Geography suggestions class10. ভারতের ভু প্রাকৃতিক বিভাগ সমূহ।
ভারতের ভু প্রাকৃতিক বিভাগ সমূহ
ভু - প্রাকৃতিক ও গঠনের তারতম্য অনুযায়ী ভারতকে প্রধানত পাঁচটি (৫ ) ভাগে ভাগ করা যায়। যথা - 1) উত্তরের পার্বত্য অঞ্চল। 2) উত্তরের সমভূমি অঞ্চল। 3) উপদ্বীপীয় মালভুমি অঞ্চল। 4) উপকূলের সমভূমি অঞ্চল। 5) দ্বীপ অঞ্চল।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
Geography suggestions class10.
# প্রশ্ন অনুযায়ী আমাদের যে কোনো একটি সম্পর্কে আলোচনা করতে হবে তাই এখানে একটি নিয়ে আলোচনা করা হলো। তবে গুরুত্বপূর্ণ পার্ট গুলিও নোট করে দেওয়া হবে।
Geography suggestions class10.
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
উপকূলের সমভূমি অঞ্চল
ভারতের উপদ্বীপ অঞ্চলে পূর্ব ও পশ্চিম দিকে ঘিরে রয়েছে উপকূলবর্তী সমভূমি অঞ্চল। মূল ভু খন্ডের রেখা বরাবর এই অঞ্চলের মোট দৈর্ঘ প্রায় 6100 কিমি । ভু প্রাকৃতিক তারতম্য অনুযায়ী উপকূলের এই সমভূমিকে আবার দুই ভাগে ভাগ করা যায় -- পশ্চিমের সমভূমি আর পূর্বের সমভূমি।
পশ্চিমের সমভূমি
এই সমভূমি দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরিপ থেকে গুজরাটের ভারুচ বন্দর পর্যন্ত বিস্তৃত। এই উপকূলের পশ্চিমে আরব সাগর এবং পূর্বে পশ্চিমঘাট পর্বত মালা অবস্থিত।
গঠন :- এই বৃহৎ অঞ্চলকে বৈচিত্র্য অনুসারে পাঁচ ভাগে ভাগ করা যায় -
মালাবার উপকূল
কর্ণাটকের দক্ষিণে কেরল ও তামিলনাড়ুর কুমারিকা অন্তরিপ পর্যন্ত মালাবার উপকূল বিস্তৃত। এই উপকুলে অনেক লেগুন দেখা যায়। যা স্থানীয় ভাষায় কয়াল নাম পরিচিত। ভোমবানদ কয়াল 80 কিমি দীর্ঘ্।
Geography suggestions class10.
কর্ণাটক উপকূল
দক্ষিণে কেরলের উত্তর সীমা থেকে গোয়ার দক্ষিণ সীমা পর্যন্ত কর্ণাটক উপকূল বিস্তৃত। এই অঞ্চল কানাড়া উপকূল নামেও পরিচিত।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
কঙ্কন উপকূল
এই উপকূল গোয়ার দক্ষিণ অংশ থেকে উত্তরে গুজরাটের ভারুচ বন্দর পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে লাভার পাহাড় , কাদার জলাভূমি দেখা যায়। Geography suggestions class10.
গুজরাট সমভূমি
গুজরাটের পূর্বদিকে সবরমতি, মাহী, নর্মদা, তাপ্তী প্রভৃতি নদীর দ্বারা বাহিত পলি দিয়ে এই গুজরাট সমভূমি গড়ে উঠেছে। আসলে এটি খাম্বাত উপসাগরের উচু হয়ে যাওয়া অংশ।
কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপ
পশ্চিম উপকূলের উত্তরদিকে কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপ অবস্থিত। এখানে কচ্ছের রণ নামে লবনাক্ত কর্দম ভূমি দেখা যায়। Geography suggestions class10.
পূর্বের সমভূমি
এই সমভূমি উত্তরে উড়িষ্যার সুবর্নরেখা নদীর উত্তর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা অন্তরিপ পর্যন্ত বিস্তৃত।
গঠন :- প্রায় 1500 কিমি বিস্তৃত এই সমভূমিটি প্রধানত সামুদ্রিক পলল শিলায় গঠিত। এই সমভুমিটিকে প্রধানত দুটি ভাগে বিভক্ত -
উত্তর সরকার উপকূল
এই অঞ্চলটি উত্তরে সুবর্ণরেখা নদীর উত্তর থেকে দক্ষিণে কৃষ্ণা নদীর ব দ্বীপ পর্যন্ত বিস্তৃত। Geography suggestions class10.
করমণ্ডল উপকুল
এই অঞ্চলটি কৃষ্ণা নদীর ব দ্বীপ থেকে কন্যাকুমারিকা অন্তরিপ পর্যন্ত বিস্তৃত। এখানে পাম্বন দ্বীপ, কিলিটিয়াৰ পয়েন্ট, হলো উল্লেখযোগ্য প্রধান অংশ।
গুরুত্ব
উপকূল যুক্ত অঞ্চল হবার জন্য বেশ কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে, এই অঞ্চল। সমুদ্র কেন্দ্রিক সমভূমি হবার জন্য এখানে মৎস্য কেন্দ্র গড়ে উঠেছে, যা এই অঞ্চলের অর্থনীতিকে সুদৃঢ় করে। মনোরম আবহাওয়ায় এখানে নানান ধরনের শিল্প গড়ে উঠেছে। যেমন - কার্পাস বয়ন শিল্প, সার ও কেমিক্যাল শিল্প ইত্যাদি। ভারতের বড়ো বড়ো বন্দর গুলি এই সমভূমিতে অবস্থিত। এই সমস্ত কারণে ভারতের উপকূলীয় সমভূমি বিশেষ ভাবেই গুরুত্বপূর্ণ।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
Geography suggestions class10.
Geography suggestions class10.Geography suggestions class10.
O Dada vlo uthor hyeche go. ..
ReplyDeleteধন্যবাদ ভাই
DeleteSo good
ReplyDeleteThanks...
Delete