Class Nine Geography MCQ Part 2
Class Nine Geography MCQ Part 2
# পৃথিবীর কয়টি গতি ও কি কি ?
উত্তর দুটি গতি আহ্নিক গতি ও বার্ষিক গতি ।
# নক্ষত্র মন্ডলীও গতি কি ?
উত্তর আবর্তন ও পরিক্রমণ এর সাথে সাথে পুরো সৌরপরিবার টি একটি নির্দিষ্ট পথে আকাশগঙ্গা নামে নক্ষত্রমন্ডলের চারিপাশে ঘোরে, এক পাক ঘুরতে সময় লাগে প্রায় 22 কোটি বছর এর নাম নক্ষত্রমণ্ডলীও গতি।
# মঙ্গলের আবর্তনের সময় কত সময় কত ?
উত্তর ২৪ ঘন্টা ৩৭ মিনিট ।
# আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে ?
উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে ।
# সূর্যের আপাত দৈনিক গতি কি ?
উত্তর প্রতি 24 ঘন্টায় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে বলে আকাশ এ আমরা সূর্যকে বিপরীত দিক থেকে দেখতে পাই অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি। প্রতিদিনের আকাশে সূর্যের এই পূর্ব থেকে পশ্চিমে যাওয়াই হল সূর্যের আপাত দৈনিক গতি ।
Class Nine Geography MCQ Part 2
# পৃথিবীর আবর্তন গতির দুটি ফলাফল লেখ ।
উত্তর আবর্তন গতির ফলে দিন ও রাত হয় এবং উষা ও গোধূলি সৃষ্টি হয় ।
# পৃথিবীর কোন অঞ্চলে উষা ও গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম ?
উত্তর নিরক্ষরেখায় সবচেয়ে কম এবং মেরু অঞ্চলে সবচেয়ে বেশি ।
# কোরিওলিস বল কি ?
উত্তর পৃথিবীর আবর্তন বেগের তারতম্য দেখা যায়, আর এই তারতম্যের জন্য ভূপৃষ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো গতিশীল বস্তু উত্তর গোলার্ধের ডান দিকে বা ঘড়ির কাটার দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে বেঁকে যায় পৃথিবীর আবর্তনের জন্য এই যে বস্তুর সোজা পথে বেঁকে যাওয়ার এই যে প্রবণতা প্রথম বর্ণনা করেন কোরিওলিস নামে একজন অংক শাস্ত্রবিদ, তাই তার নাম অনুসারে এই গতিকে কোরিওলিস বল বলা হয় ।
Class Nine Geography MCQ Part 2
# পৃথিবীর কোন অঞ্চলে আবর্তনের বেগ শূন্য ?
উত্তর পৃথিবীর মেরু বিন্দুতে আবর্তনের বেগ শূন্য।
# ঋতুচক্র কি?
উত্তর পৃথিবীর পরিক্রমণ গতির ফলে পৃথিবী কখনো সূর্যের কাছে এবং দূরে এভাবে অবস্থান করে অর্থাৎ গ্রীষ্ম কাল ও শীত কাল সৃষ্টি হয়, আর এই গতিপথের মধ্যে মোট 365 দিন গ্রীষ্ম বর্ষা শরত্ শীত প্রভৃতি ঋতুর মধ্যে দিয়ে পৃথিবীকে বিরাজ করতে হয়, আর এই ঋতু চক্রাকারে ঘোরে বলে একে ঋতুচক্র বলে ।
# অপসুর ও অনুসুর অবস্থান কি ?
উত্তর পৃথিবীর পরিক্রমণ পথ অনেকটা উপবৃত্তাকার আর সেই উপবৃত্তাকার পথের ঠিক কেন্দ্রে সূর্য অবস্থান করে না, তাই পৃথিবী যখন পরিক্রমণ করে তখন কখনো সূর্য থেকে তার দূরত্ব বেড়ে যায় আবার কখনো সূর্য থেকে তার দূরত্ব অনেক কম থাকে। এই বেড়ে যাওয়া দূরত্বের নাম হলো অপসুর অবস্থান, আর যখন কম থাকে সেই অবস্থানের নাম হল অনুসুর অবস্থান ।
Class Nine Geography MCQ Part 2Class Nine Geography MCQ Part 2Class Nine Geography MCQ Part 2Class Nine Geography MCQ Part 2Class Nine Geography MCQ Part 2Class Nine Geography MCQ Part 2
