France revolution, cause of France revolution, ফরাসি বিপ্লবে নারীদের অবদান।



"France revolution", "cause of France revolution", ফরাসি বিপ্লবে নারীদের অবদান, wemen power,



       ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই 1789 সালে স্টেটস এর সভা ডাকলে সেখানে তৃতীয় শ্রেণীর বুর্জোয়া সমাজ গণতান্ত্রিক ভোটার অধিকারের দাবি জানায়। এই চরম অবস্থায় রাজা নতিস্বীকার হয়ে দাবি মেনে নিলেও মন থেকে চরম রাজতন্ত্র কে ভুলতে পারেন নি।  France revolution, cause of France revolutionতাই সভার পর সম্রাট নানান ভাবে ফ্রান্সের জনগণ কে বিপদে ফেলতে থাকে। এরফলে শুরু হয় বিপ্লব, আর এই বিপ্লবে সাধারণের মানুষের পাশাপাশি ফ্রান্সের নারী সমাজ ও যোগদান করেছিলো।



France revolution, cause of France revolution




ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা


     ফরাসি বিপ্লবের প্রকৃত সমর্থক ছিল তৃতীয় শ্রেণীর মানুষেরা। আর সেই তৃতীয় শ্রেণীর মানুষ দের মধ্য থেকে নারী সমাজ ও এই বিপ্লব কে ত্বরান্বিত করেছিল।



 # সমস্ত নোটের জন্য নিচের বেলে চাপ দিয়ে allow করো।  

   নারীদের বিদ্রোহের কারণ - 




  • গ্রাম অঞ্চলে ফ্রান্সের রাজাদের  অত্যাচার ছিলো খুব বেশি। আর বেশির ভাগ গ্রামে তৃতীয় শ্রেণীর মানুষের বসবাস করতো। তাই খুব সহজেই গ্রামের নারী সমাজ এই অত্যাচারের প্রতিবাদে সমর্থন দিয়েছিল। #France revolution, cause of France revolution

  • 1989 সালের শেষের দিকে ফ্রান্সের গ্রাম অঞ্চলে খাদ্যের অভাব দেখা দেয়। এর ফলে গ্রামের নারীরা প্রতিবাদে নেমে পড়ে, সম্রাটের বিরুদ্ধে।

  • খাদ্যের অভাবে প্রায় 6000 মহিলা ফরাসি বিপ্লবের সমর্থক রাজ প্রাসাদ অভিযান করে, ও রুটি চাই স্লোগান দিতে থাকে।

  • একমাত্র ফ্রান্সের নারী সমাজই রাজপ্রাসাদ ঘিরে রক্ষীদের হত্যা ও বন্ধি করে ফেলে। #France revolution, cause of France revolution




France revolution, cause of France revolution

    ফরাসী বিপ্লব একদিনের গোড়ে ওঠা কোনো ঘটনা নয়, একথা যেমন সত্য তেমনি ফরাসি বিপ্লবে নারীদের অবদান যে কম নয় এটাও চরম সত্য। একমাত্র নারীদের জন্য ফ্রান্সের রাজপরিবারের শবযাত্রার মতো ঘটনা ঘটেছিল।




France revolution, cause of France revolution





Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024