ভারত বাংলাদেশ উদ্বাস্তু সমস্যা
গণতান্ত্রিক কাঠামোর পরিপ্রেক্ষিতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এশিয়া মহাদেশীয় অঞ্চলে বিশেষ ভাবে
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
তাৎপর্যপূর্ন । ভারত ও বাংলাদেশ এইদুটি নিকটতম
প্রতিবেশী দেশের সুসম্পর্কের ইতিহাস নিহিত রয়েছে 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভবের ইতিহাসের মধ্যে । কারণ অগণতান্ত্রিক পাকিস্তানের বুক ভেদ করে পূর্ব পাকিস্তানের স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র হিসাবে গোরে ওঠার ক্ষেত্রে ভারত বর্ষই ধাত্রী মাতার ভূমিকা পালন করেছিল । তাই স্বাভাবিক ভাবেই এই দুটি দেশের মধ্যে সহজ সম্পর্ক গড়ে উঠেছে ।
Channel link - www.youtube.com/educostudy
কিন্তু ধর্মীয় ও সম্প্রদায়গত কারণে বাংলাদেশ অগণতান্ত্রিক পাকিস্তান পন্থী হলেও বর্তমানে রুচি, সংস্কৃতি, ভাষা, শিক্ষা, সমাজনীতি প্রভৃতি ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর একাত্ততা কিছুটা সুগভীর । কিন্তু তবুও ইসলামী অগণতান্ত্রিক পাকিস্তানের পরোক্ষ প্ররোচনায় বাংলাদেশের উগ্র ও সাম্প্রদায়িক মুসলমান জনগণ বাংলাদেশি হিন্দু জনগণের উপর সীমাহীন অত্যাচার শুরু করে হিন্দু জনগণের গণতান্ত্রিক স্তম্ভ টিকে সর্বদা খর্ব করে রাখে । যার ফলে অত্যাচারিত বাংলাদেশি হিন্দু জনগণের একটা অংশ সীমানা পেরিয়ে ভারতে উদ্বাস্তু হিসাবে চলে আসে , যে সমস্যা আজও ভারতীয় গণতান্ত্রিক কাঠামোতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে চলেছে।
মুখ্য শব্দ :ভারত - বাংলাদেশ, গণতান্ত্রিক কাঠামো, অগণতান্ত্রিক পাকিস্তান, হিন্দু জনগন, একই শিক্ষা সংস্কৃতি, ধাত্রীমাতা, ধর্মীয় ও সাম্প্রদায়িক দিক, উদ্বাস্তু, প্রতিবেশী দেশ প্রভৃতি ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
যদি apple ios development বিষয়ে জানতে চাও এখানে ক্লিক করো।
Comments
Post a Comment