মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে | মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য গুলি লেখ

 উপন্যাস সাহিত্য শাখার অন্যতম এবং আধুনিক একটি উপশাখা হল মনস্তাত্ত্বিক উপন্যাস। যেহেতু আধুনিক যুগের একটি অন্যতম সাহিত্য উদ্ভাবন এই মনস্তাত্ত্বিক উপন্যাস তাই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আমরা অন্য সকল উপন্যাস থেকে মনস্তাত্ত্বিক উপন্যাস কে আলাদা করে থাকি। এখানে মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে ও তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো।




মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে

   মনস্তাত্ত্বিক উপন্যাস হলো উপন্যাসের সেই শাখা যেখানে প্লট, ঘটনার পটভূমি, কাহিনী চরিত্র ইত্যাদির চাইতে মানব মনের চেতন-অবচেতন ও প্রাক চেতন এর বিশ্লেষণ গুরুত্ব পায় এবং উপন্যাসের কেন্দ্রীয় শক্তি হয়ে দাঁড়ায় তাই হল মনস্তাত্ত্বিক প্রধান উপন্যাস

   আমরা মনস্তাত্ত্বিক প্রধান উপন্যাস বা মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা থেকেই এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বুঝতে পারি নিচে মনস্তাত্ত্বিক উপন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো - 




মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য

1. এই শ্রেণীর উপন্যাস গুলি মনস্তাত্ত্বিক সমস্যা থেকে সৃষ্টি হয় অর্থাৎ মনস্তাত্ত্বিক উপন্যাস মানসিক টানাপোড়েন প্রাধান্য পায়।

2. মানসিক বিশ্লেষণ ছাড়া কোন উপন্যাস হতে পারে না ঠিকই কিন্তু মনস্তাত্ত্বিক উপন্যাস মনের গভীরে গিয়ে বিশ্লেষণ করে থাকে এবং উপন্যাসের কেন্দ্রীয় চালিকাশক্তি হয়ে ওঠে।

2. মনস্তাত্ত্বিক উপন্যাসে রাজনীতি, সমাজ, অর্থনীতি, পরিবার সমস্ত কিছুই থাকতে পারে তবে তার অন্তঃস্থলে রচিত হবে মানব মনের অস্থিরতা

3. যুগ অনুযায়ী মানসিক জটিলতা, মানসিক ব্যাধি, মানবমনের দ্বৈততা প্রভৃতির বিশ্লেষণ নিয়ে গড়ে ওঠে মনস্তাত্ত্বিক উপন্যাস। 

মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে
মনস্তাত্ত্বিক উপন্যাস


4. মানুষের মনের জটিলতা গুলি মনস্তাত্ত্বিক উপন্যাস লেখক মানুষের আচরণের বা ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার করে থাকেন। 

5. শ্রেণীর উপন্যাস মানব মনের ত্রিবিধ অবস্থা ও সেই অবস্থার মধ্যে যে দৈনতা তা প্রকাশ করে থাকে। 

6. মনস্তাত্ত্বিক উপন্যাস মানুষের মনের অবিচ্ছিন্ন প্রবাহকে বিশ্লেষণ করে থাকে।




   উপন্যাসের এই শাখা বাংলা সাহিত্যে নবতম সংযোজন হলেও একেবারে দীন নয়। কারণ বুদ্ধদেব বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রবোধকুমার সান্যাল, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমূখ লেখক বর্গ মনস্তাত্ত্বিক প্রধান উপন্যাস রচনা করেছেন। মনস্তাত্ত্বিক প্রধান উপন্যাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রনাথের চোখের বালি। এছাড়াও আধুনিককালে দিনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ভুবন, ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় এর ত্রয়ী, অন্তঃশীলা, আবর্ত, মোহনা ইত্যাদি বেশ উল্লেখযোগ্য মনস্তাত্ত্বিক উপন্যাস


👉👉 মনস্তাত্ত্বিক উপন্যাস কি এবং মনস্তাত্ত্বিক উপন্যাসের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং তার সাথে মনস্তাত্ত্বিক উপন্যাসের সম্পর্কে একটু ধারনা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও বাংলা সাহিত্যের অন্য সকল প্রশ্ন গুলি প্রয়োজনে নিচে থেকে দেখে নিতে পারেন -


এছাড়া বাংলা সাহিত্যের রূপ রীতি অনন্য প্রশ্নগুলি - 




Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

MP 2020 History MCQ suggestions, part 6th,

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997