ইতিহাস কাকে বলে | ইতিহাসের বিভিন্ন সংজ্ঞা | What is History | Educostudy

  দশম শ্রেণীর ইতিহাস  বিষয় এর প্রথম অধ্যায় "ইতিহাসের ধারণা" থেকে ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করা হলো। ইতিহাস কি এবং ইতিহাস সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক যে মতামত ব্যক্ত করেছেন তা নিয়ে এখানে আলোচনা করা হলো। What is History ইতিহাস কাকে বলে | ইতিহাসের বিভিন্ন সংজ্ঞা

ইতিহাস কি ?

   ইতিহাস সম্পর্কে ধারণা নিতে গেলে প্রথমে মনে রাখতে হবে এটি একটি অন্তহীন বিবর্তন ধর্মীয় প্রক্রিয়া। আবহমান কাল থেকে যতই সময় গিয়েছে ততই বেড়েছে মানব সভ্যতার বৈচিত্র। এর ফলে ইতিহাস হয়ে উঠেছে বৈচিত্র পূর্ন। 

ইতিহাসের ধারণা

   ইতিহাসের ইংরেজি প্রতিশব্দ history যার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে গ্রীক হিস্টোরিয়া শব্দের অর্থ যত্ন সহকারে অনুসন্ধান করা। এই ভিত্তিতে বলা যায় ইতিহাস হল অতীতের ঘটনা সমূহের সযত্ন অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা এবং ইতিহাসের উদ্দেশ্য হলো সেই জ্ঞানের আলোয় ভবিষ্যৎ মানব সভ্যতাকে দিশা দেখানো।

ইতিহাসের বিভিন্ন সংজ্ঞা


  • গ্রিক দার্শনিক ডায়োনিসাস বলেছেন ইতিহাস হল অনুসন্ধান গভীরভাবে কোন কিছুর অন্বেষণ।

  • ইতিহাসের জনক হেরোটোটাসের মতে ইতিহাস হল দর্শনের একটি শাখা।

  • ঐতিহাসিক লর্ড একটন বলেছেন ইতিহাস মানব মুক্তির বিকাশের কাহিনী।

  • ঐতিহাসিক মার্ক ব্লক এর মতে ইতিহাস হল মানুষের বিজ্ঞান যা সময় সময় পরিবর্তন হয়েছে।

ইতিহাস কাকে বলে


  • ফ্রান্সিস বেকন বলেছেন ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে।

  • E h kar এর মতে ইতিহাস হল অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন।

  • ঐতিহাসিক লাইবনিজের কাছে ইতিহাস হল ধর্মের প্রকৃত প্রকাশ।

  • আর জি কলিংউড এর মতে ইতিহাস হল ইতিহাসবিদদের মনে অতীতের অভিজ্ঞতার পুনূরুজীবন ও পুনরাভিনয়। 

  • ঐতিহাসিক হেনরি পিরেন ইতিহাস সম্পর্কে বলেছেন আমি ঐতিহাসিক ইতিহাসের জীবনের সন্ধান করি জীবনকে ভালোবাসি।।

   উপরের এই সকল ইতিহাসবিদদের মতামতের উপর ভিত্তি করে বলা যায়, ইতিহাস হল মানব জীবনের এমন এক আখ্যান যা তথ্য নির্ভর। মানুষের অর্থনৈতিক, সামাজিক ও বহু বিচিত্র জীবনের একমাত্র চলমান ছবি হল ইতিহাস।।


Tag -  ইতিহাস কাকে বলে, ইতিহাস কাকে বলে ?, ইতিহাস কাকে বলে class 7, ইতিহাস, ইতিহাস কি কাকে বলে, ইতিহাস কি, ইতিহাস কি ও কাকে বলে, ইতিহাস কাকে বলে উত্তর, ইতিহাস কাকে বলে class 6, ইতিহাস কাকে বলে class 8, ইতিহাস কাকে বলে class 9, ইতিহাস কাকে বলে ইতিহাসের সংজ্ঞা দাও, ভারতের ইতিহাস কি কাকে বলে, ইতিহাস কাকে বলে in bengali, পেশাদারি ইতিহাস কাকে বলে ?, ইতিহাসের উপাদান কাকে বলে, ইতিহাস কাকে বলে?, ইতিহাস কাকে বলে।। what is history.., সামাজিক ইতিহাস কাকে বলে?, ঐতিহাসিক যুগ কাকে বলে

Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997