MP 2020 History MCQ suggestions, part 6th,






1, চম্পারণ কৃষি বিল কত সালে পাস হয় ?


         1917 সালে।





2, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?


         গোপাল কৃষ্ণ গোখলে।





3, আমেদাবাদে বস্ত্র শিল্পের ধর্মঘট কবে হয় ?


        1918 সালে।









4, বেট্টি প্রথা কি ?


       তেলেঙ্গানায় প্রচলিত বাধ্যতামূলক কর প্রদানের রীতিকে বলা হত বেট্টি প্রথা।





5, নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?


        স্বামী সহজানন্দ স্বরস্বতী। উত্তর প্রদেশের লখনৌতে।



     







6, তেভাগা আন্দোলন বাঙলাতে কবে সাটু হয় ?


        1946 সালে।





7, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?


        কাজী নজরুল ইসলাম।





8, ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?


        1920 সালে।









9, মিরাট ষড়যন্ত্র মামলা কবর শুরু হয় ?


        1929 সালে।





10, গনবাণী পত্রিকা কে সম্পাদনা করেন ?


        মুজাফফর আহমদ।





11, কবে ভারতে প্রথম মে দিবস পালন করা হয় ?


         1927 সালের 1 লা মে।





12, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?


        1934 সালে।





13, কংগ্রেসের কোন অধিবেশনে পুরণস্বরাজের দাবি জানানো হয় ?


         1929 সালের লাহোর অধিবেশনে।







14, সারা ভারত কিষান সভা কংগ্রেস কবে গোরে ওঠে ?


        1936 সালে।





15, বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ?


         ফজলুল হক।





16, বাংলার প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন কোনটি ?


         প্রিন্টার্স এন্ড কম্পোজিটার্স লীগ।



17, বারদৌলী কৃষক আন্দোলন কবে হয় ?


          1928 সালে।





18, সিঙ্গারাভেল চেট্টিয়ার কে ছিলেন ?


         মাদ্রাজের একজন শ্রমিক নেতা।





19, ভারতের কমিনিউস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন ?


          সচ্চিদানন্দ বিষ্ণুঘাটে।





20, বাংলার দুটি সাম্যবাদী পত্রিকার নাম লেখ ?


         লাঙ্গল, ও গনবাণী।





21, সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ?


          1939 সালের 3 রা মে।





22, বাবা রামচন্দ্র কে ছিলেন ?


          উত্তর প্রদেশের একজন কৃষক নেতা।







23, বিজোলিয়া সত্যাগ্রহ কোথায় ঘটেছিল ?


         রাজস্থানের মেবারে ।





24, সর্বভারতীয় কিষান সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?


         ইঁদুলাল জাগগিক।





25, কারা ইউনিয়ন বোর্ড-বিরোধী আন্দোলন করেছিলেন ?


           কাঁথি ও তমলুকের কৃষকরা।





26, কাঁথি ও তমলুকে কে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন ?


          বীরেন্দ্রনাথ শাসমল।





27, "peasant movement in india" গ্রন্থের লেখক কে ?


           ডি, এন, ধনাগারে।



        অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে





28, পতিদার যুবক মন্ডলী কোথায় গোড়ে ওঠে ?


          গুজরাটের বারদৌলীতে।





29, বারদৌলি আন্দোলনকে ঘিরে কোন কমিটি গোড়ে ওঠে ?


         ব্লুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি।





30, কে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন ?


          বি, পি ওয়াদিয়া, 1918 সালে।







31, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?


          জয়প্রকাশ নারায়ণ।





32, বোম্বাই থেকে প্রকাশিত বামপন্থী পত্রিকার নাম কি ?


         ক্রান্তি।





33, কোন মামলাতে ভারতীয় কমুনিউস্ট পার্টি নিষিদ্ধ হয় ?


           মিরাট ষড়যন্ত্র মামলার জন্য।





34, বুড়িমা কে ছিলেন?


         তেভাগা আন্দোলনের একজন রাজবংশী মহিলা।





35, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন?


           কাজী নজরুল ইসলাম।


 Sad Status in Hindi for WhatsApp







36, কলকাতায় কার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে ?


          মুজাফফর আহমেদ এর নেতৃত্বে।





37,  শ্রমিকদের কল্যানের জন্য গড়ে ওঠে এমন একটি কমিশনের নাম লেখ ।


             হুইটলি কমিশন।





38, মিরাট ষড়যন্ত্র মামলার সময় ভারতের বড়লাট কে ছিলেন ?


             লর্ড আরউইন।







39, শের-ই-বঙ্গাল নেমে কে পরিচিত ছিলেন ?


           এ, কে, ফজলুল হক।





40, কাকে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল ?


         বীরেন্দ্রনাথ শাসমল কে।





41, খুদা-ই-খিদমদগার কে তৈরী করেন ?


         খান আব্দুল গফ্ফার খান।





42, কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ?


          ঢাকার নবাব সালিমোল্লাহ।





43, কখন একা আন্দোলন ঘটে ছিলো?


         অহিংসা অসহযোগ আন্দোলনের পর্যায়ে।





44, মহাত্মা গান্ধীর একজন অন্যতম সচিব কে ছিলেন ?


         মহাদেব দেশাই।





45, তিন-কাঠিয়া প্রথার অর্থ কি ?


         বিঘা প্রতি তিন কাঠা জমিতে নীলচাষ করতে হবে।







46, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গোড়ে ওঠে ?


        1905 সালে।





47, কোন আন্দোলন কে এলিটিস্ট আন্দোলন বলা হয় ?


         বঙ্গভঙ্গ আন্দোলনকে রজনীপাম দত্ত এলিটিস্ট আন্দোলন বলেছেন।





48, কুনবি কাদের বলা হত ?


         গুজরাটের কৃষক দের।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





49, বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে ?


         1905 সালের 16ই অক্টোবর।





50, জাম্বুসার আন্দোলন কোথায় হয়েছিল ?


          গুজরাটের ব্রোচ জেলায়।







51, নমঃশূদ্র কারা ?


          মূলত বাংলার কৃষিজীবীদের নমঃশূদ্র বলা হতো।





52, AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন ?


         লালা লাজপত রায়।





53, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্টিত হয় ?


          1920 সালে।





54, কবে আইন অমান্য আন্দোলন শুরু হয় ?


         1930 সালে।







55, একা আন্দোলনের নেতা কে ছিলেন ?


         মাদারি পাশি।





56, ওয়ার্কস এন্ড পেজেন্টস পার্টি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল ?


         অসহযোগ আন্দোলনের সাথে।





# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।        



Comments

Post a Comment

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997