত্তর।     ক্যালিডনীয়ন হ্রদ।



EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE 



৩৪. কে প্রথম ক্ষয় চক্রের ধারণা দেন ?

উত্তর।      ডেভিস।

৩৫. মরু ক্ষয়চক্রে লবণাক্ত জলের হ্রদ গুলিকে কি বলে ?

উত্তর।      প্লায়া।

৩৬. "একটি ভূমি রূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে" - এর বক্তা কে ?

উত্তর।     ডব্লু, এম, ডেভিস।

৩৭. "অসম বিকাশ তত্ত্বর" প্রবক্তা কে ?

উত্তর।     সি, এইচ, ক্রিকমে।

৩৮. ক্ষয়চক্র তত্ত্বতে কোন পর্যায়ে মোনাডোনোক গঠিত হয় ?

উত্তর।      বার্ধক্য পর্যায়ে।

৩৯. ক্ষয়ের শেষ সীমার প্রবর্তক কে ?

উত্তর।     পাওয়েল।

৪০. ভূ আন্দোলনের ফলে কি ধরনের পুনর যৌবন লাভ ঘটে ?

উত্তর।      গতিশীল।

৪১. "ভূমিরূপ হলো ভুগঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি"- ধারণাটি কর ?

উত্তর।       ডেভিসের।

৪২. পাদো সমতলিকরণ মতবাদটি কে প্রথম অবতরণ করেন ?

উত্তর।       এল, সি, কিং।

৪৩. ভারতের একটি উল্লেখ্য ক্রাস্ট অঞ্চলের নাম লেখ।

উত্তর।     বোরা গুহা।













৪৪. একটি পূর্ববর্তী নদীর নাম লেখ।

উত্তর।     সিন্ধু / শতুদ্র নদী।

৪৫. নদী ব দ্বীপ ও পলোল ব্যঞ্জনী কোন জল নির্গম প্রণালীতে গড়ে ওঠে ?

উত্তর।     বিনুনি রুপি।

৪৬. শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নক্সর নামকি ?

উত্তর।      বৃক্ষ রুপি।

৪৭. মরুভূমির প্লয়াকে কেন্দ্র করে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তার নাম কি ?

উত্তর।     কেন্দ্রমুখী ।

৪৮. মালভূমির খাড়া ঢালে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তার নাম কি ?

উত্তর।     সামন্তরাল জল নির্গমন প্রণালী।

৪৯. একনত গঠন যুক্ত ভূমিভাগে কোন ধরনের নদী নক্সা গড়ে ওঠে ?

উত্তর।      জাফরী রুপি।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



৫০. অ্যানুলার কথাটির অর্থ কি ?

উত্তর।     চক্র।

৫১. ডেন ড্রোন কথার অর্থ কি ?

উত্তর।     বৃক্ষ।

৫২. ব্যাসল্ট থেকে কি ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় ?

উত্তর।     কৃষ্ণ মৃত্তিকা।

৫৩. প্রশমিত মৃত্তিকার পি, এইচ, এর মান কত ?

উত্তর।    7

৫৪. একটি আঞ্চলিক মৃত্তিকার নাম লেখ ।

উত্তর।     পডজল মৃত্তিকা।

৫৫. মাটির রঙ লাল হয় কেনো ?

উত্তর।    মাটিতে লোহা থাকার জন্য।







৫৬. উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসাবে এন, পি, কে, - কে কী বলা হয় ?

উত্তর।      প্রাথমিক অতিমাতৃক পুষ্টি মৌল।

৫৭. ল্যাটেরাইট মৃত্তিকা স্তরে ভূমি ক্ষয়ে প্রধান প্রক্রিয়াটির নাম কি ?

উত্তর।      খাত ক্ষয়।

৫৮. নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায় ?

উত্তর।      মলিসল জাতীয়।

৫৯. মৃত্তিকার কোন স্তরে হার্ড প্যান দেখা যায় ?

উত্তর।     B (বি ) স্তরে।

৬০. মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণ কে কী বলা হয়?

উত্তর।    এলুভিয়েশন।

৬১. স্পদোসল মৃত্তিকার একটি উদাহরণ দাও।

উত্তর।      পডজল।

৬২. জলাভূমিতে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় ?

উত্তর।     বগ বা পিট মাটি।

৬৩. মাটিতে অবস্থিত উদ্ভিদের অপরিহার্য মৌল কয়টি ?

