প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ গুলি আলোচনা করো।

    স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে বসবাসকারী প্রতিবন্ধী শিক্ষার্থীদের / challenge student শিক্ষা সম্পর্কে কোন পরিকল্পনা গড়ে তোলা হয়নি, কারণ সমাজে এরা অনেক ক্ষেত্রে গুরুত্বহীন বলেই মনে করা হতো। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সকল চিন্তা ধারার পরিবর্তন ঘটেছে। পরবর্তী সময়ের ভারত সরকার বিশেষ চাহিদা সম্পন্ন বা চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য বিভিন্ন শিক্ষা পরিকল্পনা শুরু করেন, সেগুলি হল - 




style="display:block"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="3191190539"
data-ad-format="link"
data-full-width-responsive="true">

প্রতিবন্ধীদের শিক্ষার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ


১)  মূক ও বধির শিশুদের সামাজিক মূল্যবান এবং সাধারণ শিশুর মর্যাদার কথা ভাবা হয়।

২)  স্বাধীনতার সময় থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্যে বিদ্যালয় গড়ে তোলা হয়।

৩)  আঞ্চলিকভাবে পশ্চিমবঙ্গের কলকাতাতে কলকাতা ডিফ এন্ড ডাম্প স্কুল গড়ে তোলা হয়।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ গুলি আলোচনা করো।

৪) ভারত সরকার দ্বারা রাজ্যগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষা কেন্দ্র খোলা হয়েছে।

৫)  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য ভারত সরকার শিক্ষকদের বিশেষ শিক্ষণের ব্যবস্থা করেছে।



style="display:block"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="3191190539"
data-ad-format="link"
data-full-width-responsive="true">

৬)  বিশেষ শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়গুলোকে আবাসিক করা হয়েছে।

৭)  বিশেষ শিক্ষার্থীদের বা চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য আলাদা কর্ম কেন্দ্র তৈরী করা হয়েছে।

     বিভিন্ন সময়ে ভারত সরকার কর্তৃক এই বিশেষ চাহিদা সম্পন্ন বা চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে ভারতবর্ষের প্রায় সকল রাজ্যে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা এবং শিক্ষক এর ব্যবস্থা করা হয়েছে।


  




style="display:block"
data-ad-client="ca-pub-2511659517694820"
data-ad-slot="3191190539"
data-ad-format="link"
data-full-width-responsive="true">

Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997