অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য | Difference Latitude Longitude | Educostudy
পৃথিবীর উপর কল্পিত একাধিক রেখা কল্পনা করা হয়েছে বা টানা হয়েছে এদেরকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, প্রথম অক্ষরেখা এবং দ্বিতীয় দ্রাঘিমারেখা।
পৃথিবীর কোনো স্থান নির্ণয় করতে গেলে আমাদের প্রয়োজন হয় দুই প্রকার কাল্পনিক রেখার। এই দুই প্রকার কাল্পনিক রেখা হলো - অক্ষরেখা ও দ্রাঘিমারেখা। এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করা হলো।
অক্ষরেখা কাকে বলে
নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরাল ভাবে প্রতি 1° অন্তর মোট 178 টি কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে ঘিরে আছে। এই প্রত্যেকটি রেখাকে বলা হয় অক্ষরেখা। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা, কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত রেখা।
![]() |
অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য গুরুত্ব ও পার্থক্য |
অক্ষরেখার বৈশিষ্ট্য
1) একই অখাংশ বিশিষ্ট্য রেখাকে অক্ষরেখা বলে।
2) প্রতিটি অক্ষরেখা নিরক্ষ রেখার সমান্তরালে অবস্থিত।
3) অক্ষরেখা গুলি পূর্ন বৃত্তাকার।
4) অক্ষরেখা গুলি পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে ঘিরে আছে। 5) যেহেতু নিরক্ষরেখা সবচেয়ে বড়ো অক্ষরেখা তাই নিরক্ষরেখা কে মহাবৃত্ত বলা হয়।
6) প্রতিটি অক্ষরেখার মধ্যে 1° করে পার্থক্য থাকে ।
7) পৃথিবীর দুই মেরুতে অক্ষরেখার দৈর্ঘ্য কম হইতে থাকে ।
দ্রাঘিমা রেখা কাকে বলে
মূলমধ্য রেখা থেকে পূর্ব ও পশ্চিমে উভয় দিকে প্রতি 1° অন্তর যে অর্ধ-বৃত্তীয় কাল্পনিক রেখা পৃথিবীকে ঘিরে আছে , সেই রেখা গুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। কয়েকটি গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা হলো - মূলমধ্য রেখা ও আন্তর্জাতিক তারিক রেখা বা 180° দ্রাঘিমা রেখা।
দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য
1) একই দ্রাঘিমাংশ বিশিষ্ট্য রেখা কে দ্রাঘিমা রেখা বলে।
2) একটি দ্রাঘিমা রেখায় সর্বত্র এক সময়েই সকাল ও সন্ধ্যা হয়।
3) সর্বাধিক দ্রাঘিমার মান 180° ।
4) দ্রাঘিমা রেখা গুলি উপবৃত্তাকার ।
5) দ্রাঘিমা রেখা গুলি সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত।
6) মূলমধ্যরেখা কে কল্পনা করে দ্রাঘিমা রেখা টানা হয়।
7) দুটি দ্রাঘিমা রেখার মধ্যে সব স্থানে পার্থক্য 1° থাকে না, কম বা বেশি হতে পারে।
অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য
বিস্তৃতি
অক্ষরেখা - অক্ষরেখা গুলি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত
দ্রাঘিমা রেখা - দ্রাঘিমা রেখা গুলি পৃথিবীর উত্তর থেকে দক্ষিনে কাল্পনিকভাবে বিস্তৃত।
দৈর্ঘ্য
অক্ষরেখা - নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে দৈর্ঘ্য কমতে থাকে।
দ্রাঘিমা রেখা - দ্রাঘিমা রেখা গুলির দৈর্ঘ্য প্রতিক্ষেত্রেই সমান।
আকৃতি
অক্ষরেখা - অক্ষরেখা গুলি পূর্ণবৃত হয়।
দ্রাঘিমা রেখা - দেরাদিমা রেখা গুলি সব সময় অর্ধবৃত।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান
অক্ষরেখা - অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্নমান জিরো ডিগ্রী।
দ্রাঘিমা রেখা - দ্রাঘিমা রেখা গুলির সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্নমান ০ ডিগ্রি।
রেখার সংখ্যা
অক্ষরেখা - কাল্পনিকভাবে পৃথিবীতে অক্ষরেখার সংখ্যা 179 টি।
দ্রাঘিমা রেখা - কাল্পনিকভাবে দ্রাঘিমা রেখার সংখ্যা 180 টি।
কেন্দ্রবিন্দু
অক্ষরেখা - প্রতিটি অক্ষরেখার কেন্দ্রবিন্দু পৃথক পৃথক।
দ্রাঘিমা রেখা - প্রতিটি দ্রাঘিমা রেখার কেন্দ্রবিন্দু একই রেখায় অবস্থিত অর্থাৎ নিরক্ষরেখা।
মধ্যবর্তী দূরত্ব
অক্ষরেখা - অক্ষরেখা গুলো পরস্পর সমান্তরাল হওয়ার জন্য প্রতিটির মধ্যে দূরত্ব সব সময় একই রকম থাকে।
দ্রাঘিমা রেখা - দ্রাঘিমা রেখা গুলি সমান্তরালভাবে অবস্থিত না হওয়ার জন্য মধ্যবর্তী দূরত্ব এক নয়।
স্থানীয় সময়
অক্ষরেখা - কোন স্থানের স্থানীয় সময় নির্ণয় করতে গেলে অক্ষরেখার প্রয়োজন হয় না।
দ্রাঘিমা রেখা - কোন স্থানের স্থানীয় সময় নির্ণয় করতে গেলে দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়।
উষ্ণতা
অক্ষরেখা - একটি নির্দিষ্ট অক্ষরেখায় সর্বদা একই রকম উষ্ণতা লক্ষ্য করা যায়।
দ্রাঘিমা রেখা - নির্দিষ্ট কোন দ্রাঘিমা রেখার বিভিন্ন স্থানে বিভিন্ন রকম উষ্ণতা লক্ষ্য করা যায়।
TAG :: অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা ও দ্রাঘিমারেখা, দ্রাঘিমা রেখা কাকে বলে, নিরক্ষরেখা ও মূলমধ্য রেখা, দ্রাঘিমা রেখা কি, দ্রাঘিমা ও অক্ষাংশ, অক্ষরেখা, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা কাকে বলে, #অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ট্রিক্স, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কি, #ট্রেন্ডিং অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ভিডিও, অক্ষরেখা দ্রাঘিমা রেখা, কর্কটক্রান্তি রেখা, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কাকে বলে, অক্ষাংশ ও অক্ষরেখা, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বের করার নিয়ম
Comments
Post a Comment