Universal Primary Education. সার্বজনীন প্রাথমিক শিক্ষা । Education System In India.
সার্বজনীন প্রাথমিক শিক্ষা কি , এই শিক্ষার কয়েকটি সমস্যা আলোচনা করো । দেশের সকল স্তরে যখন সমস্ত নাগরিকের জন্য একই ধরণের শিক্ষার ব্যবস্থা করা হয় তাকে বলে সর্বজনীন শিক্ষা। আর এই সর্বজনীন ব্যবস্থা যখন প্রাথমিক শিক্ষার জন্য করা হয় সেই শিক্ষাকে সাধারণ ভাবেই আমরা সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে পারি । ভারতীয় সংবিধানের 45 নং ধারায় এই সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে । সাথে সাথে এই শিক্ষা ব্যবস্থা কাবার অবৈতনিক ও বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে । কিন্তু অনেক সমস্যার কারণে আজও ভারতে প্রাথমিক শিক্ষাকে সম্পুর্ন ভাবে সার্বজনীন করে তোলা সম্ভব হয়নি। যে কারণ গুলির জন্য প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করে গোড়ে তোলা হয় নি সেগুলি হলো--- DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE ১ : জনসংখ্যা : ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ কাজেই এত বিশাল জনসংখ্যা কে নিয়ন্ত্রণ করে শিক্ষার আঙিনায় নিয়ে আসা খুব একটা সহজ ব্যাপার নয় । 2: অর্থনৈতিক অসুবিধা : বিশাল আয়তনের দেশ হবার কারণে এবং কৃষি প্রধান দেশ হবার জন্য ভারত বর্ষ অর্থনৈতিক দিক থেকে খুব অগ্রসর হতে পারেনি কাজেই অর্থনীতি ভারতের শিক্ষা