Class Nine History MCQ Part 1| Class 9 History Suggestion 2021
# ফিজিওক্রাট কি ?
উত্তর। ফরাসী বিপ্লবের আগে এডাম স্মিথের অনুপ্রেরণায় একদল অর্থনীতিবিদ দের আত্মপ্রকাশ ঘটে, যাদের দাবি ছিল অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপন, এরা ফিজিওক্রাট নাম পরিচিত ছিলেন।
# রুশোর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর। সামাজিক চুক্তি ।
# মন্তেস্কুর লেখা দুটি গ্রন্তের নাম লেখ?
উত্তর। "দ্যা ইস্পিরিট অফ লজ" ও "দা পার্সিয়ান লেটার"।
# বুর্জোয়া কারা ছিল ?
উত্তর। ফরাসি বিপ্লবের সময় । আইনজীবী,চিকিৎসক,ও শিক্ষক দের বুর্জোয়া বলা হতো। এরা সমাজের অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিল।
#"আমিই রাষ্ট্র" - একথা কে বলেছিলেন ?
উত্তর। চতুর্দশ লুই ।
# 'অসিয়া রেজিম' কি ?
উত্তর। ফ্রান্সের পুরাতন ধারা কে বলাহত অসিয়া রেজিম।
# কার সময়ে ফরাসি বিপ্লব হয়?
উত্তর। ষোড়শ লুইয়ের সময়।
# গাবেলা কি ?
উত্তর। ফ্রান্সের লবন কর কে গাবেলা বলা হতো।
# কাঁপিটেশন কি ?
উত্তর। উৎপাদন মূলক প্রত্যক্ষ করকে বলা হতো কাঁপিটেশন।
# রোবসপিয়ার কে ছিলেন ?
উত্তর। জেকবিন দলের উল্লেখ যোগ্য নেতা।
# ফ্রান্স কে বুরবো রাজবংশ প্রতিষ্ঠা করে ?
উত্তর। ত্রয়োদশ লুই ।
# প্রজাপতি রাজা নাম কে পরিচিত ছিল ?
উত্তর। ফ্রান্সের পঞ্চদশ লুই
# "দা ওয়েলথ অফ নেশন্স" - গ্রন্থটি কার লেখা ?
উত্তর। এডাম স্মিথ এর ।
# করভী কি ছিল ?
উত্তর। ফ্রান্সে বিনা টাকায় কাজ করা কে করভী বলা হতো।
![]() |
ফরাসি বিপ্লবে নারী |
# ফ্রান্স কে রাজনৈতিক কারাগার বলা হয় কেন ?
উত্তর। ফরাসি বিপ্লবের আগে "লেতোর দা কেশে'' নামে এক আইন চালু হয় যার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে দীর্ঘদিন আটকে রাখা যেত। এই নিয়ম এর জন্য দার্শনিক ভলতেয়ার ফ্রান্স কে রাজনৈতিক কারাগার বলেছেন।
# কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা হয় ?
উত্তর। ১৭৮৯ সালের ১৪ ই জুলাই বাস্তিল দুর্গের পতন কে ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয়।
# তাইদ কি ?
উত্তর। ফরাসি বিপ্লবের আগে ধর্ম করকে বলাহত তাইদ।
# মেতোয়ার কি ?
উত্তর। ফ্রান্সের দরিদ্র ভাগ চাষীদের বলা হতো মেতোয়ার।
# "কন্ট্রাক্ট অফ পেইসী" কি ?
উত্তর। ফরাসি বিপ্লবের আগে যাজকরা রাজা কে যে স্বেচ্ছা কর দিতেন তাকে "কন্ট্রাক্ট অফ পেইসী" বলা হয়।
