MP Histoty Suggestions 2021 | নেহেরু লিয়াকত চুক্তি 4 মার্কের প্রশ্ন ও উত্তর।


      দেশভাগের ফলে পূর্ববঙ্গ, পশ্চিম পঞ্জাব, ও সেন্ধু অঞ্চল পাকিস্থানের অন্তর্ভুক্ত হয়। এই সকল স্থানের মুসলমান সম্প্রদান অত্যাচারে অমুসলমান সম্প্রদায়ের লোকেরা দেশ ত্যাগ করে ভারতের দিকে পা বাড়াতে থাকে।  এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে পশ্চিমবঙ্গের সীমান্তে। প্রায় সব মিলিয়ে 1950 সালের দিকে 60 লক্ষ সর্বহারা উদ্বাস্তু ভারতে প্রবেশ করে।

Mp history suggestions

     এমত অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলি খাঁ এর সঙ্গে আলোচনা শুরু করে এবং শেষ পর্যন্ত 1950 সালের 17 ই এপ্রিল নেহেরু লিয়াকৎ চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির দ্বারা ঠিক হয় যে - 



  • সংখ্যালঘুরা যে যার রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং তার কাছেই প্রতিকার চাইবে।

  • পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ও আসাম থেকে কেউ অন্য দেশে শরণার্থী হতে চাইলে তাকে সাহায্য করা হবে।




  • ভারত ও পাকিস্তান বর্তমান সংকটের কারণ ও পরিমাণ নিরূপণের জন্য অনুসন্ধান কমিটি বসাবে এবং সংখ্যালঘু কমিশন গঠন করবে।

  • পূর্ব ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সংখ্যালঘু প্রতিনিধি থাকবে। এই চুক্তি অনেককেই হতাশ করে কারণ তারা মনে করেন যে এই চুক্তি যথেষ্টভাবে গঠন নয়।





ফলাফল :: 
      নেহেরু লিয়াকত চুক্তির ফলে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তা নিম্নরূপ - 

  • পশ্চিম পাকিস্তান থেকে আসা হিন্দু ও শিখ শরণার্থীরা দেশত্যাগী মুসলমানদের পরিত্যক্ত জমি সম্পত্তি দখল করে পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থানে নিজেদের ব্যবস্থা করে নাই কিন্তু বাংলার ক্ষেত্রে তা হয়নি এবং সেখানে মুসলিমদের বস্তুত ঘটেনি।

  • নেহেরু লিয়াকত চুক্তির ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে প্রবল চাপ পড়ে এবং পশ্চিমবঙ্গের সমাজ ও রাজনীতিতে এর প্রবল প্রতিক্রিয়া দেখা দেয়।




  • এছাড়া ভাষাগত কোন সমস্যা না থাকায় পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি ও সিন্দ্রি উদ্বাস্তুরা দিল্লি হরিয়ানা হিমাচল প্রদেশ রাজস্থান এবং উত্তরপ্রদেশে আশ্রয় নিয়ে নেয়।

  • পশ্চিম পাকিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করলেও পূর্ববঙ্গের শরণার্থীদের জন্য সে ধরনের কোনো ব্যবস্থা করেনি।

           যেসবছিন্নমূল মানুষ ভারতে বসবাসের জন্য শরণার্থীদের এসেছেন তাদের নাগরিকত্ব সম্পর্কে নেহেরুর বলেছিলেন তাদের অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে। এ ব্যাপারে আইন যদি যথেষ্ট না হয় তাহলে আইন পরিবর্তন করতে হবে। কিন্তু আজও সেই সমস্যা একইভাবে বই আসছে তার কোন চূড়ান্ত সমাধান সম্ভব হয়নি।





Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997