# সূর্যের আপাত বার্ষিক গতি কি ?
উত্তর পৃথিবী তার অক্ষের উপর সাড়ে ৬৬ ডিগ্রি হেলে থাকার কারণে মনে হয় সূর্য পৃথিবীর উত্তরে সাড়ে 23 ডিগ্রি অক্ষাংশ থেকে দক্ষিণে সাড়ে 23 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত সমস্ত বৎসরের মধ্যে চলাচল করে, সূর্যের এইরূপ চলাচলের ঘটনাকে সূর্যের আপাত বার্ষিক গতি বলা হয় ।
# রবিমার্গ কী ?
উত্তর মার্গ কথার অর্থ হলো পথ, অর্থাৎ যে নির্দিষ্ট পথে সূর্য কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত চলাচল করে সেই পথকে রবিমার্গ বলে।
# সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ন কি ?
উত্তর 22 শে ডিসেম্বরের পর থেকে সূর্য সাড়ে 23 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ মকরক্রান্তি থেকে উত্তরে কর্কটক্রান্তি পর্যন্ত চলতে শুরু করে একে সূর্যের উত্তর আয়ন বলে। আবার একুশে জুনের পর থেকে সূর্য দক্ষিণে সাড়ে 23 ডিগ্রি মকর ক্রান্তি রেখার দিকে' আপাত গতি শুরু করে একে সূর্যের দক্ষিণায়ন বলে ।
# সুমেরু ও কুমেরুতে 6 মাস দিন 6 মাস রাত হয় কেন?
উত্তর পৃথিবীর অক্ষরেখা কক্ষ তলের সঙ্গে সাড়ে 66 ডিগ্রী কোণে অবস্থান করে এর ফলে 21 শে মার্চ থেকে 23 শে সেপ্টেম্বর পর্যন্ত একটানা 6 মাস উত্তর মেরুতে সূর্য হেলে থাকে এবং দক্ষিণ মেরু থেকে অনেক দূরে সরে যায় এর ফলে এই ছয় মাসে একটানা উত্তর মেরুতে সূর্য থাকে এবং কুমেরু অন্ধকারে থাকে অর্থাৎ ছয় মাস দিন হয় এবং ছয় মাস রাত হয়।
Class Nine Geography MCQ Part 2
# মেরুজ্যোতি বা মেরুপ্রভা কি ?
উত্তর দুই মেরুতে যখন একটানা 6 মাস রাত থাকে তখন মেরু অঞ্চলে রাতের আকাশের মাঝে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি দেখা যায় এর নাম মেরুজ্যোতি বা মেরুপ্রভা। উত্তরে এর নাম সুমেরু প্রভা আর দক্ষিণ মেরু প্রভা ।
# নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
উত্তর 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত হেমারফেস্ট বন্দরে যখন একটানা গভীর রাত থাকে তখন মাঝে মাঝে এই রাতের আকাশে উত্তর মেরুতে সূর্য দেখা যায় তাই নরওয়ের হেমারফেস্ট বন্দর কে নিশীথ সূর্যের দেশ বলে ।
# মহাবিষুব কি ?
উত্তর 23 শে সেপ্টেম্বর এর মত 21 শে মার্চও পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত দেখা যায় এই জন্য এই দিনটি মার্চ মাসে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে তাই দিনটির নাম বসন্ত বিষুব বা মহাবিষুব ।
# গাগনিক মধ্যরেখা কি?
উত্তর পৃথিবীর আবর্তনের সময় ভূপৃষ্ঠে যখন যে স্থানের আকাশের ঠিক মাথার উপর সূর্য অবস্থান করে সেটাই হলো সেই স্থানের গগণিক মধ্যরেখা।
Class Nine Geography MCQ Part 2
# গোধূলি কি ?
উত্তর সূর্যাস্তের পরে পৃথিবীর আলোকিত অংশ ছায়া বৃত্ত পেরিয়ে অন্ধকার অংশে প্রবেশ করতে শুরু করে এই সময় সূর্যের আলো ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে আলো সৃষ্টি করে এই সময়কে বলা হয় গোধুলি।
# ফেরেলের সূত্র কি ?
উত্তর পৃথিবীর আবর্তন গতির জন্য কেন্দ্রমুখী বলের কারণে সমুদ্রস্রোত ও বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এই যে সূত্র তার নাম ফেরেলের সূত্র ।
# অরোরা বোরিয়ালিস কোথায় দেখা যায় ?
উত্তর উত্তরমেরু বৃত্তীয় অঞ্চলে ।
#### আরো সমস্ত রকমের প্রশ্ন উত্তর পেতে লাইক করো, কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারো।
WWW.EDUCOSTUDY.IN
জার্মানির হামর্বুগ শহরে পৃথিবীর আবর্তন গতি সংক্রান্ত কোন পরীক্ষাটি করা হয়েছিল ?
ReplyDelete