# তুরগো কি ?
উত্তর। ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী কে তুরগো বলা হতো।
# ফ্রান্সে রাজার বিরুদ্ধে কারা বিদ্রোহ শুরু করে ?
উত্তর। অভিজাতরা ।
# ভলতেয়ার এর আসল নাম কি ছিল ?
উত্তর। ফ্রাঙ্কোইস মারি আরুয়েত ।
# সাকুলেত কি ?
উত্তর। প্যারিসের নিম্ন শ্রেণীর জনগণ কে সাকুলেত বলা হতো।
# জেন্টরি কারা ?
উত্তর। ইংল্যান্ডের উচ্চবংশজাত ধোনি সম্প্রদায় কে জেন্টরি বলাহতো।
# ফরাসি জাতীয় সভার নতুন নাম কি ?
উত্তর। সংবিধান সভা ।
# কত খ্রিস্টাব্দে ষোড়শ লুই মারা যান ?
উত্তর। ১৭৯৩ সালের ২১ সে জানুয়ারী গিলেটিনে মারা যান।
# লাফায়েত কি ?
উত্তর। ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম লাফায়েত।
# কবে ফ্রান্সের রাজতন্ত্রের উচ্ছেদ হয় ?
উত্তর। ১৭৯২ সালে জাতীয় মহাসভা রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়।
# কবে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে ?
উত্তর। ১৭৯৪ সালে রোবসপিয়ারের মৃত্যুতে।
# ফরাসি বিপ্লবের নীতি কি ছিল ?
উত্তর। স্বাধীনতা, সাম্য ও মৈত্রী।
# কবে ফ্রান্সের স্বাধীনতা দিবস পালিত হয় ?
উত্তর। ১৪ ই জুলাই ।
# গদয় কে ছিলেন ?
উত্তর। স্পেনের শক্তিশালী মন্ত্রী।
# জিরোনডিস কি ?
উত্তর। ফ্রান্সের আইন সভার একটি রাজনৈতিক দল ছিলো জিরোনডিস।
# গিলেটিন কে আবিষ্কার করেন ?
উত্তর। ডক্টর জোসেফ ইগনেস গিলোটিনে।
# কে পদুয়ার ঘোষণা করেন ?
উত্তর। অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড ।
# এমিগ্রি কাদের বলা হতো ?
উত্তর। যে সমস্ত অভিজাত ফরাসিরা দেশত্যাগ করে চলেযায় তাদের এমিগ্রি বলা হতো।
# লাল সন্ত্রাসের নেতা কাকে বলা হয় ?
উত্তর। রোবসপিয়ার কে।
# মিরাবো কে ছিলেন ?
উত্তর। ১৭৯১ সালে ফ্রান্সের অন্যতম সংবিধান রচয়িতা এবং সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক।
# কোন ভারতীয় সম্রাট জাকবিনের সদস্য ছিলেন ?
উত্তর। মহীশুরের শাসক টিপু সুলতান।
# শ্বেত সন্ত্রাস কি ?
উত্তর। ফ্রান্সে লাল সন্ত্রাসের বিরুদ্ধে জেকবিন দের হত্যাকান্ড শ্বেত সন্ত্রাস নামে পরিচিত।
![]() |
ভলতেয়ার |
# সেপ্টেম্বর হত্যা কি ?
উত্তর। ১৭৯২ সালের ২ থেকে ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সের রাজতন্ত্র উচ্ছেদ কারী জনতা বহু রাজভক্ত জনতাকে হত্যা করে , এই ঘটনা সেপ্টেম্বর হত্যা নামে পরিচিত।
# আসাইনেট কি ?
উত্তর। ফ্রান্সে অর্থনৈতিক সমস্যা দেখা দিলে ১৭৯১ সালে সংবিধান সভা এক ধরণের কাগজের নোট চালু করে একে আসাইনেট বলা হতো।
# "টেনিস কোর্টের শপথ" কি ?
উত্তর ১৭৮৯ সালের ২০ জুন জাতীয় সভার তৃতীয় শ্রেণীর সদস্যরা আইন সভায় উপস্থিত হতে গেলে বাধা পায়। তখন উত্তেজিত সদস্যরা মিরাবোর ও সিয়েসের নেতৃত্বে কাছের টেনিস কোর্টে জড়ো হয় ও শপথ গ্রহণ করে যতক্ষন না পর্যন্ত ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা করা হবে ততক্ষন তারা ঐক্যবদ্ধ থাকবে। এই ঘটনাকে টেনিস কোর্টের শপথ বলা হয়।
আসাইনেট টিকা
ReplyDeleteকূটনীতির কূটনীতির জাদুকর কাকে বলে
ReplyDeleteNepolion
ReplyDeleteMetarnik
ReplyDeleteOtovon bismark
ReplyDelete