Posts

Showing posts from November, 2021

রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা চরিত্র টি সম্পর্কে আলোচনা করো

Image
   চরিত্র সৃষ্টিতে বঙ্কিমচন্দ্র সিদ্ধহস্ত ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষত নারী চরিত্র সৃজন বঙ্কিমের দক্ষতা অবিসংবাদিত। রাজসিংহ উপন্যাসের অন্যতম নারী চরিত্র ঔরঙ্গজেব কন্যা শাহজাদী জেবুন্নিসা চরিত্র চিত্রণে বঙ্কিমের এইরকম কুশলতা লক্ষ্য করা যায়।  রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা চরিত্র style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2511659517694820" data-ad-slot="8200529540">     জেবুন্নিসা একটি ঐতিহাসিক চরিত্র। জেবুন্নিসা ছিলেন ওরঙ্গজেবের কন্যা। তিনি ঔরঙ্গজেবের বোন রৌশনারার ক্ষমতা খর্ব করে মোগল সাম্রাজ্যের একমাত্র শক্তিশালী শাসক হয়ে ওঠেন। তিনি এতো কঠিন ছিলেন যে - তার ঘরে প্রবেশ করতে পারতো দুই ধরনের মানুষ, প্রথমজন যারা তার প্রয়োজন ছিলো আর, দ্বিতীয়ত যারা তাকে খবর বিক্রি করতো। জেবুন্নিসা চরিত্র    সাহিত্য সম্রাট বঙ্কিচন্দ্র তার উপর যে খানিকটা মানবিক দৃষ্টি দিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। জেবুন্নেসা নিতম্ববতী, যৌবনা, ভোগবিলাসের সুদক্ষ ক...

উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | H.S Bengali MCQ - SAQ | HS 2022 Bengali Suggestions

Image
    উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের জন্য এখানে প্রত্যেকটি মডেল সেট অনুযায়ী কতগুলি প্রশ্ন নির্বাচন করে তার উত্তর করে দেওয়া হল যেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল পাঠক্রম থেকে নির্বাচন করা হয়েছে এই সকল প্রশ্ন উত্তর গুলি। উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর     এখানে মোট 30 / 40 টি করে প্রশ্ন ও তার উত্তর দেওয়া থাকবে। এবং এই সকল প্রশ্ন গুলি পরপর পোস্ট অনুযায়ী চলতে থাকবে নিচে দেওয়া লিঙ্ক থেকে তার সকল গুলি আপনি পেতে পারেন। 1.  "সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি" -  চাকরি না হবার কারণ কি? A. কারণ তারা ঘর জামাই থাকে। B. কারণ তারা 11 টার আগে ঘুম থেকে উঠে না। C. কারণ তারা বাড়ির কাজে ব্যস্ত। D. তারা প্রায় সময় অসুস্থ থাকে। 2.  "এ গল্প গ্রামের সবাই শুনেছে" -  কোন গল্প ? A, বাসিনীর মনিবের বাড়িতে হেলা ঢেলা ভাত। B. উৎসবের স্ত্রী-কন্যার মৃত্যুর গল্প C. সতীশ মিস্ত্রির ধনে মোড়ক লাগার কথা D. উচ্ছবের পাগল হওয়ার কথা। 3.  বুড়ির চেহারা ছিল -  A. তেজি টাট্টু র মতন। B. রাক্ষুস...

রাজসিংহ উপন্যাসের চঞ্চল কুমারী মানিকলাল ও নির্মলকুমারী চরিত্র গুলির গুরুত্ব আলোচনা করো।

Image
বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এর বিখ্যাত উল্লেখযোগ্য রাজনৈতিক উপন্যাস রাজসিংহ ।  রাজসিংহ  উপন্যাসে যে সকল চরিত্র গুলি মুখ্য ভূমিকা গ্রহণ করেছে তারা হল রাজসিংহ ও জেবুন্নিসা । উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য মূল কাহিনীর পাশাপাশি অনেকগুলি উপকাহিনী সংযুক্ত হয় ও এই কাহিনী গুলির হাত ধরে উঠে আসে অনেকগুলি পার্শ্বচরিত্র। রাজ সিংহ উপন্যাস যে সকল অপ্রধান / গৌণ চরিত্রগুলি উল্লেখযোগ্য তারা হল চঞ্চল কুমারী, মানিকলাল, নির্মলকুমারী । যদিও এছাড়া দরিয়া, মোবারক ইত্যাদি চরিত্রগুলি আছে তবু এখানে এই তিনটি চরিত্র সম্পর্কে আলোচনা করা হলো। উপন্যাসের অপ্রধান চরিত্র    যে কোন উপন্যাসের বৃত্ত গড়ে ওঠে কতগুলি প্রধান চরিত্র ও কতগুলি ও প্রধান চরিত্রের মিলনে। উপন্যাসের কাহিনী বৃত্তে যে সমস্ত চরিত্রগুলি প্রাধান্য পায় সেগুলি সাধারণত প্রধান চরিত্র নাম লাভ করে, আর যে চরিত্র গুলি কাহিনী বৃত্তে প্রাধান্য অর্জন না করতে পারলেও কাহিনীর বৃত্তকে নিয়ন্ত্রণ করে সেগুলিকে আমরা অপ্রধান চরিত্র বা গৌণ চরিত্র বলে থাকি। চঞ্চলকুমারী-মানিকলাল-নির্মলকুমারী    একথা ঠিক যে এই সকল গৌণ চরিত্রগুলি অনেক সময়...