Madhyomik 2020 history MCQ suggestions. part 7th.
1, ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
সরলা দেবী চৌধুরানী।
2, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
কৃষ্ণকুমার মিত্র। history mcq suggestions
3, অরন্ধন দিবস কি ?
রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালের 16 ই অক্টোবর নারী সমাজে অরন্ধন দিবস পালন করেন।
4, নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদক কে ছিলেন ?
শান্তি দাস।
5, স্বদেশী আন্দোলনের একজন নারীর নাম লেখ ।
কুমুদিনী বসু।
6, ধারসনা লবন সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন ?
7, গান্ধীজির ডান্ডি অভিযান কবে শুরু হয় ?
1930 সালের 12 ই মার্চ।
8, ভারতীয় বিপ্লববাদের উদগাতা কাকে বলা হয় ?
ভগিনী নিবেদিতকে।
9, ভগিনী নিবেদিতাকে কে ভারতীয় বিপ্লববাদের উদগাতা বলেছেন ?
ভূপেন্দ্রনাথ দত্ত। history mcq suggestions
10, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন কার হাতে নিহত হন ?
বীনা দাস।
অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে
11, জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেন ?
লীলা নাগ।
12, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
1902 সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
13, কবে কলকাতায় "কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি" স্থাপিত হয় ?
1905 সালে।
14, "এন্টি সার্কুলার সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন ?
শচীন্দ্রপ্রসাদ বসু।
15, অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় ?
1902 সালে।
16, "ভারতের বিপ্লববাদের জনক" কাকে বলা হয় ?
বাসুদেব বলবন্ত ফড়কে কে।
17, কোন ছাত্র সংগঠন আইন অমান্য আন্দলনে ভূমিকা নিয়েছিলো ?
All Bengal Students Association.
18, অভিনব ভারত সংস্থা কে গঠন করেন ?
বিনায়ক দামোদর সাভারকর ।
19, ঢাকায় মুক্তি সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
হেমচন্দ্র ঘোষ।
20, অলিন্দ যুদ্ধ কি ?
বিনয় বাদল ও দীনেশের মহাকরণ অভিযান ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত।
21, দলিত কথাটি কোন কথা থেকে এসেছে ?
দলন থেকে।
22, বাংলায় কে নমঃশূদ্র দের নেতৃত্ব দেন ?
গুরুচাঁদ ঠাকুর। history mcq suggestions
23, পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় ?
গান্ধী ও আম্বেদকরের মধ্যে 1932 সালের 24 সে সেপ্টেম্বর।
24, মতুয়া মহাসঙ্ঘ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?
শ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্যোগে।
25, কে জ্যোতিবা ফুলেকে মহাত্মা বলে সম্বোধন করেন ?
বিঠলরাও কৃষ্ণজী বন্দক ।
26, কোথায় আজাদ হিন্দ বাহিনীর বিচার হয় ?
দিল্লির লালকেল্লায়। history mcq suggestions
27, প্রীতিলতা ওয়াদ্দেদার কোন বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ?
রিপাবলিক আর্মির সঙ্গে।
28, মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন ?
গুরুচাঁদ ও হরিচাঁদ ঠাকুর।
অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে
29, সর্বভারতীয় তপসিলি জাতি ফেডারেশন কবে গঠিত হয় ?
1942 সালে।
30, ভগিনী সেনা সংগঠন কোথায় গোড়ে ওঠে ?
মেদিনীপুরের তমলুকে।
31, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের পর বিপ্লবীরা কোথায় আশ্রয় নিয়েছিলো ?
জালালাবাদ পাহাড়ে।
32, "হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন" কে প্রতিষ্ঠা করেন ?
চন্দ্র শেখর আজাদ।
33, প্রতাপাদিত্য উৎসব ও বীরাষ্ঠমী ব্রত কে চালু করেন ?
সরলা দেবী চৌধুরানী। history mcq suggestions
34, অল ইন্ডিয়া হোমরুল লীগ কে ড়তিস্থা করেন ?
আনি বেসান্ত।
35, লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন ?
সকল দেবী চৌধুরানী।
36, গান্ধীবুড়ি কাকে বলা হতো ?
মতঙ্গিনী হাজরাকে।
37, কে দীপালি সঙ্ঘ প্রতিষ্ঠা করেন ?
লীলা নাগ রায়।
38, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল ?
ঝাঁসিরানী ব্রিগেড।
39, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ?
লক্ষ্মী স্বামীনাথন।
40, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব কে দেন ?
মাস্টার দা সূর্য সেন।
41, রশিদ আলী দিবস কবে পালিত হয় ?
1946 সালের 12 ই ফেব্রুয়ারী।
42, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয় ?
1932 সালে, রামসে ম্যাকডোনাল্ড।
43, ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি ?
দীপালি ছাত্রী সঙ্ঘ।
44, বেঙ্গল এসোসিয়াশন কবে প্রতিষ্ঠিত হয় ?
1912 সালে। history mcq suggestions
45, Do or Die, উক্তিটি কার ?
মহাত্মা গান্ধীর।
46, বয়কট আন্দোলনের ডাক প্রথম কে দিয়েছিলেন ?
কৃষ্ণকুমার মিত্র।
47, নারী সত্যাগ্রহ সমিতি কে গোড়ে তোলেন ?
বাসন্তী দেবী।
DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE
48, কত সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি দেওয়া হয় ?
1908 সালে।
49, বাংলার অগ্নি কন্যা কাকে বলা হয় ?
কল্পনা দত্ত কে।
50, মহাকরণে বিনয়, বাদল ও দীনেশ কাকে হত্যা করে ?
কর্নেল সিপমশন কে।
51, ঝাঁসি রানী রেজিমেন্ট কবে গঠিত হয় ?
1943 সালে।
52, মাহার সত্যাগ্রহ কোথায় হয়েছিল ?
1928 সালে।
53, নাগপুর scheduled caste Federation কবে গঠিত হয় ?
1942 সালে।
54, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হতো ?
সরোজিনী নাইডু কে ।
55, পাঞ্জাব থেকে কে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলো ?
ভোগেস্বরি ফুকোননী।
56, স্ত্রী মহামন্ডল কে প্রতিষ্ঠা করেন ?
সরলা দেবী চৌধুরানী ।
57, নারী কর্মমন্দিরের প্রতিষ্ঠা কে করেন ?
সুনিতা দেবী। history mcq suggestions
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।
Need love shayari
ghshshshhs
ReplyDeleteThanku so so much 😊😊
ReplyDelete