নারী সমাজের উত্থানে বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠা ও অবদান আলোচনা করো।

আধুনিক ভারতের ইতিহাসে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব অপরিসীম এই বামাবোধিনী পত্রিকা কে ঘিরে আধুনিক ইতিহাসের নারীদের অবদান উল্লেখযোগ্য হয়ে আছে। মাধ্যমিক ইতিহাসের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হলো। বামাবোধিনী পত্রিকা ১৯ শতকে বাংলার সমাজের বিকাশে যে সকল পত্র-পত্রিকা গুলি গুরুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে বামাবোধিনী একটি উল্লেখযোগ্য পত্রিকা। বিশিষ্ট সমাজ নেতা উমেশচন্দ্র দত্ত নারী সমাজের উন্নয়নের জন্য বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এই সভার মুখপাত্র রূপে তিনি বামাবোধিনী পত্রিকা নামে একটি মাসিক পত্রিকা নারী সমাজের উন্নতির জন্য প্রকাশ করেন। এই বামাবোধিনী পত্রিকা [ ১৮৬৩] থেকে আমরা তৎকালীন সমাজের নারীদের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে পারি যেমন - শিক্ষার দাবি :: নারী সমাজে শিক্ষার প্রয়োজন ছিল তা 19 শতকে এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হলো। নারী সুশিক্ষিত হলে সে অনায়াসে সুগৃহিনী বা সুমাতা রূপে পরিণত হতে পারে। বামাবোধিনী পত্রিকার মধ্য দিয়ে নারীদের শিক্ষার দাবিক...