রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা চরিত্র টি সম্পর্কে আলোচনা করো
চরিত্র সৃষ্টিতে বঙ্কিমচন্দ্র সিদ্ধহস্ত ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষত নারী চরিত্র সৃজন বঙ্কিমের দক্ষতা অবিসংবাদিত। রাজসিংহ উপন্যাসের অন্যতম নারী চরিত্র ঔরঙ্গজেব কন্যা শাহজাদী জেবুন্নিসা চরিত্র চিত্রণে বঙ্কিমের এইরকম কুশলতা লক্ষ্য করা যায়। রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা চরিত্র style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2511659517694820" data-ad-slot="8200529540"> জেবুন্নিসা একটি ঐতিহাসিক চরিত্র। জেবুন্নিসা ছিলেন ওরঙ্গজেবের কন্যা। তিনি ঔরঙ্গজেবের বোন রৌশনারার ক্ষমতা খর্ব করে মোগল সাম্রাজ্যের একমাত্র শক্তিশালী শাসক হয়ে ওঠেন। তিনি এতো কঠিন ছিলেন যে - তার ঘরে প্রবেশ করতে পারতো দুই ধরনের মানুষ, প্রথমজন যারা তার প্রয়োজন ছিলো আর, দ্বিতীয়ত যারা তাকে খবর বিক্রি করতো। জেবুন্নিসা চরিত্র সাহিত্য সম্রাট বঙ্কিচন্দ্র তার উপর যে খানিকটা মানবিক দৃষ্টি দিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। জেবুন্নেসা নিতম্ববতী, যৌবনা, ভোগবিলাসের সুদক্ষ ক...