বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্য কি ছিল, আলোচনা করো।

    ভারতবর্ষ স্বাধীন হবার পর উচ্চশিক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, ও শিক্ষামন্ত্রী প্রমুখ দের নিয়ে তথ্য সংগ্রহ করে যে প্রতিবেদন পেশ করা হয় তারই ফল ছিলো "বিশ্ব বিদ্যালয় শিক্ষা কমিশন"। উচ্চ শিক্ষা নিয়ে এই কমিশন বিভিন্ন লক্ষ্য কে বর্ণনা করেছিলো তার মধ্যে কয়েকটি হলো - 
বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্য কি ছিল, আলোচনা করো।

style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="8200529540">


বিশ্ব বিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চ শিক্ষার লক্ষ্য :



    বিশ্ব বিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চ শিক্ষার লক্ষ্য সম্পর্কে যেসব সুপারিশ করেছেন সেগুলি হলো - 

১. উচ্চ শিক্ষার অন্যতম লক্ষ্য হবে দেশীয় সংস্কৃতিকে শিক্ষার্থীদের অন্তরে সংরক্ষণ করা।

২. উচ্চ শিক্ষা স্তর হলো প্রাপ্ত বয়সে প্রবেশের প্রাথমিক অবস্থা, এই অবস্থাতে সকল শিক্ষার্থীদের রাজনীতি, অর্থনীতি ইত্যাদির সাথে পরিচয় ঘটানো হবে উচ্চ শিক্ষার অন্যতম লক্ষ্য।

৩. উচ্চ শিক্ষা স্তরে শিক্ষার্থীদের ভারতবর্ষের সংবিধানের প্রতি অনুরাগী করে তুলতে হবে, যাতে তাদের মধ্যে ভারতবর্ষের বৈচিত্র্য সম্পর্কে ধারণা জন্মে।

৪. উচ্চ শিক্ষার অন্যতম লক্ষ্য হবে আত্মার জ্ঞান, ও মনের প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের পরিশুদ্ধি।

style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="8200529540">


৫. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্য হতে হবে বন্ধুত্ব সুলভ, যাতে শিক্ষার্থীরা পরিবেশে সকলের সাথে মিলে মিশে থাকতে পারে।।

৬. উচ্চ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি মূলক, ও কারিগরী ভাবেও দক্ষ করে তুলতে হবে ।

৭. পাঠ্যক্রমে অন্তর্গত যে সকল সহ পাঠ্যক্রম থাকবে তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞ করে তুলতে হবে।

৮. উচ্চ শিক্ষার মাধ্যমে দেশের যুব সমাজকে ও জাতির বিভিন্ন সমস্যা সম্বন্ধে নতুনভাবে চিন্তা করার শক্তি অর্জনের ব্যবস্থা করবে।

৯. শিক্ষার লক্ষ্য হবে মানব জীবনে নতুন নতুন মূল্যবোধের জাগরণ ঘটানো।





style="display:block"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="3191190539"
data-ad-format="link"
data-full-width-responsive="true">

  অন্যান্য আরো সকল প্রশ্ন :



style="display:block"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="3191190539"
data-ad-format="link"
data-full-width-responsive="true">

Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024