মনসামঙ্গলের কবি নারায়ণ দেব - কাব্যপরিচয়, কবিকৃতিত্ব সম্পর্কে আলোচনা - pdf

বাংলা সাহিত্যের মধ্যযুগ সবচেয়ে জনপ্রিয় তম পর্ব হলো মঙ্গলকাব্য আর এই মঙ্গলকাব্য ধারার অন্যতম বিষয় হলো মনসামঙ্গল । মনসামঙ্গলের জনপ্রিয় রচয়িতা দের মধ্যে উল্লেখযোগ্য এক কবি হলেন কবি নারায়ন দেব । মনসামঙ্গলের অন্যান্য কবিদের মতো তার কাব্য টি ও বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। আমরা এখানে কবি নারায়ন দেবের কাব্য পরিচয় ও কাব্য কৃতিত্ব সম্পর্কে আলোচনা করলাম। Educostudy.in/নারায়ণ দেব মনসামঙ্গলের কবি নারায়ণ দেব কাব্যপরিচয়ঃ নারায়ণদেবের পদ্মপুরাণ বা মনসামঙ্গল তিনখণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড আত্মপরিচয় , দেববর্ণনা ইত্যাদিতে পূর্ণ। দ্বিতীয় খণ্ডে রয়েছে পৌরাণিক ঘটনাবলী এবং তৃতীয় খণ্ডে চাঁদসদাগরের কাহিনী। দ্বিতীয় খণ্ডে পৌরাণিক আখ্যানগুলি প্রচুর পরিমাণে ও বিশদভাবে বর্ণিত। সেজন্য দ্বিতীয়খণ্ডের পৌরাণিক আখ্যানগুলির সঙ্গে অনেকক্ষেত্রে তৃতীয় খণ্ডের কাহিনীগত সংযোগ নেই, তবুও সংস্কৃতে রচিত পুরাণগুলি এইভাবে কবির লেখনীর মাধ্যমে বাংলায় জনসাধারণের মত করে অনূদিত হয়েছে। সেদিক থেকে এর আলাদা গুরুত্বও রয়েছে। দেবখণ্ডের এই ঘটনাবগুলি তিনি সংগ্রহ করেছিলেন মহাভারতের আস্তিকপর্ব , বিভিন্ন শৈবপুরাণ এবং কালিদাসের ...