নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো, mp history suggestions 2020,





# নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। (4 mark)



উত্তর – একটা কথা প্রচলিত আছে যে – ইতিহাসে শুধু লেখে রাজার নাম।  পৃথিবীর প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় সেখানে সব কিছু রাজাদের নামে লেখা আছে অর্থাৎ উচ্চবৃত্ত সম্প্রদায়ের কথায় ছিল ইতিহাসের মূল বিষয়। আধুনিক কালে ১৯৬০ -৭০ এর দশকে ইতিহাসের এই ধারণার পরিবর্তন ঘটে। এই সময় ইতিহাসের বিষয়  হয়ে দেখা দিলো সামাজিক বিভিন্ন বিষয়, এমন কি সমাজের নিচুতলার ঘটনা সমুহ।  এই সময় সামাজিক ইতিহাস চর্চার বিষয়টি ছিল এইরূপ –



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE











সামাজিক দৃষ্টভঙ্গি -  সামাজিক ইতিহাস চর্চার সাথে সাথে দেখা দিল সমাজের গুরুত্ব। সমাজের নিচু তোলার মনজার কর্মকাণ্ড হতে লাগলো ইতিহাস। ইতিহাসে আগে যেখানে উঁচুতলার ঘটনা লেখা হতো এখন দেখার ধরাদিলো নিচু তোলার মানুষের আত্মকাহিনী।











মেলবন্ধন -   সামাজিক ইতিহাস রচনার সাথে সাথে সমাজের মানুষের মধ্যে শুরু হয় মেলবন্ধন। মানুষের মধ্যে জাগে ভ্রাতৃ সুলভ মনোভাব, সমাজের উঁচু নিচু মনোভাব দুর হতে থাকে।  সমাজের মধ্যে বর্ণভেদ লোপ পেতে থাকে।




 Sad Status in Hindi for WhatsApp





জাতীয়তাবাদ -  সমাজের বিভিন্ন ভেদাভেদ দুর হবার পর থেকেই জাতীয় ভাব বিকশিত হতে থাকে। দেশের জন্য নিজের জীবন বাজি রাখার ইতিহাস এই সময়ে গড়ে উঠতে দেখা যায়। রাষ্ট্র শুধু রাজার হয়ে থাকলো না তা হয়ে গেলো বৃহত্তর জাতির। তাই সামাজিক ইতিহাস রচনার সাথে সাথে জাতীয়তাবাদের উন্মেষ ঘটলো।



  DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE





জনগোষ্ঠী -  নতুন ইতিহাস রচনায় সাধারণ জনগোষ্ঠী শুধু সাধারণ হতে থাকলো না। ধীরে ধীরে সাধারণ জনগোষ্ঠী রূপ নিলো এক বৃহত্তর জনগোষ্ঠী রূপে, এবং সাধারণ জনগোষ্ঠী বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিলো। তাই নতুন সামাজিক ইতিহাস চর্চায় ইতিহাস পেলো এক বৃহত্তর জনগোষ্ঠী



Madhyomik Bengali suggestions 2020 





Mother's day Best Wishes | Quotes | Status | Download






Click Here






Comments

Post a Comment

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997