MP 2020 Bengali Questions Pattern, 2020 সালের বাংলার প্রশ্ন পত্র নমুনা,
2020 সালের বাংলা মাধ্যমিক প্রশ্নপত্র।
এখানে 2020 সালের মাধ্যমিক বাংলা পত্রের নমুনা দেওয়া হলো যা পুরোপুরি 100 মার্কের জন্য ফাইনাল পরীক্ষার মত তৈরি করা হয়েছে। তোমরা এই প্রশ্ন পত্রটি প্র্যাকটিস করতে পারো ও প্রয়োজনে উত্তর পেতে নিচে কমেন্ট করতে পারো।
Madhyomik Bengali Suggestions 2020
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:- ১৭×১=১৭
১.১ তপনের লেখা গল্পের নাম ছিল-ক) স্কুলে প্রথম দিন (খ) শেষ দিন (গ) প্রথম সাক্ষাত (ঘ) প্রথম দিন।
১.২ 'ধরে গেল আগুন' - কোথায়? -(ক) অরণ্যে (খ)গ্ৰামে (গ)সমস্ত সমতলে (ঘ) বাড়িতে।
১.৩ 'পায়ে পায়ে হিমানীর বাঁধ'-'হিমানী' শব্দের আক্ষরিক অর্থ কি?-(ক) তুষার (খ) পর্বত (গ)বন (ঘ) জল।
১.৪ আফ্রিকার অন্ত:পুরে আলো ছিল-(ক) প্রচুর (খ) বেশি (গ) কৃপণ (ঘ)কম।
১.৫ 'কলমে কায়স্ত চিনি' কথাটি-(ক)প্রবাদ (খ)ছড়া(গ) ধাঁধা (ঘ) লোকগীতি।
১.৬ হরিদা ছিলেন পেশায় একজন-(ক)বাইজী (খ) সন্ন্যাসী (গ) বহুরূপী (ঘ) শিক্ষক।
![]() |
Educostudy App Download |
১.৭ 'রত্নাকর রত্নোত্তমা' কে?-(ক)সীতা (খ)লক্ষী (গ) প্রমিলা (ঘ)নিকষা।
১.৮ 'তোরা সব জয়ধ্বনি কর' কবিতায় বাক্যটি কয়বার ব্যবহৃত হয়েছে-(ক)৯বার (খ)১৩বার (গ)১৭বার (ঘ) ১৯বার।
১.৯ নদের চাঁদ নদীকে দেখেনি-(ক)২দিন (খ)৫দিন (গ)১০দিন (ঘ)১দিন।
১.১০ চোরে চোরে মাসতুতো ভাই-এই বাক্যের কর্তা টি হলো (ক) সহযোগী কর্তা (খ)প্রয়োজ্য কর্তা (গ) ব্যতিহার কর্তা (ঘ)সমধাতুজ কর্তা।
১.১১ অনুসর্গ প্রধান কারক -(ক)তিন প্রকার (খ) দুই প্রকার (গ) পাঁচ প্রকার (ঘ)সাত প্রকার।
১.১২ 'বহুব্রীহি' শব্দের অর্থ হলো-(ক) ধানের গোলা (খ) ধানের গোছা (গ) ধানের গাছ (ঘ) কোনোটিই নয়।
১.১৩ অনুসর্গ কি জাতীয় পদ-(ক)বিশেষ্য (খ)অব্যয় (গ)সম্বন্ধ (ঘ) সর্বনাম।
১.১৪ ' শাঁখ বাজছে' -এটি কোন ধরনের বাচ্য-(ক) কর্ম কর্তৃবাচ্য (খ) কর্তৃ বাচ্য (গ) কর্ম বাচ্য (ঘ)ভাববাচ্য।
১.১৫ অ-কারক পদ হলো-(ক)সম্বন্ধ পদ (খ) কর্ম (গ) করণ (ঘ) অপাদান।
১.১৬ বাংলায় কারককে ভাগ করা যায়-(ক) পাঁচ ভাগে (খ)ছয় ভাগে (গ)আট ভাগে (ঘ)চার ভাগে।
১.১৭ 'আজ কি আনন্দ' - অর্থগত দিক থেকে বাক্যটি হলো-(ক)আবেগসূচক (খ) নির্দেশক (গ) প্রার্থনা সূচক (ঘ)অনুঞ্জাসূচক।
Madhyomik Bengali Suggestions 2020
2. কমবেশী ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:
২.১ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও: ৪×১=৪
২.১.১ ইসাবের বাবার নাম কি?
২.১.২'বুড়ো মানুষের কথাটা শুনো'-বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন?
২.১.৩ মাসি তপনদের বাড়িতে এসে কি খায় ?২.১.৪ কাশিনাথ কে?
২.১.৫ কোন ট্রেনটি নদেরচাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল?
Educostudy অ্যাপ ডাউনলোড করে নিতে পারো
২. ২ যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও: ৪×১=৪
২.২.১ শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল?
২.২.২ আমাদের শিশুদের শব কোথায় ছড়ানো রয়েছে?
২. ২.৩ 'শিশুরা খেলছিল মায়ের কোলে'-উদ্ধিতাংশটি কোন কবিতার অংশ?
২.২.৪ 'অভিষেক' শব্দটির অর্থ কি?
