উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | H.S Bengali MCQ - SAQ | HS 2022 Bengali Suggestions

   উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের জন্য এখানে প্রত্যেকটি মডেল সেট অনুযায়ী কতগুলি প্রশ্ন নির্বাচন করে তার উত্তর করে দেওয়া হল যেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল পাঠক্রম থেকে নির্বাচন করা হয়েছে এই সকল প্রশ্ন উত্তর গুলি।


উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

    এখানে মোট 30 / 40 টি করে প্রশ্ন ও তার উত্তর দেওয়া থাকবে। এবং এই সকল প্রশ্ন গুলি পরপর পোস্ট অনুযায়ী চলতে থাকবে নিচে দেওয়া লিঙ্ক থেকে তার সকল গুলি আপনি পেতে পারেন।

উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর


1.  "সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি" -  চাকরি না হবার কারণ কি?

A. কারণ তারা ঘর জামাই থাকে।

B. কারণ তারা 11 টার আগে ঘুম থেকে উঠে না।

C. কারণ তারা বাড়ির কাজে ব্যস্ত।

D. তারা প্রায় সময় অসুস্থ থাকে।


2.  "এ গল্প গ্রামের সবাই শুনেছে" -  কোন গল্প ?

A, বাসিনীর মনিবের বাড়িতে হেলা ঢেলা ভাত।

B. উৎসবের স্ত্রী-কন্যার মৃত্যুর গল্প

C. সতীশ মিস্ত্রির ধনে মোড়ক লাগার কথা

D. উচ্ছবের পাগল হওয়ার কথা।


3.  বুড়ির চেহারা ছিল - 

A. তেজি টাট্টু র মতন।

B. রাক্ষুসী

C. ভিখিরির মতো

D. রুক্ষ




4. রক্তের অক্ষরে কবি দেখেছেন - 

A. জগৎ।

B. প্রকৃতি।

C. আপনার রূপ।

D. নদীর জল।


5. কবি মৃদ্দুল দাশগুপ্তের একটি কাব্যের নাম লেখো -

A. ঝরাপালক।

B. জলপাই কাঠের এসরাজ।

C. সোনারতরী।

D. সোনার মাছি খুন করেছি।


6. 'ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস' কে কবি কার সাথে তুলনা করেছেন - 

A. সমুদ্রের দীর্ঘশ্বাসের সাথে

B. শীতের দুঃস্বপ্নের সঙ্গে।

C. আলোর স্তম্ভের সাথে।

D. কয়লা খনির অন্ধকারের সাথে।


7. দেহ কি চায় ?

A. সবুজ প্রকৃতি

B. সবুজ বাগান 

C. সবুজ গাছ 

D. সবুজ বনানী


8. "নাই যদি হয় ক্রোধ" - কি দেখে ক্রোধ হওয়ার কথা বলা হয়েছে ?

A. নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন লাশ দেখে।

B. জননীর কান্না দেখে।

C. নিহত ভাইয়ের শবদেহ দেখে।

D. মানুষের নিরাপত্তা দেখে।


9. "আমি জানলাটা খুলে দিই" - জানলা টা কোন দিকে ছিল ?

A. উত্তরমুখী।

B. দক্ষিণমুখী।

C. পূর্বমুখী।

D. পশ্চিমমুখী


10. রজনী বাবুকে মেয়েটি পাঠ করতে দেখেছিল -

A. আলমগীরের।

B. মুরাদের।

C. মীর জুমলার।

D. ঔরঙ্গজেবের।




11. তুমি সুজার অনুসরণ করবে - 'সুজা' কোন নাটকের চরিত্র ?

A. সাজাহান নাটকের। 

B. চন্দ্রগুপ্ত নাটকের ।

C. পথিক নাটকের 

D. রিজিয়া নাটকের।


12. জয় তরুণের ঠাসা মোহনীয় - 

A.লিমা।

B. রোম। 

C. বাইজেনটিয়াম ।

D. থিবস।


13.  'সাঁওতাল দম্পতি' ছবির শিল্পী কে ?

A. রামকিঙ্কর বেইজ

B. চিন্তমনি কর

C. সোমনাথ হো হাড়ি

D. গণেশ পাইন


14. বাংলা প্রথম সবাক ছবির নাম -

A. জামাই ষষ্ঠী

B. সিরি ফরহাদ

C. হরিশ্চন্দ্র

D. মেঘে ঢাকা তারা


15. 'স্কুল বুক সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন ?

A. ডেভিড হেযার

B. ডিরোজিও

C. উইলিয়াম কেরি

D. জন ক্লার্ক




16. পর্শিক ধ্বনি কোনটি ?

A. ত 

B. প 

C. র

D. ল


17. রূপমুল হলো - 

A. শব্দার্থ এর উপাদান

B. ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ন একক

C. পদের গঠন বৈচিত্র্য

D. ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক।


18. অভিধান রচনার সূত্রপাত কার হাত ধরে শুরু হয় ?

A. যাস্ক।

B. পাণিনি।

C. পতঞ্জলি।

D. উইলিয়াম জোন্স।


19. বুড়ি চা খেয়ে কোথায় গিয়েছিলো ?

A. বাকের মুখে বট গাছের তলায়।

B. নদীর চরায়।

C. পাশের জঙ্গলে।

D. পাশের মাঠে।


20. ঝিঙে শাল ও রামশাল চাল কি দিয়ে খায় ?

    ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারি এবং রামসাল চালের ভাত মাছ দিয়ে খায়।




21. ডাক পুরুষের বচনে কি লেখা আছে ?

    পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনে বলা আছে - শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন, বাকি সব দিন দিন। 


22. "বচসা বেড়ে গেলো" - বচসার কারণ কি ?

    ভারতবর্ষ গল্পের বুড়িটি হিন্দু না মুসলিম এই বিতর্কে দুই বিরোধী জাতির মধ্যে বচসা বেড়ে যায়।


23. "কঠিনিরে ভালোবাসি লাম" - কবি কেনো কঠিন কে ভালোবেসেছেন ?

    একমাত্র কঠিন হলো সত্যের স্বরূপ, এবং সত্য কখনো বঞ্চনা করে না তায় কবি সত্য কে ভালোবেসেছেন।




24. "সকল দেনা শোধ করে দিতে।" - সকল দেনা বলতে কি বোঝো ?

    কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারানের কুলে কবিতা অনুসারে সকল দেনা বলতে কবি জীবনের অর্জন কে বুঝিয়েছেন। 




25. শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন ? 

    শিশির ভেজা সবুজ সকালে কবি দেখেন কয়লা খনির অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক।


27. "বহুদিন জঙ্গলে যাইনি" - জঙ্গলে না যাবার জন্য কি হয়েছে ?

    কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন জঙ্গলে যান নি এই কারণে তিনি সবুজের হত্যালীলা, আর্ নাগরিক লালসা কে দেখতে পেয়েছেন।


28. ক্রন্দন রতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে ?

    যদি কবি জননীর অসহায় মুহূর্তে তার পাশে থাকতে না পারেন তবে তাঁর লেখা লিখি, গান গাওয়া, আঁকা আঁকি, সব মিথ্যা হয়ে যাবে।


29. "নানা রঙের দিন" নাটকের শুরুতে রজনী বাবুর হাতে কি ছিল ? 

    নানা রঙের দিন নাটকের শুরুতে রজনী বাবুর হাতে একটি জ্বলন্ত মোমবাতি ছিল।


30. 'বিভাব' নাটকের নামকরণ কিভাবে হয়েছে ? 

    কোনো এক ভদ্রলোক পুরনো নাট্য শাস্ত্র ঘেটে শম্ভু মিত্রের এই নাটকের নামকরণ করেছিলেন বিভাব।




31. সেই সন্ধায় কোথায় গেলো রাজমিস্ত্রি রা - কোন সন্ধায় ?

    যেদিনের সন্ধায় চীনের প্রাচীর শেষ হয়েছিল সেই সন্ধার কথা বলা হয়েছে।


32. কিভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিলো ? 

    অলৌকিক গল্পের মর্দানা গুরু নানকের কথা মতো সামনের পাথর সরাতেই জল বেরিয়ে এসেছিলো।


33. "মা র সঙ্গে তর্ক শুরু করি।" - কোন বিষয় নিয়ে তর্ক ?

    অলৌকিক গল্প অনুসারে উপরের পাথর নিচে গড়িয়ে এলে তাকে শুধু হাত দিয়ে আটকে দিয়েছিল নানক, এই নিয়ে তর্ক শুরু হয়।




34. উপসর্গ কি ? 

    যে সকল অব্যয় শব্দের শুরুতে বসে শব্দের অর্থের পরিবর্তন করে সেই সকল অব্যয় কে উপসর্গ বলে। যেমন - অনাসৃষ্টি, অনাথ। 


35. মুণ্ডমাল শব্দ কাকে বলে ?

    যখন কোনো শব্দ গুচ্ছের প্রত্যেকটি শব্দের প্রথম ধ্বনি নিয়ে শব্দ তৈরি করা হয় তখন ঐ গঠিত শব্দটিকে মুন্ডমাল শব্দ বলে। যেমন - টিভি - টেলি ভিশন।


36. সঞ্জননী ব্যাকরণ কি ?

    বাক্যের গঠন অর্থাৎ সঞ্জনন কিভাবে হয় সেই বিষয় যে ব্যাকরণে পড়ানো হয় তাই হলো সঞ্জনোনি ব্যাকরণ।





উত্তর

B. কারণ তারা 11 টার আগে ঘুম থেকে উঠে না।   

A, বাসিনীর মনিবের বাড়িতে হেলা ঢেলা ভাত।

B. রাক্ষুসী

C. আপনার রূপ।  

B. জলপাই কাঠের এসরাজ। 

B. শীতের দুঃস্বপ্নের সঙ্গে।  
   
B. সবুজ বাগান 

C. নিহত ভাইয়ের শবদেহ দেখে।

B. দক্ষিণমুখী।

A. আলমগীরের।

A. সাজাহান নাটকের। 

B. রোম। 

A. রামকিঙ্কর বেইজ

A. জামাই ষষ্ঠী

A. ডেভিড হেযার

D. ল

B. ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ন একক

A. যাস্ক।

A. বাকের মুখে বট গাছের তলায়।


MORE NOTES / MORE SUGGESTION FOR HS

দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের অন্য সকল প্রশ্ন ও উত্তর : 



Comments

Post a Comment

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997