উত্তর।    ২০ টি।

৬৪. উদ্ভিদের প্রয়োজনীয় একটি প্রাথমিক পরি পোষকের নাম লেখ।

উত্তর।     নাইট্রোজেন।

৬৫. কোন মৃত্তিকায় চুন ও লবণের পরিমাণ বেশি থাকে ?

উত্তর।     পেডাক্যাল মৃত্তিকা।

৬৬. মৃত্তিকার কোন স্তরে প্রাণীর দেহবোশেস বিয়োজিত হয়ে হিউমাস তৈরি হয়?

উত্তর।      এ, স্তরে।

৬৭. উত্তর পূর্ব ভারতের মৃত্তিকা  খয়ের প্রধান কারণ কি ?

উত্তর।      ঝুম চাষ।

৬৮. সালীনাইজেশন কি ?

উত্তর।     সোলান চাক মৃত্তিকা সৃষ্টির পদ্ধতি।

৬৯. কে প্রথম সাইক্লোন শব্দটি ব্যাবহার করেন ?

উত্তর।    হেনরি পিডিংটন।

৭০. টাইফুন  কোন অঞ্চলে সৃষ্টি হয় ?

উত্তর।     দক্ষিণ পূর্ব চীন সাগরে।

৭১. সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণঝড় কোনটি ?

উত্তর।     টর্নেডো।

৭২. ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণি ঝড়ের নাম কি ?

উত্তর।      সাইক্লোন।

৭৩. মিষ্ট্রাল বায়ু কোথায় প্রবাহিত হয় ?

উত্তর।     ফ্রান্সের রোন উপত্যকায়।

৭৪. মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর প্রচলিত নাম কি ?

উত্তর।     Twister ।

৭৫. ২০১৩ ভারতবর্ষের কোথায় ফাইলিন ঘূর্ণিঝড় হয়েছিল

উত্তর।   উড়িষ্যা উপকূলে



EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE 



৭৬.  কোন অঞ্চলে হ্যারিকেন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ?

 উত্তর।   ক্যারিবিয়ান সাগরে।

৭৭.  পৃথিবীর কোথায় সর্বাধিক টর্নেডো ঝড়ের উৎপত্তি হয় ?

উত্তর।  প্রেইরি অঞ্চলে ।

৭৮.  বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায়  বৃষ্টিপাত হয় কোন মেঘ থেকে? উত্তরঃ  কিউমুলোনিম্বাস মেঘ থেকে ।

৭৯. গ্রীনল্যান্ডের সারাবছর কি ধরনের ঘূর্ণবাত বিরাজ করে?

উত্তর।    প্রতীপ ঘূর্ণবাত।

৮০. ক্রান্তীয় ঘূর্ণবাত এর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর।    উষ্ণ সমুদ্র পৃষ্ঠ।

৮১. মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে কোন ধরনের জলবায়ু দেখা যায়?

উত্তর।    ভূমধ্যসাগরীয় জলবায়ু।

৮২. বায়ুমন্ডলের কোন স্তরে জেট বায়ু প্রবাহ দেখা যায়?

উত্তর।    ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার।

৮৩. দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা কোন প্রকার জলবায়ুর অন্তর্গত?

উত্তর।   নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত।

৮৪. ক্যালিফোর্নিয়া কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত?

উত্তর।    ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত।

৮৫. জেট বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?

উত্তর।   পশ্চিম থেকে পূর্ব দিকে।

৮৬. এল নিনো কোথায় দেখা যায়?

উত্তর।   প্রশান্ত মহাসাগরে।

৮৭. কাকে পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয়?

উত্তর।   ভেনেজুয়েলা কে।

৮৮. দ্যা ডক্টর ওয়াইন্ড নামে কোন বায়ু পরিচিত?

উত্তর।    পাম্পের ও।

৮৯. হারমাট্টান বায়ু কোথায় প্রবাহিত হয়?

উত্তর।    গিনি উপকূলে।

৯০. ডোলড্রাম কোথায় দেখা যায়?

উত্তর।   নিরক্ষীয় অঞ্চলে।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE















৯১. জেট স্ট্রিম এর গতিবেগ কত?

উত্তর।    সাড়ে 300 থেকে সাড়ে 400 কিমি পার ঘন্টা।

৯২. বায়ু সংবহনের ত্রি কোষ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর।    পল মেন।

৯২. হ্যাডলি কোষ এর অবস্থান লেখ।

উত্তর।     জিরো ডিগ্রী থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে।

৯৩. কোপেন কৃত AF জলবায়ু বলতে কী বোঝায়?

উত্তর।    ক্রান্তীয় সাভানা জলবায়ু কে।

৯৩. এল নিনো আবির্ভাবের বছরে কোন অঞ্চলে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়?

