স্বনিম বা ধ্বনিমূল এর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো।

    দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি বড় অধ্যায় হলো ভাষাতত্ত্ব বা ভাষাবিজ্ঞান এই অধ্যায়ের একটি ছোট পর্ব হলো ধ্বনিতত্ত্ব অর্থাৎ এই পর্বে বাংলা ভাষার বিভিন্ন ধ্বনি সৃষ্টি, বিকাশ, তার ব্যবহার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন গুলি উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করা হলো। তোমরা এগুলো নোট আকারে নিজের মতো করে লিখে নিতে পারো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। 

HS Bengali Suggestions 2021 দ্বাদশ শ্রেণির বাংলা ধ্বনিতত্ত্ব থেকে বড় প্রশ্ন উত্তর
Educostudy.in



স্বনিম বা ধ্বনিমূল এর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো।


    কিছু ক্ষেত্রে আমরা দেখি দুটি আলাদা আলাদা ধ্বনির উচ্চারণ গত দিক থেকে মিল থাকে। কিন্তু কোন এক সামান্যতম দিক থেকে দুটির মধ্যে একটি পার্থক্য সৃষ্টি হয় যে পার্থক্যের জন্য ধ্বনি গুলো আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ করে। ধ্বনি গুলির এই মৌলিক পার্থক্যের বিশেষ রূপটি হলো ধ্বনির স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য বা স্বনিম

    বাংলা বর্ণমালায় যেমন ব ও ভ এই শব্দ দুটির যদি পার্থক্য বিচার করা যায় তাহলে দেখা যাবে দুটি স্পর্শ ধ্বনি বর্ণ অল্পপ্রাণ এবং ভ হলো মহাপ্রাণ ধ্বনি। যদিও এই ব ও ভ এর  উচ্চারণগত পার্থক্য তেমন বেশি নেই তবুও মৌলিক পার্থক্য টি হল মহাপ্রাণ এবং অল্পপ্রাণ। আবার প ও ব এর মধ্যে যদি পার্থক্য বিচার করি তাহলে দেখা যাবে দুটিই স্পর্শধ্বনি দুটি অল্পপ্রাণ ধ্বনি কিন্তু একটি বিষয় এদের পার্থক্য আছে তা হলো প হলো অঘোষ ধ্বনি এবং ব সঘোষ ধ্বনি। সুতরাং ঘোষ হল প থেকে  এর স্বাতন্ত্র্যসূচক একটি বৈশিষ্ট্য। 

    উপরের বিষয়টি থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি ধ্বনির একটি নিজস্ব মৌলিক বৈশিষ্ট্য থাকে যা থেকে তারা একে অপরের থেকে আলাদা হয়। 

    তবে এ কথাও মনে রাখতে হবে যে ধ্বনির স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য অনেক সময় দুটি ধনী কে আলাদা করে না বরং তাদের আলাদা পরিচয় দিয়ে থাকে। অর্থাৎ বিরোধিতার মধ্যে স্বনিম স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য লুকিয়ে থাকে।


    👉👉  প্রিয় ছাত্রছাত্রীরা এখানে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ধ্বনিতত্ত্ব থেকে স্বনিম বা ধ্বনিমূল এর স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করা হল অবশ্যই তোমরা এখান থেকে খাতায় লিখে নেবে। এবং অন্য সকল প্রশ্নের উত্তর পেতে অবশ্যই নিচের লিংক দেওয়া হল সেই সকল লিংক অবশ্যই তোমরা দেখো এবং তা থেকেও নোট লিখে নাও।


    উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের সাজেশন ও বাংলা বিষয়ে সবথেকে বেশি নম্বর পেতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ নোটস এর প্রয়োজন সেদিকে লক্ষ্য রেখে এখানে নোটগুলি তোমাদের জন্য দেওয়া হয় সুতরাং তোমরা নিচে দেওয়া সমস্ত লিঙ্কগুলি ফলো করো যে সকল লিংক থেকে তোমরা বাংলা সাবজেক্ট ও অন্যান্য সকল উচ্চ মাধ্যমিক বিষয়গুলির নোটস পেয়ে যাবে। 


MORE NOTES / MORE SUGGESTION FOR HS

Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997