Class Ten Geography MCQ part 2.
Class Ten Geography MCQ part 2.
![]() |
|
# উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তর কে কটি ভাগে ভাগ করা যায়?
উত্তর উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তর কে দুটি ভাগে ভাগ করা যায়।
# হোমোস্ফিয়ার কি ?
উত্তর হোমোস্ফিয়ার কথার বাংলা অর্থ হল সমমন্ডল একই ধরনের বিভিন্ন গ্যাসের অনুপাত থাকার জন্য ভূমি থেকে 90 কিলোমিটার পর্যন্ত এই স্তর কে বলা হয় হোমোস্ফিয়ার।
Class Ten Geography MCQ part 2.
# এরোসল কি ?
উত্তর বায়ুমণ্ডলের অতি সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা কে এরোসল বলে ।
# জলীয় বাষ্প কি ?
উত্তর জলের গ্যাসীয় অবস্থা কে জলীয়বাষ্প বলে।
# বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেন এর শতকরা পরিমাণ কত ?
উত্তর অক্সিজেনের ভাগ 21 এবং নাইট্রোজেন 78 শতাংশ ।
Class Ten Geography MCQ part 2.
# বায়ুমণ্ডল কাকে বলে ?
উত্তর পৃথিবীপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবী কে বেষ্টন বেষ্টন করে আছে তার নাম বায়ুমণ্ডল ।
# কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখ ।
উত্তর নাইট্রোজেন আর্গন নিয়ন হিলিয়াম ক্রিপটন ও জেনন ।
# মুক্তা মেঘ কোন স্তরে দেখা যায় ?
উত্তর স্ট্রাটোস্ফিয়ার এ ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
# বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয় ?
উত্তর ট্রপোস্ফিয়ার কে ।
# মেসোপজ কি ?
উত্তর যে উচ্চতায় মেসোস ফিয়ার এসে থেমে যায় বা পজ করে সেই স্তরকে বলা হয় মেসো মেসোপজ অর্থাৎ মেসোস্ফিয়ার এর শেষ সীমা ।
# আয়োনোস্ফিয়ার এই স্তরের নামকরণের পিছে কারণ কি?
উত্তর বায়ুমণ্ডলের এই স্তরে সমস্ত গ্যাসীয় অনু পরমানু থাকে যেগুলি সবই তড়িৎপূর্ণ বা আয়নিত অবস্থায় থাকে তাই এই স্তরের নাম থার্মোস্ফিয়ার ।
# মেরুজ্যোতি দেখা যায় বায়ুমন্ডলের কোন স্তরে ?
উত্তর থার্মোস্ফিয়ারে।
# এক্সস্ফিয়ার কি ?
উত্তর আয়নস্ফিয়ারের উপর বায়ুমণ্ডল স্তরটির নাম এক্সোস্ফিয়ার ।
Class Ten Geography MCQ part 2.
# ইনসোলেশন কি ?
উত্তর সূর্যের আলোর 200 কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় এর নাম ইন্সুলেশন বা আগত সৌর বিকিরণ ।
# ওজন গহবর এর জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখ।
উত্তর ক্লোরোফ্লোরো কার্বন ও নাইট্রাস অক্সাইড।
# তাপের সমতা কি ?
উত্তর দিনের বেলা যে পরিমাণ সৌরশক্তি ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল গ্রহণ করে ঠিক একই পরিমাণ সৌরশক্তি বিকিরণের মাধ্যমে মহাশূন্যে ফিরে যায় একে বলে তাপের সমতা ।
![]() |
|
# বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় ?
উত্তর বায়ুমণ্ডল তিনটি পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয় বিকিরণ পরিবহন পরিচলন পদ্ধতির মাধ্যমে।
# সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর সিক্সের থার্মোমিটার এর যন্ত্রের সাহায্যে ।
# বৈপরীত্য উত্তাপ কি?
উত্তর কোন কোন সময় সময় উচ্চতা অনুসারে উষ্ণতা না কমে বেড়ে যায় একে বৈপরীত্য উত্তাপ বলে ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
# ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কি ?
উত্তর রাত্রে পর্বতের উপর বায়ুর বায়ুর তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয়ে পর্বতের গা বরাবর নিচের দিকে নেমে আসে একে ক্যাটাবেটিক বায়ু বলে। কখনো কখনো উষ্ণতার তারতম্যের জন্য বায়ু নীচে না নেমে বায়ু পর্বতের গা বেয়ে উপরে উঠে যায় একে বলে অ্যানাবেটিক বায়ু ।
# সমোষ্ণ রেখা কি ?
উত্তর যে কাল্পনিক রেখা দিয়ে ভূপৃষ্ঠের সমান তাপমাত্রা যুক্ত অঞ্চল গুলি কে চিহ্নিত করা হয় সেই রেখা কে রেখা বলে সমোষ্ণ রেখা।
# বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি ?
উত্তর পৃথিবীতে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি কারি গ্যাস গুলির প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে আর এই অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির জন্য পৃথিবীর সমস্ত গড় তাপমাত্রা পরিমাণ বেড়ে যাচ্ছে বিজ্ঞানীরা একে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নামে অভিহিত করেছেন ।
# নিরক্ষীয় শান্ত বলয় কি ?
উত্তর নিরক্ষীয় অঞ্চলে সারাবছর ধরে নিরক্ষীয় বায়ু অনবরত উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। এজন্য এখানে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহ বা গতি বোঝা যায় না। যার কারণে সব সময় ভূপৃষ্ঠের উপর কিছুটা শান্ত ভাব বিরাজ করে তাই এই অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলয় বা ডলোড্রামস বলে।
# সাময়িক বায়ু কি ?
উত্তর দিনের বিভিন্ন সময়ে বছরের বিভিন্ন ঋতুতে বায়ুমণ্ডলের উষ্ণতা ও চাপের পার্থক্যের জন্য সাময়িকভাবে কিছু বায়ু প্রবাহিত হয় এদের নাম সাময়িক বায়ু । যেমন স্থলবায়ু , সমুদ্র বায়ু ,মৌসুমী বায়ু ইত্যাদি ।
Class Ten Geography MCQ part 2.
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
# ফন কি ?
উত্তর ইউরোপের আল্পস পর্বতের অঞ্চলে উষ্ণ ও শুষ্ক বায়ু পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে যায় তার নাম ফন।
# বোরা কি ?
উত্তর ইতালির এড্রিয়টিক সাগরের উপকূলে যে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম বোরো বা বোরা।
# সাইক্লোন কোথায় কি নামে পরিচিত ?
উত্তর চীন সাগরের নাম- টাইফুন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে- হ্যারিকেন, অস্ট্রেলিয়ায়- উইলি উইলি, এবং ফিলিপাইন উপকূলে- বাগুইও।
# সম্পৃক্ত বায়ু কি ?
উত্তর যখন কোন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ওই পরিমাপের শেষ সীমায় পৌঁছায় তখন সেই বায়ুকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে ।
# শিশিরাঙ্ক কি ?
উত্তর যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় সেই তাপমাত্রা নাম হল শিশিরাঙ্ক ।
# ঘনীভবন কাকে বলে ?
উত্তর সম্পৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্ক এর নিচে নেমে গেলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জল কনা ও তুষারকণায় পরিণত হয় একে ঘনীভবন বলে ।
Class Ten Geography MCQ part 2.
# ধোঁয়াশা কি ?
উত্তর শীতকালে অধিকাংশ বড় বড় শহর ও শিল্প কেন্দ্রে যানবাহন এবং কল কারখানার নির্গত ধোঁয়া সঙ্গে কুয়াশা মিশে তৈরি হয় ধোঁয়াশা।
# বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি ?
উত্তর পরিচলন, শৈলোৎক্ষেপ ও ঘূর্ণবাত জনিত বৃষ্টি।
# অধঃক্ষেপণ কি ?
উত্তর মেঘের মতো ভেসে থাকা জলকনা গুলি যখন পরস্পর মিলে আয়তনে আর বেড়ে যায় তখন তো আর ভেসে থাকতে পারে না মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টি হয়ে পড়ে এর নাম অধঃক্ষেপন।
# সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত ?
উত্তর। 1013.25 মিলিবার।
# বায়ু মন্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান ওড়ে ?
উত্তর স্ট্রেটসফেয়ার দিয়ে।
# সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত ?
উত্তর 100 % ।
# চরম আদ্রতা মাপার এককের নাম কি ?
উত্তর ঘনমিটার ও গ্রাম।
# কোন যন্ত্রের সাহায্যে একই সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা মাপা হ ?
উত্তর ফর্টিন্স ব্যারোমিটার।
# সীমান্ত অঞ্চলে কি ধরণের বৃষ্টিপাত হয় ?
উত্তর ঘূর্ণবাত জনিত বৃষ্টি।
# আকাশের মেঘ কে কোন এককে প্রকাশ করা হয় ?
উত্তর অক্ট বা অক্টাস এককে।
# বুফোর্ট স্কেলে কি মাপা হয় ?
উত্তর বায়ুর শক্তি।
# লা নিনো ও এল নিনো শব্দের অর্থ কি ?
উত্তর ছোট্ট বালিকা ও ছোট্ট শিশু।
# এড্রিট কি ?
উত্তর আল্পস পর্বতের যে অংশে সূর্যের আলো পড়ে সেই অংশ কে ফরাসী ভাষায় বলে এড্রিট।
# কোন জলবায়ুকে পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয় ?
উত্তর ভূমধ্য সাগরীয় জলবায়ুকে।
# 4'ও ক্লক রেইন কাকে বলে ?
উত্তর নিরক্ষীয় বা পরিচলন বৃষ্টিপাত কে ।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।
Thank you.... visit for more note
www.educostudy.in.
Daru.and good
ReplyDelete