উত্তর।    পেরু ও ইকুয়েডর অঞ্চলে।

৯৪. ফেরেল কক্ষ কোন বায়ু প্রবাহের অন্তর্গত?

উত্তর।   পশ্চিমা বায়ুর অন্তর্গত।

৯৫. শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলা হয়?

উত্তর।   ইতালিকে।

৯৬. সার্দান এসিলেসন কাকে বলা হয়?

উত্তর।    ওয়াকার সার্কুলেশন কি।

৯৭. জলাভূমি অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়?

উত্তর।    হাইড্রোফাইট।

৯৮. একটি মেসোথার্ম উদ্ভিদের নাম লেখ ?

উত্তর।   সেগুন।

৯৯. শিশুদের লিউকোমিয়া রোগের ওষুধ পাওয়া যায় কোন গাছ থেকে?

উত্তর।    নয়ন তারা গাছ থেকে।

১০০. ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়?

 উত্তর।   ডবসন এককে।

১০১. প্রধানত কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী?

উত্তর।    ক্লোরোফ্লোরো কার্বন।

১০২. ক্লোরো ফ্লোরো কার্বন এর প্রধান উৎস কি?

উত্তর।    শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র।

১০৩. ওজোন স্তর ক্ষয় প্রথম কে আবিষ্কার করেন?

উত্তর।   বিজ্ঞানী ফর মেন।

১০৪. ক্লোরো ফ্লোরো কার্বন এর বাণিজ্যিক নাম কি?

উত্তর।    ফ্রেওন।

১০৫. সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল কত বছর ?

উত্তর।    প্রায় 10 হাজার বছর।

১০৬. বিশ্বের সবচেয়ে বেশি কোন দেশ গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে ?

উত্তর।   চীন।

১০৭. ভারতবর্ষের কোন অঞ্চল জীব বৈচিত্রের হটস্পট বলে বিবেচিত হয়েছে?

উত্তর।   পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল।

১০৮. পৃথিবীতে কতগুলি জীব বৈচিত্র হটস্পট অঞ্চল আছে?

উত্তর।   35 টি।

১০৯. পৃথিবীতে মেগা জীব-বৈচিত্র দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে?

উত্তর।    নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে।

১১০. বায়োডাইভারসিটি হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর।   বিজ্ঞানী মায়ার্স।

১১১. জীব বৈচিত্রের উষ্মা কেন্দ্রের একটি উদাহরণ দাও।

উত্তর।    সাইলেন্ট ভ্যালি।

EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE 





১১২. জীববৈচিত্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর।    ওয়াল্টার রোজেন।

১১৩. স্থানিক সংরক্ষণের একটি পদ্ধতির নাম লেখ।

উত্তর।    জাতীয় উদ্যান।

১১৪. ভারতে হাতি বিস্মরণ অনুপ্রবেশের একটি গুরুত্বপূর্ণ কারণ লেখ।

উত্তর।   আবাসস্থল সংকোচন।

১১৫. সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণী দের সংখ্যা যে পুস্তকে প্রকাশ করা হয় তার নাম কি?

উত্তর।    রেড ডাটা বুক।

১১৬. ঘুঘু পাখি কি ধরনের প্রাণী?

উত্তর।    বিপদাপন্ন প্রাণী।

১১৭. ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয়?

উত্তর।    1972 সালে।

১১৮. ভরতপুর পাখি সংরক্ষণগার কোন রাজ্যে অবস্থিত?

উত্তর।    রাজস্থানে।

১১৯. কোন সংস্থা রেড ডাটা বুক তৈরি করে?

উত্তর।    IUCN।

১২০. পশ্চিমঘাট পর্বত অঞ্চলের একটি উল্লেখযোগ্য প্রজাতির নাম লেখ।

উত্তর।    নীলগিরি তহর।












দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীরা এবার পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বলব যে এই এম সি কিউ বা এসে কিউট গুলি বারবার পরীক্ষাতে আসে এবং ভূগোল বিষয়টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মোট একশ কুড়িটি প্রশ্ন আলোচনা করা হলো এর পরের পর্বে প্রায় একশটি এই ধরনের প্রশ্ন থাকবে মোট এই প্রশ্নগুলি পড়লে আশা করা যায় MCQ ACQ নিয়ে কোনো সমস্যা হবে না। যদি কোন প্রশ্নের উত্তর ভুল আছে বলে মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করো ঠিক করে দেয়া হবে ধন্যবাদ।

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE












Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997