Important 50 HS Geography SAQ Questions 2021 |












51, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম লেখ।

      রবার শিল্প।



52, কাগজ শিল্পে ব্যবহৃত দুটি কাঁচামালের নাম লেখ।

     কস্টিক সোডা ও সোডা অ্যাশ।



53, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কেন বিখ্যাত?

     মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য।



54, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়  ?

     হুগলির রিষরা তে।



55, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা টি কোথায় অবস্থিত?

     চিত্তরঞ্জন এ অবস্থিত।



56, একটি শিকড় আগলা শিল্পের নাম লেখ।

     বস্ত্র বয়ন শিল্প।



57, কাকে জাপানের ম্যানচেস্টার বলা হয়?

     ওসাকা কে।




Hs Geography top 50 mcq





58, নিউইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ লেখ।

      ক্রমবর্ধমান নগরায়ন।



59, রুরকেলা স্টিল প্লান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে?

      ব্রাহ্মণী নদীর তীরে।



60, একটি অস্থানু শিল্পের নাম লেখ।

     কার্পাস বয়ন শিল্প।



61, IISCO ইস্পাত কারখানা টি কোথায় অবস্থিত?

     বানপুর এ অবস্থিত।



62, কোন শহর ভারতের ডেট্রয়েট নামে পরিচিত?

      চেন্নাই।



63, কোন শহরকে ভারতের শেফিল্ড বলা হয়?

     হাওড়া কে।



64, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?

     আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।



65, সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?

     ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।




type="adsense"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="9759672151"
data-auto-format="rspv"
data-full-width="">



66, সোনালী প্রসাদের কর্মীরা কোন কাজে নিযুক্ত থাকে?

     পরামর্শ দানে।



EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE



67, পর্যটন কোন প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?

     তৃতীয় ক্ষেত্র।



68, বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয় কত সালে?

     1995 সালে।



69, ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি ?

     দুই নম্বর জাতীয় সড়ক।



70, কোন দেশে পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা গড়ে উঠেছে?

     ভারতবর্ষে।



71, কোন ক্ষেত্র কে ভারতীয় অর্থনীতির মেরুদন্ড বলা হয়?

     কৃষিকাজ কে।



72, সোনালী চতুর্ভুজ কোন চারটি শহরকে যুক্ত করে?

      দিল্লি - মুম্বাই - চেন্নাই - কলকাতা ।



73, পৃথিবীতে কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি?

      আফ্রিকা মহাদেশ এ।



74, মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত ?

      দশ লক্ষ।



75, ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থায় সর্বনিম্ন একক কোনটি?

     মৌজা।






type="adsense"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="9759672151"
data-auto-format="rspv"
data-full-width="">





76, কনারবেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

     প্যাট্রিক গেটস।



77, ভারতের একটি প্রতিরক্ষা শহর এর নাম লেখ।

     ব্যারাকপুর।



78, জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ?

     দ্বিতীয় পর্যায়।



79, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি ?

      মুম্বাই।



80, কোন শহরের ন্যূনতম জনসংখ্যার পরিমাণ কত?

      5000।



81, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য কোনটি ?

      বিহার।



82, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ?

      উত্তর প্রদেশ।



83, পোলিশ কথাটির অর্থ কি ?

      নগর।



EDUCOSTUDY অ্যাপ ডাউনলোড করে  CLICK HERE



84, একটি জনবিরল দেশ এর নাম লেখ।

      অস্ট্রেলিয়া।



85, কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে কি বলে ?

       জনাকীর্ণতা।



86, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত কত ?

      940 : 1000 ।




type="adsense"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="9759672151"
data-auto-format="rspv"
data-full-width="">



87, ভারতবর্ষে সাক্ষরতার হার কত ?

     74.04 % ।



88, ছত্তিশগড়ের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র টির নাম কি ?

     ভিলাই।



89, পরিকল্পনার ক্ষুদ্রতম একক কি ?

     গ্রাম পঞ্চায়েত।



90, হলদিয়ার প্রধান আমদানিকৃত দ্রব্য কোনটি ?

    খনিজ তেল।



91, ছত্রিশগড়ের রাজধানীর নাম কি ?

     রায়পুর।



92, মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তন কে করেন ?

     মাহবুব উল হক।



93, ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন শহর ?

     বেঙ্গালুরু।






type="adsense"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="9759672151"
data-auto-format="rspv"
data-full-width="">


Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024