ভারত বাংলাদেশ উদ্বাস্তু সমস্যা






গণতন্ত্রের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক :








গণতান্ত্রিক কাঠামোর পরিপ্রেক্ষিতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এশিয়া মহাদেশীয় অঞ্চলে বিশেষ ভাবে



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE



তাৎপর্যপূর্ন । ভারত ও বাংলাদেশ এইদুটি নিকটতম

প্রতিবেশী দেশের সুসম্পর্কের ইতিহাস নিহিত রয়েছে 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভবের ইতিহাসের মধ্যে । কারণ অগণতান্ত্রিক পাকিস্তানের বুক ভেদ করে পূর্ব পাকিস্তানের স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র হিসাবে গোরে ওঠার ক্ষেত্রে ভারত বর্ষই ধাত্রী মাতার ভূমিকা পালন করেছিল । তাই স্বাভাবিক ভাবেই এই দুটি দেশের মধ্যে সহজ সম্পর্ক গড়ে উঠেছে ।










Channel link - www.youtube.com/educostudy




       কিন্তু ধর্মীয় ও সম্প্রদায়গত কারণে বাংলাদেশ অগণতান্ত্রিক পাকিস্তান পন্থী হলেও বর্তমানে রুচি, সংস্কৃতি, ভাষা, শিক্ষা, সমাজনীতি প্রভৃতি ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর একাত্ততা কিছুটা সুগভীর । কিন্তু তবুও ইসলামী অগণতান্ত্রিক পাকিস্তানের পরোক্ষ প্ররোচনায় বাংলাদেশের উগ্র ও সাম্প্রদায়িক মুসলমান জনগণ বাংলাদেশি হিন্দু জনগণের উপর সীমাহীন অত্যাচার শুরু করে হিন্দু জনগণের গণতান্ত্রিক স্তম্ভ টিকে সর্বদা খর্ব করে রাখে । যার ফলে অত্যাচারিত বাংলাদেশি হিন্দু জনগণের একটা অংশ সীমানা পেরিয়ে ভারতে উদ্বাস্তু হিসাবে চলে আসে , যে সমস্যা আজও ভারতীয় গণতান্ত্রিক কাঠামোতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে চলেছে।

মুখ্য শব্দ :ভারত - বাংলাদেশ, গণতান্ত্রিক কাঠামো, অগণতান্ত্রিক পাকিস্তান, হিন্দু জনগন, একই শিক্ষা সংস্কৃতি, ধাত্রীমাতা, ধর্মীয় ও সাম্প্রদায়িক দিক, উদ্বাস্তু, প্রতিবেশী দেশ প্রভৃতি ।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE








যদি apple ios development বিষয়ে জানতে চাও এখানে ক্লিক করো।



Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997