২.২.৫ 'কণ্যারে ফেলিল যথা'- কণ্যারে কোথায় ফেলেছিল?
২. ৩ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩×১=৩
২.৩.১ কুইল কি?
২.৩.২ ' দার্শনিক তাকেই বলি' -লেখক কাকে দার্শনিক বলেন?
২.৩.৩ 'অল্প বিদ্যা ভয়ংকরী'-কথাটির অর্থ কি?
২.৩.৪ পাঠক ইংরেজি ভাষার প্রভাব মুক্ত হলে কী সুবিধা হয়?
Madhyomik Bengali Suggestions 2020
২. ৪ যে কোন আটটি প্রশ্নের উত্তর দাও: ৮×১=৮
২.৪.১ বাক্য গঠনের প্রধান শর্তগুলি কী?
২.৪.২ বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো।
২.৪.৩ 'তা দেওয়া যায়'- কর্তৃবাচ্যে রূপান্তরিত কর।
২.৪.৪ শর্ত সাপেক্ষে বাক্য কাকে বলে?
২.৪.৫ 'ক্ষমতাসীন'-ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কর।
২.৪.৬ 'সেদিন কেবল তামাশা দেখিতেই গিয়েছিলাম'-না বাচক বাক্যে রূপান্তর কর।
২.৪.৭ উপপদ কাকে বলে?
২.৪.৮ নিত্য সমাসের উদাহরণ দাও।
২.৪.৯ নিরপেক্ষ কর্তা কাকে বলে?
২.৪.১০ তুমি না এলে আমি যাব না।'-প্রশ্নবোধক বাক্যে পরিনত কর।
৩. প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি ৬০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: ৩+৩=৬
৩.১ যে কোন একটি প্রশ্নের উত্তর দাও: ১×৩=৩
৩.১.১ 'রত্নের মূল্য জহুরির কাছেই'- উক্তিটির প্রসঙ্গ নির্দেশ কর।
৩.১.২ 'আপনি কি ভগবানের চেয়েও বড়ো'-কাকে একথা বলা হয়েছে? তাকে একথা বলা হয়েছে কেন?
৩. ২ যে কোন একটি প্রশ্নের উত্তর দাও: ১×৩=৩
৩.২.১ 'সেই মেয়েটির মৃত্যু হল না'-কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হল না কেন?
৩.২.২ 'আমাদের মাথায় বোমারু'- একথা বলার কারণ কি?
৪. কমবেশী ১৫০টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও: ১×৫=৫
৪. ১ 'ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে'- কে, কাকে, কীভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছে?
৪. ২ গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও।
Madhyomik Bengali Suggestions 2020
৫. কমবেশি ১৫০টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও: ১×৫=৫
৫. ১ 'ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর'- 'সে' কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও।
৫. ২ 'আমার শুধু একটা কোকিল'- কোকিল কোন কাজ সমাধা করবে বলে কবি আশা প্রকাশ করেছে?
৬. কমবেশি ১৫০টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও: ১×৫=৫
৬. ১ 'জন্ম নিল ফাউন্টেন পেন '- ফাউন্টেন পেনের স্রষ্টা কে?কী ভাবে তার জন্ম হয়েছিল?
৬. ২ 'এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈঞ্জানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না'- কোন দোষের কথা বলা হয়েছে? কি ভাবে এই দোষের থেকে মুক্ত হওয়া যাবে?
৭. কমবেশি ১২৫টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও: ১×৪=৪
৭.১'আপনাদের কাছে এই ভিক্ষা যে'-
কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন?
৭.২ 'আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন'- কার উক্তি? উক্তিটির বক্তব্য পরিস্ফুট কর
৮. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও: ২×৫=১০
৮.১ 'ফাইট কোনি ফাইট'-এই শব্দগুলো সমগ্ৰ উপন্যাসে কীভাবে বীজমন্ত্র হয়ে উঠেছিল তা কোনি উপন্যাস অবলম্বনে লেখ।
৮.২ 'অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল'- কি ভাবে?
৮. ৩ ' এটা বুকের মধ্যে পুষে রাখুক'-বুকের মধ্যে কী পুষে রাখার কথা বলা হয়েছে? এরকম ভাবনার কারন কি?
৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ কর: ৪
A happy man is he who is master of himself.He is well protected by honest thought and armed with simple truth.He is happy because he is not carried away with rumours but trust his own conscience.He is not jealous at one's property.He is not sinful in conversation.
১০.কমবেশি ১৫০ শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও: ১×৫=৫
১০.১ 'ছাত্র জীবনে অনুশাসনের প্রয়োজনীয়তা'- বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর।
১০.২ 'প্লাস্টিক বর্জন আমাদেরকেই বাঁচাবে'-এই সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
Madhyomik Bengali Suggestions 2020
১১. কমবেশি ৪০০ শব্দে যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১×১০=১০
১১.১ মানব জীবনে উৎসবের ভূমিকা।
১১.২ দুইশত জন্মবৎসে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা।
১১.৩ একজন বাঙালি বিঞ্জানী।
১১.৪ কন্যাশ্রী প্রকল্পের উপযোগিতা।
Tag :-
Where I found answer of above question
ReplyDelete