২০১৯ সালের বাংলা প্রশ্ন পত্রের MCQ ও SAQ প্রশ্ন।





*২০১৯ সালের বাংলা প্রশ্ন পত্রের MCQ ও SAQ প্রশ্ন

************( স্মৃতি থেকে নেওয়া)**********



www.educostudy.in




1, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুষ্ঠ শরীর অসুস্থ হয়ে গেল"

   কারণ কি ?

@ প্রথম বার অনাহারে মৃত্যু দেখে

2,   সবুজ সকাল কিসে ভেজা

@  শিশিরে ভেজা

3,  উষ্ণ লাল রংটি ছিল কিসের

@    হরিনের মাংসের

4,  ফজরের নামাজ বলতে বোঝায়

@  ভোরের নামাজ কে।





  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



5,   বড়ো বউ ভাবতে চেষ্টা করে--- কি ভাবতে চেষ্টা করে

@   তখন ও চাদ উঠবে কিনা।

6,   স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো

      -- কিসের আবেদন ?

@  ট্রেন থামানোর

7,   কে জিতেছিল , একলা সে -- কার কথা বলা হয়েছে?

@    দ্বিতীয় ফ্রেডারিক।

8,   দুজন হাত ধরা ধরি করে পিছনের উইং দিয়ে পালিয়ে যান--- কে কে

@   শম্ভু ও অমর

9,   উ কি শীত সব আছে,,,, শুধু,,,,, কি নেই ?

@   *** আমার জানা নেই দেখে নিও

10,  জারি গানে জারি কথার অর্থ কি?

@   ক্রন্দন

11,   ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা । এটি হলো--

@   জোড়কলম শব্দ।

12,   রামব্রিজ কে রজনী বাবু কত টাকা বকশিস দিয়ে ছিল ?

@   তিন টাকা

13,   পৃথিবীতে সবথেকে পপুলার জিনিস কি ?

@   প্রেম।

14, কি উচ্ছব কে বড়ো উতলা করে ?

@   ভাতের গন্ধ।

15,  থুথুরে বুড়ির গায়ে কি ছিল ?

@   তেল চিট চিটা কম্বল।

16,   নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ,,,, কি?

@    ক্রোধ।

17,   রক্তের অক্ষরে কি দেখিলাম।

@   আপনার রূপ








18,   রুশ দেশীয় একজন বিখ্যাত পরিচালক,,,,,

@   আইজেন্সটাইন

19,   চুপ-চাপ কি ধরণের শব্দ ?

@   অনুকার শব্দ।

20,   বাংলায় বিজ্ঞানের পথিকৃৎ পত্রিকা কোনটি ?

@   তত্ববোধিনি পত্রিকা।

21,   সুনয়নি দেবীর বিখ্যাত চিত্র কোনটি ?

@    মা যশোদা।

22,   শাহজাদী সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় কাহারে দেখাও।

                    কোন নাটকের অংশ?

@    রিজিয়া নাটকের অংশ।





  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



                SAQ

1,   DICTIONARY শব্দটি কবে প্রথম পাওয়া যায় ?

------ 1538 সালে স্যার এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে পাওয়া যায়।


2,   এখন যদি না থাকি" কার পশে কখন না থাকার       কথা বলা হয়েছে ?

-------   বিপন্ন জননীর অসহায় অবস্থার সময় পশে না থাকার কথা বলা হয়েছে।


3,   কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য লেখ।

------  প্রয়োজনীয় জিনিসের অভাবে ভঙ্গির বহুল ব্যবহার, কাবুকি নাটকের অন্যতম বৈশিষ্ট্য।


4,  আমি কৌতূহলী হয়ে উঠি"   কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন।

-------  বক্তা মায়ের মুখে সোনা হাসান আবদালির জঙ্গলের, গল্পের পরের অংশ শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠেন ।


5,   রজনী বাবু চিৎকার করে পিছিয়ে যান" কেন?

-------   কালিনাথ সেন কে অন্ধকার গ্রিনরুমে শুয়ে থাকতে দেখে রজনী বাবু চিৎকার করে পিছিয়ে যান।


6,    ফাঁপি কি ?

-------    শীত কালে বৃষ্টির সাথে জোরালো বাতাস কে বলে ফাঁপি।


7,    চিনলাম আপনার"  --  কিভাবে চিনলেন?

------   কবি আঘাতে বেদনায় জর্জরিত হয়ে নিজেকে চিনেছেন।


8,    ঘুমহীন তাদের চোখে হানা দেয়"  -- কি হানা দে?

-------    ঘুমহীন কয়লাখনির মানুষদের চোখে  ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়।


9,     অমর গাঙ্গুলি কোন দলের সাথে যুক্ত ছিলেন?

-------    বহুরূপী নাট্য দলের সাথে যুক্ত ছিলেন।


10,    তাতে বয়সটা ঠিক চেনা যায়না" কার কেন বয়স চেনা যায়না?

-------  হাফ সিসি কলপ মিশিয়ে কালো করা চুলের জন্য রজনী বাবুর বয়সটা ঠিক চেনা যায়না।





  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



11,    চুন্নু রি রে, তুই খা" --- চুন্নু রি কে?

------     ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্র উচ্ছব নাইয়ার সন্তান হলো চুন্নু রি ।


12,     উপসর্গ কাকে বলে ?

------ যে সকল অব্যয় শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটায় , সেই সকল অব্যয় কে উপসর্গ বলে। যেমন--  অনাবৃষ্টি ।


13,     একটি তারা তখন আকাশে" -- তারাকে কবি কিসের সাথে তুলনা করেছেন ?

-------    তারা টিকে কবি পাড়া গায়ের রাত জাগা গোধূলি মোদির মেয়ের সাথে তুলনা করেছেন।





          ধন্যবাদ********  educostudy



Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997