Universal Primary Education. সার্বজনীন প্রাথমিক শিক্ষা । Education System In India.


সার্বজনীন প্রাথমিক শিক্ষা কি , এই শিক্ষার কয়েকটি সমস্যা আলোচনা করো ।






           


   দেশের সকল স্তরে যখন সমস্ত নাগরিকের জন্য একই ধরণের শিক্ষার ব্যবস্থা করা হয় তাকে বলে সর্বজনীন শিক্ষা। আর এই সর্বজনীন ব্যবস্থা যখন প্রাথমিক শিক্ষার জন্য করা হয় সেই শিক্ষাকে সাধারণ ভাবেই আমরা সর্বজনীন প্রাথমিক শিক্ষা

বলতে পারি ।

ভারতীয় সংবিধানের 45 নং ধারায় এই সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে । সাথে সাথে এই শিক্ষা ব্যবস্থা কাবার অবৈতনিক ও বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে । কিন্তু অনেক সমস্যার কারণে আজও ভারতে প্রাথমিক শিক্ষাকে সম্পুর্ন ভাবে সার্বজনীন করে তোলা সম্ভব হয়নি। যে কারণ গুলির জন্য প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করে গোড়ে তোলা হয় নি সেগুলি হলো---



 

  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE






১ : জনসংখ্যা:  ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ কাজেই এত বিশাল জনসংখ্যা কে নিয়ন্ত্রণ করে শিক্ষার আঙিনায় নিয়ে আসা খুব একটা সহজ ব্যাপার নয় ।




2: অর্থনৈতিক অসুবিধা:    বিশাল আয়তনের দেশ হবার কারণে এবং কৃষি প্রধান দেশ হবার জন্য ভারত বর্ষ অর্থনৈতিক দিক থেকে খুব অগ্রসর হতে পারেনি কাজেই অর্থনীতি ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বড়ো বাধা হওয়ার দাঁড়িয়ে ছিল ।




3: নারী শিক্ষা : মেয়েরাও যেহেতু সমাজের নাগরিক তথা ভারতবাসী তাই তাদের শিক্ষার ক্ষেত্রে সমসুযোগ আছে , কিন্তু বাল্য বিবাহ , বিভিন্ন কুসংকর ইত্যাদির কারণে মহিলারা বরাবরই শিক্ষার আঙিনা থেকে দূরে সরে গেছে, তাই সার্বজনীন শিক্ষা প্ৰসারিত হয়নি ।




4: বিদ্যালয় :    শিক্ষা ব্যবস্থা কে প্রসারিত করতে গেলে প্রথমেই মনে পড়ে বিদ্যালয়ের কথা। কারণ বিদ্যালয় না থাকলে বিদ্যা লাভ বিষয়টি মানান সই হয় না। তাই গ্রামাঞ্চলে যে পরিমানে বিদ্যালয়ের প্রয়োজন সেই পরিমান বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষা সুফল পায়নি ।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE








5: অভিভাবক দের মানসিকতা:    যেহেতু এই ক্ষেত্রে বেশির ভাগ অভিভাবক রায় অশিক্ষিত তায় তাদের মানসিকতার ও পরিবর্তন প্রয়োজনীয় ছিল কিন্তু তা না হবার ফলে ছেলে বা মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারেনি।




6:সকারের উদাসীনতা:   বহু কাল আগে দেশ স্বাধীন হলেও শিক্ষা ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা অনেক পরে শুরু হয়ে ছিলো । অর্থাৎ সরকার শিক্ষা ব্যবস্থা কে খুব বেশি গুরুত্ব না দেবার ফলেই সমস্ত দেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন হয়নি। 




Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997