MP 2020 History MCQ suggestions, part 6th,
1, চম্পারণ কৃষি বিল কত সালে পাস হয় ?
1917 সালে।
2, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
গোপাল কৃষ্ণ গোখলে।
3, আমেদাবাদে বস্ত্র শিল্পের ধর্মঘট কবে হয় ?
1918 সালে।
4, বেট্টি প্রথা কি ?
তেলেঙ্গানায় প্রচলিত বাধ্যতামূলক কর প্রদানের রীতিকে বলা হত বেট্টি প্রথা।
5, নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
6, তেভাগা আন্দোলন বাঙলাতে কবে সাটু হয় ?
1946 সালে।
7, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
কাজী নজরুল ইসলাম।
8, ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
9, মিরাট ষড়যন্ত্র মামলা কবর শুরু হয় ?
1929 সালে।
10, গনবাণী পত্রিকা কে সম্পাদনা করেন ?
মুজাফফর আহমদ।
11, কবে ভারতে প্রথম মে দিবস পালন করা হয় ?
1927 সালের 1 লা মে।
12, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?
1934 সালে।
13, কংগ্রেসের কোন অধিবেশনে পুরণস্বরাজের দাবি জানানো হয় ?
1929 সালের লাহোর অধিবেশনে।
14, সারা ভারত কিষান সভা কংগ্রেস কবে গোরে ওঠে ?
1936 সালে।
15, বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ?
ফজলুল হক।
16, বাংলার প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন কোনটি ?
প্রিন্টার্স এন্ড কম্পোজিটার্স লীগ।
17, বারদৌলী কৃষক আন্দোলন কবে হয় ?
1928 সালে।
18, সিঙ্গারাভেল চেট্টিয়ার কে ছিলেন ?
মাদ্রাজের একজন শ্রমিক নেতা।
19, ভারতের কমিনিউস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন ?
সচ্চিদানন্দ বিষ্ণুঘাটে।
20, বাংলার দুটি সাম্যবাদী পত্রিকার নাম লেখ ?
লাঙ্গল, ও গনবাণী।
21, সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ?
1939 সালের 3 রা মে।
22, বাবা রামচন্দ্র কে ছিলেন ?
উত্তর প্রদেশের একজন কৃষক নেতা।
23, বিজোলিয়া সত্যাগ্রহ কোথায় ঘটেছিল ?
রাজস্থানের মেবারে ।
24, সর্বভারতীয় কিষান সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?
ইঁদুলাল জাগগিক।
25, কারা ইউনিয়ন বোর্ড-বিরোধী আন্দোলন করেছিলেন ?
কাঁথি ও তমলুকের কৃষকরা।
26, কাঁথি ও তমলুকে কে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন ?
বীরেন্দ্রনাথ শাসমল।
27, "peasant movement in india" গ্রন্থের লেখক কে ?
28, পতিদার যুবক মন্ডলী কোথায় গোড়ে ওঠে ?
গুজরাটের বারদৌলীতে।
29, বারদৌলি আন্দোলনকে ঘিরে কোন কমিটি গোড়ে ওঠে ?
ব্লুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি।
30, কে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন ?
বি, পি ওয়াদিয়া, 1918 সালে।
31, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?
জয়প্রকাশ নারায়ণ।
32, বোম্বাই থেকে প্রকাশিত বামপন্থী পত্রিকার নাম কি ?
ক্রান্তি।
33, কোন মামলাতে ভারতীয় কমুনিউস্ট পার্টি নিষিদ্ধ হয় ?
মিরাট ষড়যন্ত্র মামলার জন্য।
34, বুড়িমা কে ছিলেন?
তেভাগা আন্দোলনের একজন রাজবংশী মহিলা।
35, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন?
36, কলকাতায় কার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে ?
মুজাফফর আহমেদ এর নেতৃত্বে।
37, শ্রমিকদের কল্যানের জন্য গড়ে ওঠে এমন একটি কমিশনের নাম লেখ ।
হুইটলি কমিশন।
38, মিরাট ষড়যন্ত্র মামলার সময় ভারতের বড়লাট কে ছিলেন ?
লর্ড আরউইন।
39, শের-ই-বঙ্গাল নেমে কে পরিচিত ছিলেন ?
এ, কে, ফজলুল হক।
40, কাকে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল ?
বীরেন্দ্রনাথ শাসমল কে।
41, খুদা-ই-খিদমদগার কে তৈরী করেন ?
খান আব্দুল গফ্ফার খান।
42, কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ?
ঢাকার নবাব সালিমোল্লাহ।
43, কখন একা আন্দোলন ঘটে ছিলো?
অহিংসা অসহযোগ আন্দোলনের পর্যায়ে।
44, মহাত্মা গান্ধীর একজন অন্যতম সচিব কে ছিলেন ?
মহাদেব দেশাই।
45, তিন-কাঠিয়া প্রথার অর্থ কি ?
বিঘা প্রতি তিন কাঠা জমিতে নীলচাষ করতে হবে।
46, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গোড়ে ওঠে ?
1905 সালে।
47, কোন আন্দোলন কে এলিটিস্ট আন্দোলন বলা হয় ?
বঙ্গভঙ্গ আন্দোলনকে রজনীপাম দত্ত এলিটিস্ট আন্দোলন বলেছেন।
48, কুনবি কাদের বলা হত ?
49, বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে ?
1905 সালের 16ই অক্টোবর।
50, জাম্বুসার আন্দোলন কোথায় হয়েছিল ?
গুজরাটের ব্রোচ জেলায়।
51, নমঃশূদ্র কারা ?
মূলত বাংলার কৃষিজীবীদের নমঃশূদ্র বলা হতো।
52, AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন ?
লালা লাজপত রায়।
53, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্টিত হয় ?
1920 সালে।
54, কবে আইন অমান্য আন্দোলন শুরু হয় ?
1930 সালে।
55, একা আন্দোলনের নেতা কে ছিলেন ?
মাদারি পাশি।
56, ওয়ার্কস এন্ড পেজেন্টস পার্টি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল ?
অসহযোগ আন্দোলনের সাথে।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।
May day 1923 year hobA
ReplyDelete