Indian history - Cause of Beats on East india company and Siraj -ud-doulah.



  ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিজ উদ দৌলার সংঘাতের কারণ


Indian history - Cause of Beats on East india company and Siraj -ud-doulah.



    নবাব আলীবর্দী খাঁর কোনো পুত্র ছিল না এই কারণে তিনি তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র 23 বছরের যুবক সিরাজ উদ্দিন কে তাঁর উত্তরাধিকারী করে সিংহাসনে বসায়। সিরাজ সিংহাসনে বসায় তার আত্মীয় ঘসেটি বেগম ও শওকত জং তাকে মনে প্রাণে মেনে নিতে পারেনি, এই কারণে তারা সিরাজের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে,









কারণ -- সিরাজের 15 মাসের রাজত্ব কালে ইস্ট ইন্ডিয়া কোম্পনির সঙ্গে সংঘাতের যে সমস্ত কারণ গুলি আছে তা হলো,,



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





1 ঘসেটি বেগম ও শওকত জঙ্ঘের ইংরেজ কে সাহায্য

                 সিরাজের কাছে সংবাদ পৌঁছায় যে ইংরেজ রা সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম ও শওকত জং কে সাহায্য করার জন্য প্রতিজ্ঞা বদ্ধ, এই কথা শুনে সিরাজ ইংরেজ দের উপর চটে যান।



2 কৃষ্ণ দাস কে আশ্রয়

                রাজ বল্লভের পুত্র কৃষ্ণ দাস ছিলেন নবাব সিরাজের শত্রু কারণ কৃষ্ণ দাস প্রচুর ধনরত্ন সহ ঢাকা থেকে কলকাতায় পলায়ন করলে ইংরেজ গভর্নর গ্রেক তাকে আশ্রয় দেন । নবাব সিরাজের বার বার নির্দেশ উপেক্ষা করে ইংরেজরা কৃষ্ণ দাস কে নবাবের হাতে সমর্পন করে নি , এই কারণে নবাব ইংরেজদের উপর ক্ষিপ্ত হয়ে পড়ে।





3 দুর্গ নির্মাণ

                দাক্ষিণাত্যের দুঃখের অজুহাতে ফরাসি ও ইংরেজ উভয়ই সিরাজের অনুমতি না নিয়ে  বাংলাতে দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজ এই দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দেয় । ফরাসিরা সিরাজের নির্দেশে দুর্গ নির্মাণ বন্ধ করলেও ইংরেজরা বন্ধ করে না, এমন কি নবাবের দূত নারায়ণ দাস কে ইংরেজরা লোভ দেখায়, এই ঘতনা নবাব মেনে নিতে পারেন নি।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





4 দস্তকের অপব্যাবহার 

                 ফারুখ শিয়রের ফরমান অনুসারে কেবল মাত্র কোম্পানি দস্তক ব্যবহার করে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেয়েছিল । কিন্তু নবাবের আপত্তি সত্ত্বেও কোম্পানির কর্মচারীরা তাদের ব্যাক্তিগত বাণিজ্যে দস্তকের ব্যবহার করলে নবাব ক্ষুণ্ন হন ।





5 উপসংহার 

                সুতরাং বলা যেতে পারে ব্রিটিশ কতৃপক্ষ সিরাজকে সিংহাসন চুত করার জন্য ষড়যন্ত্র শুরু করে আর এই ষড়যন্ত্রের মুলে ছিলো রবার্ট ক্লাইভ ও মীরজাফর। পরিশেষে উভইয়ের শেষ পরিণতি হিসাবে ছিলো পলাশীর যুদ্ধ। মীরজাফরের চরম বিশ্বাস ঘাতকতায় নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয় হয় ও পরে বন্দি অবস্থায় মীরজাফরের পুত্র মিরণের আদেশে তাকে মুর্শিদাবাদে নিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সাথে সাথে ভারতের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্যের অস্ত ঘটে ।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE








** আরো সমস্ত নোট পেতে পেজটি লাইক করে রাখো, **

Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997