Statistics, রাশিবিজ্ঞান, Class 12th Education 3rd part Educational Statistics.






1. স্কোর কি ?


উত্তর    যে সংখ্যার মাধ্যমে ব্যাক্তির বৈশিষ্ট্য তুলে ধরা হয়, সেই তথ্য কে স্কোর বলে।









2. পরিসংখ্যা কি ?


উত্তর।     কোনো একটি স্কোর বা রাশির পুনরাবৃত্তির সংখ্যাকে পরিসংখ্যা বলে।







3. পরিসংখ্যা বন্টন কি ?


উত্তর।    স্কোর গুলিকে মানের ক্রমানুসারে সাজিয়ে  পরিসংখ্যা বন্ধনের তালিকা ভুক্ত করলে তাকে পরিসংখ্যা বন্টন বলে।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE









4. প্রসার কি ?


উত্তর।    কোনো রাশি মালার সর্বোচ্চ ও সর্ব নিম্ন রাশির মধ্য যে পার্থক্য তাকে প্রসার বলে।







5. ট্যালি চিন্হ কি ?


উত্তর।     পরিসংখ্যা নির্ণয়ের জন্য অবিন্যস্ত স্কোর গুলির প্রত্যেকটির পরিবর্তে একটি করে দাগ দেওয়া হয়। এই দাগ গুলিকে ট্যালি চিন্হ বলে।





6. শ্রেণী ব্যাবধান কি ?


উত্তর।    স্কোর গুলিকে যখন ছোট ছোট  দোলে নির্দিষ্ট ব্যাবধানে ভাগ করা হয়, তখন সেই নির্দিষ্ট দলের ব্যাবধান কে শ্রেণী ব্যাবধান বলে।







7. মধ্য বিন্দু কি ?


উত্তর ।   কোনো শ্রেণীর উচ্চসীমা ও নিম্ন শ্রেণীর গড় হলো ঐ শ্রেণীর মধ্যবিন্দু।





8. প্রকৃত উচ্চসীমা বলতে কি বোঝো ? 


উত্তর।     কোনো শ্রেণীর প্রকৃত প্রসারের উচ্চ সীমা কে  বলা হয় প্রকৃত উচ্চ সীমা।







9. প্রকৃত নিম্ন সীমা কি ?


উত্তর।     কোনো শ্রেণীর প্রকৃত প্রসারের নিম্ন সীমা কে বলে প্রকৃত নিম্ন সীমা।





10. চল কি ?

উত্তর।    যে রাশির মান পরিবর্তন হয় তাকে চল বলে।



11. রাশি বিজ্ঞান কি ?

উত্তর।    রাশি বিজ্ঞান হলো এমন একটি পদ্ধতিগত বিজ্ঞান যার মাধ্যমে যে কোনো বিষয়ের উপস্থাপন, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে সঠিক জ্ঞান অর্জনও করতে পারি।



12. পরিসংখ্যান বন্টনের দুটি দিক কিকি ?

উত্তর।    একটি হলো স্কোর ভিত্তিক অন্যটি শ্রেণী বদ্ধ স্কোর ভিত্তিক পরিসংখ্যান বন্টন।



13. হিস্টো গ্রাম কি ?

উত্তর।     হিস্টোগ্রাম হলো এক ধরণের অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র, যার মাধ্যমে আমরা সহজেই অবিচ্ছিন্ন স্কোরকে প্রকাশ করতে পারি।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





14. গাণিতিক গড় কি ?

উত্তর ।।   এটি একটি কেন্দ্রীয় প্রবণতার একক। গাণিতিক গড়ের মাধ্যমে কোনো স্কোরের কেন্দ্রীয় প্রবণতা অনুভূত হয়।



15. কল্পিত গড় কি ?

উত্তর     কোনো রাশিমালা স্কোর গুলি যখন অবিন্যস্ত থাকে তখন কল্পিত ভাবে একটি স্কোর কে গড় ধরা হয়। এই পদ্ধতিতে প্রথমে গড় কে কল্পনা করে ধরে আসল গড় নির্ণয় করা হয়।



16. গড়ের দুটি ব্যবহার লেখ।

উত্তর     সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য গড় ব্যবহার হয়।

       সহজে নির্ণয়ের জন্য গড়কে বেছে নেওয়া হয়।



17. মধ্যমানের দুটি ব্যবহার লেখ।

উত্তর।   যখন কোনো বন্টনের মধ্যম্যান জানার প্রয়োজন হয়।

       যখন স্কোর গুলিকে দুটি সমান ভাগের প্রয়োজন হয় তখন মধ্যমান ব্যবহার করা হয়।



18. ভুষিষ্টকের ব্যবহার লেখ।

উত্তর ।   সবচেয়ে দ্রুত কেন্দ্রীয় প্রবণতা জানতে ভুষিষ্টকের ব্যবহার করা হয়।

       কোনো বন্টনে কোনো রাশি কতবার আছে তা জানতে ভুষিষ্টকের ব্যবহার করা হয়।











# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছা কৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।





Comments

Post a Comment

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024